৩১ মে ২০১৮

এক‌টি শিক্ষামূলক গল্প ( সাধু - স‌ন্তের শরণাগ‌তি )

এক গ্রা‌মে এক রাজপুত ছিল । তার আত্মীয় স্বজ‌নের ম‌ধ্যে এক‌টি ছে‌লে ছাড়া আর কেউ বেঁ‌চে ছিল না । সে সেই রাজপু‌তের বা‌ড়ি‌তে কাজ কর‌তে লাগল । প্র‌ত্যেক দিন ভো‌রে সে গোরু বাছুর চরা‌তে যেত আর ফি‌রে এ‌সে খাবার খেত । এইভাবে দিন কাটছিল ।

এক‌দিন দুপু‌রে সে গোরু চ‌রি‌য়ে ফি‌রে এ‌লে রাজপু‌তের প‌রিচারিকা তা‌কে ঠাণ্ডা রু‌টি খে‌তে দিল । তখন ছে‌লে‌টি বলল " একটু দই / ঘোল পে‌লে ভা‌লো হত । " প‌রিচা‌রিকা বলল -- " যা - যা তোর জন্য আবার এসব কর‌তে পারব না । যা , এম‌নিই খে‌য়ে নে , না খে‌লে তোর যা ইচ্ছা কর । " সেই ছে‌লে‌টির তখন খুব রাগ হ‌লো , সে ভাবল যে আ‌মি এত রো‌দে গোরু চ‌রি‌য়ে এলাম , একটু দই চাইলাম তো মুখ ঝাম্ টা দিল । সে ক্ষি‌ধে নি‌য়েই সেখান থে‌কে চ‌লে গেল ।

গ্রা‌মের কা‌ছেই এক‌টি শহর ছিল । সেই শহরে এক‌টি সাধু‌দের দল এ‌সে‌ছিল । ছে‌লেটি সেইখানে চ‌লে গেল । সাধুরা তাকে খে‌তে দিল আর জিজ্ঞাসা করল - " তোমার সংসা‌রে কে কে আ‌ছে ? " সে বলল , " কেউ নেই । " তখন সাধুরা বলল - " তু‌মি সাধু হ‌য়ে যাও । " ছে‌লে‌টি সাধু হ‌য়ে গেল । প‌রে সে পড়া‌শোনা ক‌রার জন্য কাশী গেল । সেখা‌নে লেখাপড়া শিখে খুব বিদ্বান হ‌লো । ক‌য়েক বছর প‌রে সে মণ্ড‌লেশ্বর ( মোহন্ত ) নির্বা‌চিত হল । মণ্ড‌লেশ্বর হবার পর এক‌দিন তার সেই পুরা‌নো শহর থে‌কে নিমন্ত্রণ এ‌লো । সেই সাধু‌টি তখন নি‌জের মণ্ডলীর সাধু‌দের নি‌য়ে সেখা‌নে এ‌লেন ।

যে রাজপু‌তের কা‌ছে তি‌নি আ‌গে কাজ কর‌তেন , সেই রাজপুত বৃদ্ধ হ‌য়ে‌ছি‌লো । সেই রাজপুত তাঁর কা‌ছে এ‌সে সৎসঙ্গ কর‌লেন এবং প্রার্থনা জানা‌লেন - " মহারাজ ! একবার আমার কু‌টি‌রে পদার্পণ করুন , যা‌তে আমার কু‌টির প‌বিত্র হয় । " মণ্ড‌লেশ্বর সেই নিমন্ত্রণ গ্রহণ কর‌লেন ।

মণ্ড‌লেশ্বর তাঁর মণ্ডলীর সাধু‌দের নি‌য়ে রাজপু‌তের গৃ‌হে গে‌লেন । খাবার সময় হ‌লে পং‌ক্তি ভোজ‌নের ব্যবস্থা হ‌লো এবং সক‌লে মি‌লে খে‌তে বস‌লেন । গীতার পঞ্চদশ অধ্যায় পাঠ করা হ‌লো এবং তারপরে সক‌লে খে‌তে শুরু কর‌লেন । মহারা‌জের সাম‌নে নানাপ্রকার সুখাদ্য থ‌রে থরে সাজা‌নো ছিল । সেই রাজপুত মণ্ড‌লেশ্বর মহারা‌জের কা‌ছে এ‌লেন , তাঁর স‌ঙ্গে তাঁর প‌রিচারক হা‌তে হালুয়ার পাত্র নি‌য়ে এ‌লো ।

রাজপুতও মহারা‌জকে অনু‌রোধ কর‌তে লাগলেন যা‌তে তি‌নি অনন্তঃ একটু হালুয়া তাঁর হাত থে‌কে নেন । মহারাজ তাই‌তে হে‌সে ফেল‌লেন । তাঁর হা‌সি দে‌খে রাজপুত আশ্বর্যান্বিত হ‌য়ে জিজ্ঞাসা কর‌লেন , " আপ‌নি হাস‌ছেন কেন ? " মহারাজ বল‌লেন , " আমার একটা পুরা‌নো কথা ম‌নে প‌ড়ে হা‌সি পেল । " রাজপুত জিজ্ঞাসা কর‌লেন , " কি কথা , আমাকে বলুন ! "

মহারাজ তখন সবাই‌কে উ‌দ্দে‌শ্য ক‌রে বল‌লেন , " ও‌হে , তোমরা একটু অ‌পেক্ষা ক‌রো , ব‌সো , জ‌মিদার এক‌টি পু‌রো‌নো কথা জান‌তে চাই‌ছেন , তাই ব‌লি শো‌নো । " মহারাজ রাজপুত‌কে জিজ্ঞাসা কর‌লেন , " আপনার জ্ঞা‌তির একজন আপনার স‌ঙ্গে থাকত , সেই প‌রিবা‌রের কেউ আ‌ছে কি ? " রাজপুত বল‌লেন , " এক‌টি ছে‌লে শুধু ছিল , সে কিছু‌দিন গোরু চরাত , তারপর কি জা‌নি কোথায় চ‌লে গেল ! অ‌নেক‌দিন হ‌য়ে গেল , আর সে ফি‌রে এ‌লো না । "

মহারাজ বল‌লেন , " আমিই সেই ছে‌লে ! কা‌ছেই এক সাধুমণ্ডল এ‌সে‌ছি‌লো , আ‌মি সেখানেই গি‌য়ে‌ছিলাম । প‌রে কাশী চ‌লে যাই , সেখা‌নে লেখাপড়া শি‌খে প‌রে মণ্ড‌লেশ্বর হ‌য়ে‌ছি । এই সেই দালান , এখা‌নেই এক‌দিন আপনার বা‌ড়ির প‌রিচা‌রিকা আমাকে সামান্য একটু দই দি‌তে আপ‌ত্তি ক‌রে‌ছিল । আজ সেই আমিই আর এই সেই দালান , আপ‌নিও সেই একই ব্য‌ক্তি , যি‌নি নি‌জের হাতে আমা‌কে মোহন‌ভোগ দি‌য়ে বল‌ছেন যে দয়া ক‌রে আ‌মি যেন আপনার হাত থে‌কে একটু মোহন ভোগ খাই ! "

" চাই‌লে পাওয়া যায় না ঘোল , তবু হলাম ধন্য ।

গলায় বা‌ধে মোহন ভোগ এ‌তো সাধু স‌ঙ্গের পুণ্য ।। "

সাধু‌দের শরণ গ্রহণ কর‌লে এমনই হয় যে , যেখা‌নে সামান্য ঘোল পাওয়া যায় না , সেখা‌নে মোহন ভোগও গলায় আট‌কে যায় । য‌দি কেউ ভগবা‌নের শরণ গ্রহণ ক‌রেন তাহ‌লে তি‌নি সাধু‌দেরও বরণীয় হ‌য়ে ও‌ঠেন । লক্ষপ‌তি বা কো‌টিপ‌তি হ‌লে নয় , ভগবানের শরণাগত হ‌লে , ভগবানের ভক্ত হ‌লে ত‌বেই স্বাধীন হওয়া যায় এবং তা একমাত্র মনুষ্যজ‌ন্মেই সম্ভব ।

ম‌নে রাখা দরকার যে , আমরা একজন ব্য‌ক্তির বাই‌রে দে‌খে বিচার ক‌রি কিন্তু তার মধ্যে কি আ‌ছে তা আমরা জা‌নি না । তাই যে যেমনই হোক না কেন কাউ‌কে নিচু বা খারাপ ম‌নে করা উ‌চিত নয় । যেমন আ‌জ যে সাধারণ সে হয়ত একজন ডাক্তার হ‌বে আর চি‌কিৎসা করার জন্য তার কা‌ছে যে‌তে হ‌বে । যার জন্ম যেমনই হোক না কেন মানুষ তার ক‌র্ম্মে প‌রিচিত হয় ।

 (c) Joy Shree Radha Madhav
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।