শ্রীমদ্ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবত এর মধ্যে প্রার্থক্য-
শ্রীমদ্ভগবদ্গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কতৃক এই মানব জাতির জন্য রেখে যাওয়া এক পবিত্র দলীল সরূপ যেখানে লিপিবদ্ধ হয়েছে তাঁর আদর্শ, তাঁর আদেশ এবং তাঁর উপদেশ। সেই আদর্শ কে অনুসরণ করে আদেশ এবং উপদেশ পালন করাই প্রতিটি নর জীবনের একান্ত কর্তব্য। তবেই মানব জীবনের স্বার্থকতা।
অন্যদিকে শ্রীমদ্ভাগবত বা ভাগবত হল ব্যাসদেব কতৃক রচিত সনাতন ধর্মে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার উপস্থাপন। যার মাধ্যমে তিনি পরম সত্যকে স্থাপন করেছেন। অর্থাৎ ভাগবতে লিপিবদ্ধ প্রত্যেকটি ঘটনা আমাদেরকে সত্যের পথ দেখায়। যে পথ অনুসরণ করে নিজেকে সত্যে প্রতিষ্ঠিত হওয়ার মন্ত্র শিখায়। যে সত্য পরমার্থিক জীবনে তথা শ্রীমদ্ভগবদ ধাম পৌছানোর পথ দেখায়। এজন্য ব্যাসদেব বলে গিয়েছেন-
"সত্যম পরম ধীমহি"
আমরা পরম সত্যকে ধারণ করি।
অর্থাৎ ভাগবত ভক্তি ও তার শিক্ষা নিজের মধ্যে ধারণ করা মানেই পরম সত্যে নিজেকে অধিষ্ঠিত করা।
বিঃদ্রঃ- গত পর্বের আলোচনার লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে।
Courtesy By: Bappy Kuri
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন