১৯ জুন ২০২০
Home »
নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র
» নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র, ধারাবাহিক পর্বঃ- ৭০
নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র, ধারাবাহিক পর্বঃ- ৭০
----------- “আত্মানাং বিদ্ধি”--------------
নির্দিষ্ট কর্মের ত্যাগ নহে সে বিধান।
মোহেতে সে ত্যাগ হয় তামসিক জ্ঞান।
আমাদের প্রতিটি মানুষের নিত্য কর্ম করা উচিত। কিন্তু কর্ম যদি শুধুমাত্র জড় সুখ ভোগের উদ্দেশ্যে সম্পাদন হয় তবে সেই কর্ম পরিত্যাজ্য। তাহলে আমাদের মনে প্রশ্ন তৈরি হতে পারে কিসের উপর ভিত্তিতে নিত্যকর্ম পরিত্যাজ্য নয়?
হ্যাঁ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত কর্ম মানুষকে অপ্রাকৃত স্তরে উন্নীত করে সে সমস্ত কর্ম করা কর্তব্য। যেমন আপনি সকাল বেলা ঘুম থেকে উঠে স্নান করে প্রার্থনা করলেন। তারপর ভগবানের জন্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করলেন, গীতা পাঠ করলে, কিছুটা সময় হরিনাম করে তার পর ভাগবানকে নিবেদন করা প্রসাদ আহার করে আপনি এবার সংসারে বাকি কাজগুলো করলেন। জীবিকার তাগিদে বাহিরে গিয়ে সৎ পথে অর্থ উপার্জন করলেন। সেই উপার্জিত অর্থ শুধু নিজের ভোগ বিলাসিতায় ব্যায় না করে কিছু অর্থ ধর্মের পথে, কিছু অর্থ মানবতার সেবায় ব্যায় করলেন। এভাবেই প্রতিদিনের নিত্য কর্মের মাধ্যমে সংসার ধর্ম পালন করে আমরা ভগবানের সেবায় নিজেকে সম্পৃক্ত রাখতে পারি। এসমস্ত কর্তব্য কর্মগুলিকে কেউ যদি পরিত্যাগ করে, তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি তমোগুণের অজ্ঞানে আচ্ছন্ন।
এই জন্য গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন-
হে অর্জুন, নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত কেউ নিত্যকর্ম ত্যাগ করলে, সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলা হয়।
বিঃদ্রঃ- গত পর্বের আলোচনার লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে।
★ এই পোস্টের শুধুমাত্র ঠাকুরের ছবিটা সংগ্রহকৃত।
Courtesy By: Bappy Kuri
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন