০২ ডিসেম্বর ২০১৫

ফিরিঙ্গি কালী

আজ থেকে পাঁচশো বছরেরও বেশি আগের কথা| বাংলার শ্রীচৈতন্য মহাপ্রভুর বয়স তখন বারো| সেই আমলে গঙ্গা তখন বয়ে চলেছে আজকের বউবাজার অঞ্চলের ওপর দিয়ে| গঙ্গার পাশেই গা ছমছম করা গভীর জঙ্গল| জঙ্গলের মধ্যে শ্মশানে একটি ছোট্ট একচালা কুঁড়েঘর| সেখানে থাকতেন শ্রীমন্ত পণ্ডিত নামে এক তন্ত্রসাধক| দেবী শক্তির আরাধনা করতেন| জোব চার্নক কলকাতায় আসার পর থেকে কলকাতায় ফিরিঙ্গিদের বসবাস বাড়তে লাগল| শোনা যায় শ্রীমন্ত পণ্ডিত বসন্ত রোগের খুব ভালো চিকিৎসা করতেন| তাঁর কাছে হিন্দু-মুসলমান, খ্রিশ্চান, পর্তুগীজ, ফিরিঙ্গি সকলেই আসত| চিকিৎসার জন্য এসে তারা দেবী কালিকার পুজো-ও দিত| এই অঞ্চলে ফিরিঙ্গিরাই সবচেয়ে বেশি আনাগোনা করত| ধীরে ধীরে লোকমুখে এই কালীর নাম হয়ে গেল ফিরিঙ্গি কালী|
তবে প্রচলিত কাহিনিতে ফিরিঙ্গি কালীর প্রতিষ্ঠাতা হিসেবে কিংবদন্তী খ্রিশ্চান কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির নামই জড়িয়ে রয়েছে| পর্তুগীজ ব্যবসায়ী হেনসম্যান অ্যান্টনি এসেছিলেন চন্দননগরে| জন্মসূত্রে খ্রিশ্চান হলেও হিন্দুধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি বাংলা শিখেছিলেন, নানা হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করেছিলেন| নিজের ধর্ম ত্যাগ না করেও তিনি সনাতন হিন্দু ধর্মের দেবদেবীর ভক্ত হয়ে পড়েন| সেই সময় বাংলা সংস্কৃতি ও বিনোদনের প্রধান উপকরণ ছিল কবির লড়াই| কবিগানের প্রতি অসীম ভালোবাসায় অ্যান্টনি গড়ে তুলেছিলেন একটি শখের কবিদল| ভোলা ময়রা, ঠাকুর সিংহ, হরু ঠাকুর প্রমুখ বিখ্যাত কবিয়ালের উপস্থিতি সত্ত্বেও দেবী সিদ্ধেশ্বরীর কৃপাবিষ্ট হয়ে অ্যান্টনি হয়ে উঠেছিলেন অত্যধিক জনপ্রিয় | এই স্ময় সৌদামিনী নামে একজন হিন্দু বিধবার প্রেমে পড়েন অ্যান্টলি কবিয়াল এবং তাঁকে স্ত্রীর মর্যাদা দেন| ধর্মভীরু এই বাঙালি বিধবা ফিরিঙ্গির ঘরণী হয়েও নিজের ধর্মকে আঁকড়ে ছিলেন ও তাঁর ইষ্টদেবতার আরাধনা করতেন| সৌদামিনীর অনুপ্রেরণায় অ্যান্টনি কবিয়াল এই কালীর প্রতিষ্ঠা করেন| অ্যান্টনি ফিরিঙ্গি প্রতিষ্ঠিত সেই কালী মূর্তিই ফিরিঙ্গি কালী নামে পরিচিত| ফিরিঙ্গি কালী শুধু হিন্দু নয়, অন্যান্য ধর্মের মানুষের কাছেও জাগ্রত বলে গণ্য হন| ইংরেজ আমলে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরাও এসে এখানে পুজো দিতেন|
মন্দিরের মূল বিগ্রহ ত্রিনয়নী মৃন্ময়ী সিদ্ধেশ্বরী কালী| এছাড়াও আছে শিব, দুর্গা, শীতলা, মনসা, গনেশ, রাধাকৃষ্ণ প্রভৃতি মূর্তি| এখানে অমাবস্যায় মহানিশি পুজো হয়| তখনই হয় অন্নকূট ভোগ| এখানে বলির প্রথা নেই| শোনা যায় মন্দির প্রতিষ্ঠার দিন অ্যান্টনি ফিরিঙ্গির সঙ্গে ভোলা ময়রার বাকযুদ্ধ হয়| সেসব চরিত্ররা আজ অতীত| কিন্তু আজও লোকমুখে প্রচলিত তাঁদের এই তর্জা|
অ্যান্টনি : ভজন সাধন জানিনে মা জেতেতে ফিরিঙ্গি, অপাঙ্গে করুণা কর ওগো মাতঃ মাতঙ্গি| |
ভোলা : তুই জাত ফিরিঙ্গি জবরজঙ্গি, আমি পারব নাকো ত্বরাতে তোকে পারব নাকো ত্বরাতে| |
ভোলা : শোন রে ভ্রষ্ট, বলি স্পষ্ট, তুই রে নষ্ট, মহা দুষ্ট তোর কি ইষ্ট কালী-কেষ্ট, ভজগে যা তুই যিশু খ্রিষ্ট, উরের গীর্জেতে | |
অ্যান্টনি : সত্য বটে আমি জাতেতে ফিরিঙ্গি, ঐহিকে লোক ভিন্ন ভিন্ন অন্তিমে সব একাঙ্গি | |
 লেখকঃ প্রীথিশ ঘোষ
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।