আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় সৃষ্টিকর্তার সৃষ্টির গুনগান করতে ,জীবের সেবা করতে; সেটা ক্ষুদ্র পীপিলিকা হোক বা হাতীই হোক, ঈশ্বরের সৃষ্টি ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা নয়। নৈতিক মূল্যবোধই ধর্ম্ম। এক আর্থসামাজিক সমাজ থেকে অন্য সমজে তাকে পৃথক করা যায় না। ধর্ম্ম কে বাদ দিলে মানুষ পশু তে পরিণত হয়। হিন্দুশাস্ত্র তাই বলেছেন -----
-
“আহার নিদ্রা ভয় মৈথুনম্ চ সমানামেতৎ পশুভির্নরানাম্; ধর্ম্মো হি তেষাম্ বিশেষো ধর্ম্মেণ হীনাঃ পশুভিঃ সমানাঃ”।
-…........ অর্থাৎ আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই গুণগুলি মানুষের মত পশুদের ও বিশেষত্ব।।
-
------ কেবল ধর্ম্ম ই (মনুষ্যত্ব) মানুষকে অন্য পশুদের থেকে পৃথক করে। সুতরাং ধর্ম্মবোধ (মনুষ্যত্ব) মানুষের আদিম অনুভূতি, ধর্ম্ম কোনো বিশেষ গোষ্ঠীর একান্ত নয়। ধর্ম্ম ও Religeon সম্পূর্ণ পৃথক ধারণা ও তত্ত্ব। একজন ব্যক্তি মানুষের সাথে বিশ্বগোষ্ঠীস্তর অবধি মানুষ ও মনুষ্যেতর প্রাণীর একাত্মতা ও মিলনই ধর্ম্ম, পক্ষান্তরে Religion হল ধর্ম্ম পালনের গোষ্ঠীগত পদ্ধতি। Religeon মানুষ দ্বারা সৃষ্ট, প্রচারিত ও প্রসারিত। এক Religion অন্য Religion কে আক্রমণ করে, হত্যা করে বা হত্যা করতে শেখায়। কিন্তু বিশ্বধর্ম্মজননী হিন্দুধর্ম্ম, ধর্ম্মপু্স্তক বেদ-বেদান্ত-শ্রীগীতা-শ্রীচণ্ডী মানুষকে ভালবাসতে শেখায়, মানুষের আত্মিক উন্নতির কথা বলে ।
-------- জয় মা তারা .......
লিখেছেনঃ Prithwish Ghosh
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন