এই সেই পবিত্র মন্দির। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও
অর্জুনের বিগ্রহ আছে। আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মন্দিরের ভেতরে ছবি তোলা
বারন আছে । বাইরে থেকে যত ইচ্ছা তোলা যাবে । এই মন্দির টি কুরুক্ষেত্রের
একাংশে অবস্থিত । এই মাটি পবিত্র । এখানেই ভগবান শ্রীকৃষ্ণ
গীতা বলেছিলেন। অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। এই মাটি স্পর্শ করলে
মহাপাপীও পবিত্র হয়ে যায় । ভগবান শ্রীকৃষ্ণের আশীষ প্রাপ্ত হয় । মন্দিরের
ভেতরে হনুমান জী আছেন । মন্দিরের বাইরে ভগবানের বাহন গড়ুর জীর বিগ্রহ আছে ।
এই মন্দির পরিক্রমা করলে অক্ষয় ফল প্রাপ্ত হয় । হরে কৃষ্ণ মহা মন্ত্র
উচ্চারণ করে ভক্ত গন পরিক্রমা করেন ।
দ্রৌপদী কূপ। সিঁড়ি দিয়ে সুড়ঙ্গের মধ্যে নামতে হয় । কুরুক্ষেত্রের এক প্রান্তে অবস্থিত ।
=Sumon Basak=
দ্রৌপদী কূপ। সিঁড়ি দিয়ে সুড়ঙ্গের মধ্যে নামতে হয় । কুরুক্ষেত্রের এক প্রান্তে অবস্থিত ।
=Sumon Basak=
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন