শ্রী শ্রী দুর্গার ভৈরব রূপে শ্রী শ্রী নারদের পূজা হয়।
অনেকের ভাবেন দুর্গার ভৈরব নারদ আর পরমবৈষ্ণব দেবর্ষি নারদ এক ব্যক্তি।
কিন্তু আসলে তা নয়।তোড়ল তন্ত্র স্বয়ং সদাশিব বলেছেন:
দুর্গায়া দক্ষিণেদেশে নারদং পরিপূজয়েৎ।
নাকারঃ সৃষ্টিকর্ত্তা চ দকারঃ পাকঃ সদা।
রেফঃ সংহারূপত্বান্নারদঃ পরিকীর্ত্তিতা।।
দুর্গার দক্ষিন দিকে ভৈরব নারদের পূজা করিবে।এস্থলে নারদের ন কারের অর্থ সৃষ্টিকর্তা,দ কারের অর্থ পালনকর্তা ,রকার সংহার রূপ বলিয়া ইনি নারদ নামে কীর্তিত হইয়াছেন,অর্থাৎ যিনি সৃষ্টি ,স্থিতি,সংহারকর্ত্তা তিনিই নারদ
অর্থাৎ নারদ অর্থে পরমেশ্বর শিব।
অনেকের ভাবেন দুর্গার ভৈরব নারদ আর পরমবৈষ্ণব দেবর্ষি নারদ এক ব্যক্তি।
কিন্তু আসলে তা নয়।তোড়ল তন্ত্র স্বয়ং সদাশিব বলেছেন:
দুর্গায়া দক্ষিণেদেশে নারদং পরিপূজয়েৎ।
নাকারঃ সৃষ্টিকর্ত্তা চ দকারঃ পাকঃ সদা।
রেফঃ সংহারূপত্বান্নারদঃ পরিকীর্ত্তিতা।।
দুর্গার দক্ষিন দিকে ভৈরব নারদের পূজা করিবে।এস্থলে নারদের ন কারের অর্থ সৃষ্টিকর্তা,দ কারের অর্থ পালনকর্তা ,রকার সংহার রূপ বলিয়া ইনি নারদ নামে কীর্তিত হইয়াছেন,অর্থাৎ যিনি সৃষ্টি ,স্থিতি,সংহারকর্ত্তা তিনিই নারদ
অর্থাৎ নারদ অর্থে পরমেশ্বর শিব।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন