৩১ মে ২০১৮

জীবনের প্রকৃত সমস্যা কি??

একসময় যমরাজ,যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেন-পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যকর জিনিষ কি? উত্তরে তিনি বলেন-মানুষ দেখছে তার পিতামাতা,বন্ধুবান্ধব,আত্মীয়স্বজন,সবার মৃত্যু হচ্ছে,তবুও সে ভাবে-সে বেঁচে থাকবে!
ঠিক একটা ছাগলকে বলি দেওয়া দেখেও,অপর ছাগল সন্তুষ্ট মনে ঘাস খেতে থাকে। শুধু ইন্দ্রিয় সুখভোগ নিয়েই তৃপ্ত।
আবার যদি কারও মৃত্যুর জ্ঞান আছে,তাহলে এটা জানেনা মৃত্যুর পরে কি হবে? জিজ্ঞাসা করে দেখুন,বলবে-আমার জানা নেই!
এটাই প্রকৃত সমস্যা।


আমাদের প্রধাণ চারটি সমস্যা - জন্ম,মৃত্যু,জরা, ব্যাধি। আমরা মরতে চাইনা,তবুও মৃত্যু আসে। রোগাক্রান্ত হতে কেউ চায় না। কিন্তু যখন রোগে ধরে,তখন ভাবে-ডাক্তারের কাছে যাব,কতকগুলি ওষুধ দেবেন,সেগুলি সেবন করলে আমি ভাল হয়ে যাব,ব্যাস problem solved.
আর বৃদ্ধ হতে তো কেউই চায় না। সারাজীবন জওয়ান থাকব। তা কি হয়? এগুলোই সমস্যা।
শ্রীকৃষ্ণ মহাভারতে ১২৫ বছর বয়সেও ২৫ বছরের যুবক মনে হতো। কারন সেটা চিন্ময় শরীর। আমাদেরও ভগবান সেই দেহ দিতে উৎসুক। তবে তার জন্য চেষ্টাতো করতে হবে।

কিভাবে চেষ্টা করব?
দেখুন ছোটবেলায় ১ থেকে ৯ এবং ০ যথাযথ শিখে নিয়ে,আজ সমস্ত গণিতশাস্ত্র জানা হয়ে গেছে। ঠিক তেমন,কেউ যখন কৃষ্ণকে জানতে পারে,তার সমস্ত জানা হয়ে যায়।
তবে কৃষ্ণকে জানব কিভাবে?
যেখানে ব্রহ্মা হাজার বছর চেষ্টা করেও কৃষ্ণকে জানতে পারেনি!
কৃষ্ণের মতো কৃপালু আর নেই। মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন-
" চেতোদর্পণমার্জনম "-অর্থাৎ মনরূপী আয়নাকে ঘষে ঘষে আগে পরিস্কার করো-মহামন্ত্র জপ ও কীর্তন দিয়ে। যত বড় পাপীই হোক এই একটা মন্ত্রেই সিদ্ধি,,সাথে গুরু
মন্ত্র।
জগাই-মাধাই এই নামে উদ্ধার পেল। হরিদাস ঠাকুরকে বিচলিত করতে গিয়ে,এক বেশ্যা শুধু এই মহামন্ত্রের বলে ভক্তে পরিনত হলো।

অনেক পন্ডিত ব্যক্তি তর্কে আসেন-নাকি বেদান্ত পড়তেই হবে। অবশ্যই বেদান্ত=বেদ+অন্ত--অর্থাৎ শিক্ষার যেখানে শেষ।
আচ্ছা ভক্ত ধ্রুব ও প্রহ্লাদ ওইটুকু বয়সেই কি বেদান্ত পড়েছিল? আর কোনো অশিক্ষিত ব্যক্তি যদি বেদান্ত না পড়তে পারে,ভগবান কি তাকে স্বীকার করবেন না?
কলিযুগে বেদান্ত নয়,তবে ভাগবত আর গীতা পড়তেই হবে।
যে যুগে যেটা সম্ভব।

আমার গুরু বলেন-
টাকা মাটি-এই কথাটা ঠিক না। টাকা কি করে মাটি হয়? কিন্তু টাকাকে উল্টান,হবে কাটা।
টাকা- কাটা। টাকা বেশী হয়ে গেলে সেই টাকাই আপনাকে কাঁটার মতো বিঁধবে-ইহা সত্য।

বেদ-পন্ডিতগণ এটা কি জানেন,ডাক্তারের কাছে সব রোগের জন্য একটা ওষুধ থাকে- that is called " panancea ".
শ্রীকৃষ্ণ যেমন- সর্বকারনকারনম
তেমনই
মহামন্ত্র--সর্বদুঃখহরণম।

প্ররোচিত না হয়ে মহামন্ত্র জপ ও কীর্তন করে যান। চিন্তা নেই,মহাপ্রভু কথা দিয়েছেন-উদ্ধার করবেন।

(c) Joy Shree Radha Madhav
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।