নেতাজি সুভাষচন্দ্র বসু , ভারতমাতার শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম , বাঙালীর গর্ব এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ব্রিটিশদের মনে ত্রাস সঞ্চারকারী এক মহান বিপ্লবী এবং সফল নেতা ।
১৯৪৩ সালের ২১ শে অক্টোবর সিঙ্গাপুরে "আজাদ হিন্দ সরকার" নামে এক অস্থায়ী স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠার পর ২৩ শে অক্টোবর এই সরকার ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে । ইতিমধ্যে জাপান সরকার "আজাদ হিন্দ সরকার" এর হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকার সমর্পণ করবে বলে ঘোষণা করে । এমনই এক প্রেক্ষাপটে ১৯৪৩ সালের ৩১শে ডিসেম্বর সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের প্রথম মুক্তাঙ্গন আন্দামান দ্বীপে পদার্পণ করেন এবং ভারতীয় পতাকা উত্তোলন করেন এবং আন্দামান ও নিকোবর দ্বীপের নাম পরিবর্তন করে যথাক্রমে "শহীদ" ও "স্বরাজ" রাখেন ।
যে মানুষটা নিজের রক্ত ঝড়িয়ে দিয়েছিলেন দেশ কে স্বাধীন করার জন্য , অথচ সেই স্বাধীন ভারতের কিছু ক্ষমতালিপ্সু , উচ্চাভিলাষী কিছু মানুষেরা নিজেদের স্বার্থের হেতু তাঁর অবদান কে অবদমিত করে রাখার ষড়যন্ত্র করেছিলেন , এমনকি তাঁর মৃত্যু রহস্য উন্মোচনেও বাঁধা দিয়ে যাচ্ছেন । এবং নেতাজির দেওয়া ঐতিহাসিক নাম দুটি পরিবর্তিত করে দেওয়া হয়েছে । এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত বলে মনে হয় ।
1 Comments:
নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত্যুর রহস্য
জানার খুব ইচ্ছা আছে ।
কি হয়েছিল আমাদের নেতাজি র সাথে ....
একটি মন্তব্য পোস্ট করুন