কুরুক্ষেত্রের পবিত্র ভূমির একাংশে অবস্থিত একটি
মন্দির। মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ চক্রধারী মূর্তিতে আছেন। চরণে পার্থ ।
মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ । এমন বলে এখানে ভগবানকে পরিক্রমা করলে
অক্ষয় ফল লাভ হয় । মন্দিরে পরম বৈষ্ণব ভক্ত হনুমানের বিগ্রহ আছে ।
নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্ ।
দেবীং সরস্বতীঞ্চৈব ততো জয়মুদীরয়েৎ ।।
( নারায়ন, ব্রহ্মা ও দেবী সরস্বতীকে নমস্কার করে জয়প্রদ পুরাণ মহাভারত পাঠ করিবে। )
কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের ১১ অক্ষৌহিণী যোদ্ধা ছিল। পাণ্ডব দের ৭ অক্ষৌহিণী যৌদ্ধা ছিল । এক অক্ষৌহিণী তে ১০৯৩৫০ পদাতি সেনা, ২১৮৭০ রথ, ২১৮৭০ হাতী, ৬৫৬১০ অশ্ব বাহিনী থাকে ।
কুরুক্ষেত্রের আরো কিছু ছবি নিচে দেয়া হলোঃ
Written by: Sumon Basak
Pic Courtesy : Niranjan Howlader
নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্ ।
দেবীং সরস্বতীঞ্চৈব ততো জয়মুদীরয়েৎ ।।
( নারায়ন, ব্রহ্মা ও দেবী সরস্বতীকে নমস্কার করে জয়প্রদ পুরাণ মহাভারত পাঠ করিবে। )
কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের ১১ অক্ষৌহিণী যোদ্ধা ছিল। পাণ্ডব দের ৭ অক্ষৌহিণী যৌদ্ধা ছিল । এক অক্ষৌহিণী তে ১০৯৩৫০ পদাতি সেনা, ২১৮৭০ রথ, ২১৮৭০ হাতী, ৬৫৬১০ অশ্ব বাহিনী থাকে ।
কুরুক্ষেত্রের আরো কিছু ছবি নিচে দেয়া হলোঃ
এটি হরিয়ানা প্রদেশের কুরুক্ষে্ত্রে অবস্থিত । স্থানটির নাম জতিস্মর । |
কৌরবেরা এই চক্রবুহ্যহের ভীতরে অভিমুন্যকে হত্যা করে । |
এখানেই ভগবান কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ ও গীতা দান করেছিল। স্থানটির নাম জতিস্মর । |
Written by: Sumon Basak
Pic Courtesy : Niranjan Howlader
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন