ভারতবর্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ খুবুই জাগ্রত। জ্যোতির্লিঙ্গ ও সাধারণ ও শিব মন্দিরের মধ্যে তফাৎ এই যে জ্যোতির্লিঙ্গ গুলি ভগবান শিব স্বয়ম্ভু রূপে বা কোনো ভক্তকে কৃপা করে নিজে জ্যোতি রূপে বিরাজ করছেন। জ্যোতির্লিঙ্গ গুলিকে সাক্ষাৎ ভগবান শিব মানা হয়।
১) সোমনাথ - ইনি ভারতের আমেদাবাদে অবস্থিত ।
২) মল্লিকার্জুন- ইনি শ্রীশৈল অন্ধ্রপ্রদেশে অবস্থিত ।
৩) শ্রীমহাকালেশ্বর- ইনি উজ্জয়নী মানে মধ্যপ্রদেশে অবস্থিত ।
৪) ওঁঙ্কারেশ্বর- ইনি নর্মদা তট মানে মধ্যপ্রদেশে অবস্থিত ।
৫) শ্রীবৈদ্যনাথ- ইনি ঝাড়খণ্ডে দেওঘরে অবস্থিত। তবে এঁনার আসল মন্দির নিয়ে মতভেদ আছে ।
৬) শ্রীনাগেশ্বর- ইনি গুজরাটে অবস্থিত ।
৭) শ্রীকেদারনাথ- ইনি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ঋষি নরনারায়ণের তপঃভূমি ।
৮) শ্রীত্র্যম্বকেশ্বর- ইনি নাসিকে অবস্থিত গোদাবরী তটে । গোদাবরী ভারতের পুন্যা নদী গুলির একটি ।
৯) শ্রীরামেশ্বর- ইনি তামিলনাড়ুতে অবস্থিত। নামের সাথেই এঁনার পরিচয় পাওয়া যায়। এখানে 'রামনাথ' নামক আরোও একটি লিঙ্গ আছে। তামিল উপকথা মতে হনুমান জী এই লিঙ্গ কৈলাশ থেকে এনেছিলেন।
১০) শ্রীভীমশঙ্কর - ইনি মহারাষ্ট্রে অবস্থিত। তবে অনেকের মতে ইনি অসমে অবস্থিত । জায়গা নিয়ে মতভেদ আছে।
১১) শ্রীবিশ্বেশ্বর- ইনি কাশীতে অবস্থিত।
১২) শ্রীঘুষ্ণেশ্বর- ইনি ইলাপুরে মানে মহারাষ্ট্রে অবস্থিত।
১) সোমনাথ - ইনি ভারতের আমেদাবাদে অবস্থিত ।
২) মল্লিকার্জুন- ইনি শ্রীশৈল অন্ধ্রপ্রদেশে অবস্থিত ।
৩) শ্রীমহাকালেশ্বর- ইনি উজ্জয়নী মানে মধ্যপ্রদেশে অবস্থিত ।
৪) ওঁঙ্কারেশ্বর- ইনি নর্মদা তট মানে মধ্যপ্রদেশে অবস্থিত ।
৫) শ্রীবৈদ্যনাথ- ইনি ঝাড়খণ্ডে দেওঘরে অবস্থিত। তবে এঁনার আসল মন্দির নিয়ে মতভেদ আছে ।
৬) শ্রীনাগেশ্বর- ইনি গুজরাটে অবস্থিত ।
৭) শ্রীকেদারনাথ- ইনি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ঋষি নরনারায়ণের তপঃভূমি ।
৮) শ্রীত্র্যম্বকেশ্বর- ইনি নাসিকে অবস্থিত গোদাবরী তটে । গোদাবরী ভারতের পুন্যা নদী গুলির একটি ।
৯) শ্রীরামেশ্বর- ইনি তামিলনাড়ুতে অবস্থিত। নামের সাথেই এঁনার পরিচয় পাওয়া যায়। এখানে 'রামনাথ' নামক আরোও একটি লিঙ্গ আছে। তামিল উপকথা মতে হনুমান জী এই লিঙ্গ কৈলাশ থেকে এনেছিলেন।
১০) শ্রীভীমশঙ্কর - ইনি মহারাষ্ট্রে অবস্থিত। তবে অনেকের মতে ইনি অসমে অবস্থিত । জায়গা নিয়ে মতভেদ আছে।
১১) শ্রীবিশ্বেশ্বর- ইনি কাশীতে অবস্থিত।
১২) শ্রীঘুষ্ণেশ্বর- ইনি ইলাপুরে মানে মহারাষ্ট্রে অবস্থিত।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন