আপনি কি নিত্য পূজা করেন?
যদি করেন তো নিত্যকর্মের পর সংক্ষেপে ভগবান শিবের পূজা করুন ও তারপর নিম্নলিখিত মন্ত্রটি অন্ততঃ দশবার পাঠ করুন। সম্ভব হলে অসংখ্যবার পাঠ করুন। যে কোনও অসুস্থ্যতা থেকে দ্রুত আরোগ্যলাভ করবেন।
মন্ত্র
------
'ওঁ ত্র্যম্বকম্ যজামহে সুগন্ধিম্ পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মাঅমৃতাৎ।।
নমস্তে অস্তু ভগবন্
বিশ্বেশ্বরায় মহাদেবায়
ত্রম্ব্যকায় ত্রিপুরান্তকায়
ত্রিকালাগ্নিকালায়
কালাগ্নিরুদ্রায় নীলকণ্ঠায়
মৃত্যুঞ্জয়ায় সর্বেশ্বরায়
সদাশিবায়
মাম্ রক্ষ রক্ষ
মম আয়ুর্দেহি বলম্ দেহি
বীর্যম্ বৃদ্ধি কুরু করু স্বাহা।'
★ মন্ত্রটি পাঠের সময় মনে ধারনা করবেন যে -- ভগবান শিব নিজ হাতে আপনার মাথায় ব্রহ্মতালুতে রোগনিবৃতকারী ওষধি কলসীতে করে ঢেলে দিচ্ছেন। এই ওষধি আপনার সারা শরীরের ভিতর ও বাইরে দিয়ে প্রবাহিত হয়ে সমস্ত রোগ-জীবানু, মল-ময়লা, ব্যথা-বেদনা সারিয়ে আপনাকে সুস্থ্য করে দিচ্ছে এবং আপনি ধীরে ধীরে আপনার সুস্থ্যতাও ফিরে পাচ্ছেন।
তিনদিন পর থেকে আপনি এই চমৎকার লক্ষ্য করবেন। ভক্তি ও বিশ্বাসের সাথে করুন, নিশ্চয়ই আপনার এই উপলব্ধি হবে বলে, আমি পৃথ্বীশ, মনে করি।
এই পোস্ট পড়ে কোলকাতার একজন মহিলা এডভোকেট তার দীর্ঘদিনের অসুস্থ্যতা থেকে রেহাই পেয়েছেন বলে -- কয়েকদিন আগেই আমায় জানিয়েছেন। আপনিও ভক্তি ও বিশ্বাস নিয়ে জপ করুন, অবশ্যই সুস্থ্য হবেন।
ধন্যবাদ।
লিখেছেনঃ Prithwish Ghosh
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন