ভগবদগীতা কেন অধ্যয়ন করব
======================
ভগবদগীতা আপনাকে নিমোক্ত সমস্যাগুলোর সমাধান প্রদান করে ------
১। সকল শোক ও উদ্বেগ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? -- (ভঃগীঃ ২/২২)
২। শান্তি লাভের জন্য স্থির মন ও দিব্য বুদ্ধিমত্তা লাভের উপায় কি? -- (ভঃগীঃ ২/৬৬)
৩। কেবল ভগবৎপ্রসাদেই কেন গ্রহণ করা উচিত? -- (ভঃগীঃ ৩/৩১)
৪। কর্তব্যকর্মে নিয়োজিত থেকে মন নিয়ন্ত্রন করা সম্ভব কি? -- (ভঃগীঃ ৩/৪৩)
৫। কিভাবে জীবনে পূর্ণতা লাভ করা যায়? -- (ভঃগীঃ ৪/৯)
৬। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ কিভাবে অর্জন করা যায়? -- (ভঃগীঃ ৪/১১)
৭। কিভাবে সদগুরু শরণাগত হতে হয়? -- (ভঃগীঃ ৪/৩৪)
৮। পাপীরা দুঃখের সাগর অতিক্রম করবে কিভাবে? -- (ভঃগীঃ ৪/৩৬)
৯। মানুষ কেন দুঃখের ফাঁদে আটকে পড়ে? -- (ভঃগীঃ ৫/২২)
১০। শান্তির সূত্র কি? -- (ভঃগীঃ ৫/২৯)
১১। মন কার শত্রু ও কার বন্ধু? -- (ভঃগীঃ ৬/৬)
১২। মন নিয়ন্ত্রনের মাধ্যমে শান্তি অর্জন করা সম্ভব কি? -- (ভঃগীঃ ৬/৭)
১৩। চঞ্চল মনকে কিভাবে জয় করা যায়? -- (ভঃগীঃ ৬/৩৫)
১৪। পূর্ণ জ্ঞান কি? -- (ভঃগীঃ ৭/২)
১৫। কিভাবে মুক্তি অর্জন করা যায়? -- (ভঃগীঃ ৭/৭)
১৬। মায়াকে অতিক্রম করার গোপন রহস্য কি? -- (ভঃগীঃ ৭/১৪)
১৭। পাপ কত প্রকার? কিভাবে পাপকে দগ্ধীভূত করতে হয়? -- (ভঃগীঃ ৯/২)
১৮। আমাদের পরম লক্ষ্য কি? -- (ভঃগীঃ ৯/১৮)
১৯। মানুষ কি তার পছন্দমত গ্রহলোকে যেতে পারে? -- (ভঃগীঃ ৯/২৫)
২০। আমাদের অর্পিত দ্রব্যসমগ্রী কি ভগবান গ্রহন করেন? -- (ভঃগীঃ ৯/২৬)
২১। এই জড় জগতে সুখ লাভের উপায় কি? -- (ভঃগীঃ ৯/৩৪)
২২। মানব জীবনের পরম সিদ্ধি কি? -- (ভঃগীঃ ১০/১০)
২৩। আমাদের হৃদয়ে সঞ্চিত কলুষতা কিভাবে দূর করা যায়? -- (ভঃগীঃ ১০/১১)
২৪। পরম পুরুষোত্তম ভগবান কে? -- (ভঃগীঃ ১০/১২-১৩)
২৫। কৃষ্ণ অর্জুনের নিকট বিশ্বরূপ প্রকাশ করেছিলেন কেন? -- (ভঃগীঃ ১১/১)
২৬। ভগবদগীতার সার কথা কি, আমাদের ক্লেশের কারণ কি? -- (ভঃগীঃ ১১/৫৫)
২৭। রজো ও তমো গুণের কারণ কি? -- (ভঃগীঃ ১৪/২৬)
২৮। আমরা কি ভগবানকে দেখতে পারি, কথা বলতে পারি এবং তাঁর কথা শ্রবণ করতে পারি? -- (ভঃগীঃ ১৫/৭)
২৯। দেহত্যাগের সময় জীব তার সাথে কি নিয়ে যায়? -- (ভঃগীঃ ১৫/৮)
৩০। কিভাবে ভগবানের কাছে পৌঁছাতে হয়? -- (ভঃগীঃ ১৮/৬৬)
Post Curtesy by: Prithwish Ghosh
2 Comments:
জয় রাধে।
Hare Krishna
একটি মন্তব্য পোস্ট করুন