০২ ডিসেম্বর ২০১৫

হনুমান চালিশা - পড়ুন ও পড়ান বিশেষ করে বাচ্চাদের


আপনার উত্সাহে যে শিশু/কিশোর আজ থেকে প্রতিদিন নিয়ম করে হনুমান চালিশা' পড়বে সে বিপথগামী হবে না , সাথে সাথে সে গুরুজনদের ভক্তি করবে , তার ঈশ্বর ভক্তি প্রবল হবে , সে পড়াশুনায় মনোযোগী হবে । জয় বজরঙবলী, জয় শ্রী রাম ।

৷৷ ওঁ শ্রী হনুমতে নমঃ ৷৷
শ্রী হনুমান চালিশা

দোহা
====
শ্রী গুরু চরন সরোজ রজ নিজমনু মুকুরু সুধারি |
বরনঊ রঘুবর বিমল জসু জো দায়কু ফল চারি ||
বুদ্ধিহীন তনু জানিকে সুমিরৌ পবন কুমার |
বল বুধি বিদ্যা দেহু মোহি হরহু কলেস বিকার ||

ধ্যান
===
গোষ্পদীকৃত বারাশিং মশকীকৃত রাক্ষসম |
রামায়ণ মহামালা রত্নং বংদে অনিল ||
য়ত্র য়ত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃতমস্ত কাংজলিম |
ভাষ্পবারি পরিপূর্ণ লোচনং মারুতিং নমত রাক্ষসাংতকম ||

চৌপাঈ
-----------
জয় হনুমান জ্ঞান গুণ সাগর |
জয় কপীশ তিহুঁ লোক উজাগর || 1 ||
রামদূত অতুলিত বলধামা |
অংজনি পুত্র পবনসুত নামা || 2 ||
মহাবীর বিক্রম বজরঙ্গী |
কুমতি নিবার সুমতি কে সঙ্গী ||3 ||
কঞ্চন বরণ বিরাজ সুবেশা |
কানন কুণ্ডল কুঞ্চিত কেশা || 4 ||
হাথ বজ্র ঔ ধ্বজা বিরাজৈ |
কাঁধে মূঞ্জ জনেঊ সাজৈ || 5||
শংকর সুবন কেসরী নন্দন |
তেজ প্রতাপ মহাজগ বন্দন || 6 ||
বিদ্যাবান গুণী অতি চাতুর |
রাম কাজ করিবে কো আতুর || 7 ||
প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া |
রামলখন সীতা মন বসিয়া || 8||
সূক্ষ্ম রূপধরি সিয়হিঁ দিখাবা |
বিকট রূপধরি লংকা জরাবা || 9 ||
ভীম রূপধরি অসুর সঁহারে |
রামচন্দ্র কে কাজ সঁবারে || 1০ ||
লায় সঁজীবন লখন জিয়ায়ে |
শ্রী রঘুবীর হরষি উর লায়ে || 11 ||
রঘুপতি কীন্হী বহুত বডাঈ |
তুম মম প্রিয় ভরতহি সম ভাঈ || 12 ||
সহস বদন তুম্হরো জাস গাবৈঁ |
অস কহি শ্রীপতি কণ্ঠ লগাবৈঁ || 13 ||
সনকাদিক ব্রহ্মাদি মুনীসা |
নারদ সারদ সহিত অহীসা || 14 ||
জম কুবের দিগপাল জহাঁ তে |
কবি কোবিদ কহি সকে কহাঁ তে || 15 ||
তুম উপকার সুগ্রীবহিঁ কীন্হা |
রাম মিলায় রাজপদ দীন্হা || 16 ||
তুম্হরো মন্ত্র বিভীষণ মানা |
লংকেশ্বর ভএ সব জগ জানা || 17 ||
জুগ সহস্র জোজন পর ভানূ |
লীল্যো তাহি মধুর ফল জানূ || 18 ||
প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহীঁ |
জলধি লাংঘি গয়ে অচরজ নাহীঁ || 19 ||
দুর্গম কাজ জগত কে জেতে |
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে || 2০ ||
রাম দুআরে তুম রখবারে |
হোত ন আজ্ঞা বিনু পৈসারে || 21 ||
সব সুখ লহৈ তুম্হারী শরণা |
তুম রক্ষক কাহূ কো ডর না || 22 ||
আপন তেজ তুম্হারো আপৈ |
তীনোং লোক হাংক তে কাঁপৈ || 23 ||
ভূত পিশাচ নিকট নহি আবৈ |
মহবীর জব নাম সুনাবৈ || 24 ||
নাসৈ রোগ হরৈ সব পীরা |
জপত নিরংতর হনুমত বীরা || 25 ||
সংকট তেঁ হনুমান ছুডাবৈ |
মন ক্রম বচন ধ্য়ান জো লাবৈ || 26 ||
সব পর রাম তপস্বী রাজা |
তিনকে কাজ সকল তুম সাজা || 27 ||
ঔর মনোরধ জো কোই লাবৈ |
সোঈ অমিত জীবন ফল পাবৈ || 28 ||
চারো য়ুগ পরিতাপ তুম্হারা |
হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা || 29 ||
সাধু সন্ত কে তুম রখবারে |
অসুর নিকন্দন রাম দুলারে || 3০ ||
অষ্ঠসিদ্ধি নৌ(নব) নিধি কে দাতা |
অস বর দীন্হ জানকী মাতা || 31 ||
রাম রসায়ন তুম্হারে পাসা |
সাদ রহো রঘুপতি কে দাসা || 32 ||
তুম্হরে ভজন রামকো পাবৈ |
জনম জনম কে দুখ বিসরাবৈ || 33 ||
অন্ত কাল রঘুবর পুরজাঈ |
জহাঁ জন্ম হরি-ভক্ত কহাঈ || 34 ||
ঔর দেবতা চিত্ত ন ধরঈ |
হনুমত সেই সর্ব সুখ করঈ || 35 ||
সংকট কটৈ মিটৈ সব পীরা |
জো সুমিরৈ হনুমত বল বীরা || 36 ||
জৈ জৈ জৈ হনুমান গোসাঈ |
কৃপা করো গুরুদেব কী নাঈঁ || 37 ||
জো শত বার পাঠ কর কোঈ |
ছূটহি বন্দি মহা সুখ হোঈ || 38 ||
জো য়হ পঢ়ৈ হনুমান চালীসা |
হোয় সিদ্ধি সাখী গৌরীসা || 39 ||
তুলসীদাস সদা হরি চেরা |
কীজৈ নাথ হৃদয় মহঁ ডেরা || 4০ ||

দোঁহা
----------
পবনতয় সংকট হরণ, মঙ্গল মূরতি রূপ ৷
রাম লখন সীতা সহিত, হৃদয় বসহু ভূপ ৷৷

লেখকঃ প্রীথিশ ঘোষ
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।