শ্রী অর্জুন শ্রীকৃষ্ণকে 'কেশিনিসূদন' বলে সম্বোধন করার পিছনে একটা বিশেষ তাৎপর্য রয়েছে।
কেশি মানে- অসুর; সূদন মানে- হনন বা হত্যা করা।
অর্থাৎ যিনি অসুর হনন, বধ বা হত্যা করেন তিনি কেশিনিসূদন। কিন্তু কেন শ্রীকৃষ্ণ কেশিনিসূদন হবে?
কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্বে অর্জুনের মনে যখন বিভিন্ন বিষয়ে সন্দেহ ও সংশয় সৃষ্টি হয় তখন তিনি শ্রীকৃষ্ণকে এই বলে সম্বোধন করে বলেছেন- হে কেশিনিসূদন; তুমি আমার সন্দেহগুলো ( বিশেষ করে সন্যাস ও ত্যাগ সম্পর্কিত বিষয়ে সৃস্টি প্রশ্ন, সংশয় ও সন্দেহ) দূর কর।
অর্জুনের মনে সৃষ্ট এই সন্দেহকে অসুরের সাথে তুলনা করা হয়। অন্যদিকে কেশী ছিলেন একজন অত্যন্ত দুর্ধর্ষ অসুর যাকে শ্রীকৃষ্ণ হত্যা বা বধ করেছেন। তাই অর্জুনের মনে সেই অসুর রূপে সৃষ্টি সন্দেহ, সংশয় দূর বা হত্যা করার জন শ্রীকৃষ্ণকে অর্জুন কেশিনিসূদন বলে সম্বোধন করেছেন।
বিঃদ্রঃ- গত পর্বের আলোচনার লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে।
Courtesy By: Bappy Kuri
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন