অনেকদিন আগে একটা গল্প শুনেছিলাম যে, গাছ কুঠারকে জিজ্ঞাসা করল, তুমি আমাকে কাটো কেন?
উত্তরে কুঠার বলেছিল তোমার জাতিভাই আমার 'হাতল' হয়েছে, নয়তো তোমাকে কাটার ক্ষমতা আমার নেই।
তখন গল্প-কথাটা বুঝিনি কিন্ত এখন বুঝছি।
সনাতনধর্মের কিছু 'হিন্দু' পন্ডিত আছে যারা নিজেদের সুবিধার জন্য সনাতন শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে আর নিজেদের 'সেক্যুলার' বা 'সর্ব্বধর্মসমন্বয়কারী' বলাতে বিধর্মীরা আমাদের শাস্ত্রের ভুল ধরে। আগে এই তথাকথিত 'হিন্দু' পন্ডিতদের ধরে ঠিক করতে হবে পরে দেখা যাবে কে সনাতন ধর্মের ভুল ধরে।
আমি সনাতন ধর্মের সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যখন শাস্ত্র ব্যাখ্যা করবেন তা যেন শাস্ত্র-সিদ্ধান্ত ব্যতীত না হয়, কারণ আপনি যদি ভুল ব্যাখ্যা করেন তাহলে আপনার এক ভুলের জন্য কেউ নিজের জীবনকেই হয়ত বা ভুল পথে পরিচালিত করতে পারে তাই সাবধান।
আসুন, 'সেক্যুলার' শব্দটি সম্পর্কে জেনে নিই।
'সেকুলারিজম’ (Secularism) এমন একটি মতবাদ, যে মতবাদে মানবজাতির ইহজগতের কল্যাণ চিন্তার উপর গড়ে উঠবে এমন এক নৈতিক ব্যবস্থা, যেখানে থাকবেনা সৃষ্টিকর্তা ও পরকাল বিশ্বাস ভিত্তিক কোন ধরনের বিবেচনা। [Oxford Dictionary]
* ‘সেকুলারিজম’ (Secularism) হচ্ছে এমন একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন যা সকল ধর্ম বিশ্বাসকে প্রত্যাখ্যান করে। [Encyclopedia বা বিশ্বকোষ]
* ‘সেকুলারিজম’ (Secularism) এমন একটি ব্যবস্থা যেখানে সাধারণ শিক্ষা ও সামাজিক সংস্থা পরিচালনায় কোন ধরনের ধর্মীয় উপাদান অন্তর্ভুক্ত হবে না। [Encyclopedia বা বিশ্বকোষ]
* ‘সেকুলারিজম’ (Secularism) এমন একটি মতবাদ যা ধর্মীয় বা আধ্যাত্মিকভাবে পবিত্র বলে বিবেচিত নয়। যা কোন ভাবেই কোন ধর্মের সাথে সম্পর্কিত নয়। এটি ধর্মীয় আইন-কানুন বহির্ভূত একটি ব্যাবস্থা।[Random House Dictionary of English Language College Edition, Newyork-1968]
* ‘সেকুলারিজম’ (Secularism) এমন একটি ব্যবস্থা যার অধীনে নৈতিকতা ও শিক্ষাব্যবস্থা ধর্মের উপর ভিত্তি করে হবেনা। এটি ইহজাগতিক বা পার্থিব, ধর্মীয় কিংবা আধ্যাত্মিক নয়। [The Advanced Learner’s Dictionary of Current English]
* সমাজ সংগঠন, শিক্ষাব্যবস্থা ইত্যাদি বিষয়ে ধর্ম সংশ্লিষ্ট হতে পারবে না এমন বিশ্বাসের নাম হলো ‘সেকুলারিজম’ । [Oxford Advance Learner’s Dictionary]
* 'সেকুলারিজম’ (Secularism) বলতে সেই ব্যবস্থাকে বুঝায় যেখানে মানবকল্যাণ নির্ধারিত হবে যুক্তির মাধ্যমে, ওহী বা ধর্মীয় নির্দেশনার মাধ্যমে নয়। আর যুক্তি পরিক্ষিত হবে অভিজ্ঞতার মাধ্যমে। [Encyclopedia of Religion & Ethics]
* 'সেকুলারিজম’ (Secularism) বলতে বুঝায় নৈতিকতা ও শিক্ষা ধর্ম কেন্দ্রিক হওয়া উচিত নয় এই মতবাদ।[বাংলা একাডেমী কর্তৃক সংকলিত ও প্রকাশিত English-Bengali Dictionary]
সুতরাং ‘সেকুলারিজম’ (Secularism) আর নাস্তিকতা যে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ উপরের আলোচনায় পর এ ব্যাপারে আর কোন বিতর্কের অবকাশ নাই।
Post Curtesy: Prithwish Ghosh
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন