ব্রহ্মা ৩ বার বেদ অধ্যয়ন করেছিলেন
ভগবান্ ব্রহ্মা র্কাৎস্ন্যেন ত্রিরন্বীক্ষ্য মণীষয়া ।
তদধ্যবসাৎ কূটস্থো রতিরাত্মন্ যতো ভবেৎ ।। (ভাগবত ২/২/৩৪)
অনুবাদ
মহাত্মা ব্রহ্মা, গভীর মনোনিবেশ সহকারে একাগ্রচিত্তে তিনবার বেদ অধ্যয়ন করিয়াছিলেন এবং তাহা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করিয়া স্থির করিয়াছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণই হইতেছে ধর্মানুষ্ঠানের পরম পূর্ণতা ।
এই শ্লোকে বর্ণনা করা হয়েছে ব্রহ্মা ৩ বার বেদ অধ্যয়ন করেন এবং কৃষ্ণ যে সব কিছুর মূল সেটা উপলব্ধি করতে পারেন । এখন প্রশ্ন হতে পারে মহাবিশ্ব সৃষ্টির প্রথমে ব্রহ্মা বেদ কোথায় পেল । এ বিষয়ে ভাগবতে বলা হয়েছে মহাপ্রলয়ের সময় এই মহাবিশ্ব যখন ধ্বংস হয় তখন ভগবান মৎস্যরূপে ধারণ করে একটি নৌকার মাধ্যমে বেদ রক্ষা করেন, পরবর্তীতে আবার যখন সৃষ্টি কার্য শুরু হয় তখন ভগবান ব্রহ্মাকে বেদ দান করেন, সেই বৈদিক জ্ঞান দ্বারা ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি করেন ।
ভগবান বেদ উদ্ধার করে ব্রহ্মাকে দান করেন
বেদান্ যুগান্তে তমসা তিরস্কৃতান্
রসাতলাদ্যো নৃতুরঙ্গবিগ্রহঃ
প্রত্যাদদে বৈ করয়েহভিযাচতে
তৈস্মে নমস্তেহবিতথেহিতায় ইতি ।। (ভাগবত ৫/১৮/৬)
অনুবাদ
কল্পান্তে মূর্তিমান অজ্ঞানরূপী দৈত্য যখন সমস্ত বেদ অপহরণ করিয়া রসাতলে নিয়া গিয়েছিল, তখন ভগবান হয়গ্রীব মূর্তি প্রকট করিয়া বেদ উদ্ধার করিয়াছিলেন এবং ব্রহ্মা প্রার্থনা করিলে তিনি তাঁকে তা প্রদান করিয়াছিলেন । সেই সত্যসংকল্প পরমেশ্বর ভগবানকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ।
এই শ্লোকে বর্ণনা করা হয়েছে ভগবান রসাতলে নামক গ্রহ থেকে বেদ এনে ব্রহ্মাকে প্রদান করলেন । বৈদিক শাস্ত্র বা বেদ শুধুমাত্র পৃথিবীতে বর্তমান সেটা নয় । এই মহাবিশ্বের সকল ব্রহ্মাণ্ডে বেদ বিদ্যমান ।
ভগবান বেদ রক্ষা করেন
মৎস্যো যুগান্তসময়ে মনুনোপলবদ্ধঃ ক্ষোণীময়ো খিলজীবনিকায়কেতঃ ।
বিস্রংসিতানুরুভয়ে সলিলে মুখান্মে আদায় তত্র বিজহার হ বেদমার্গান্ ।। (ভাগবত ২/৭/১২)
অনুবাদ
কল্পান্তে সত্যব্রত নামক ভাবী বৈবস্তত মনু দেখিতে পাইবেন যে মৎস্যাবতাররূপে ভগবান পৃথিবী পর্যন্ত সর্বপ্রকার জীবাত্মাদের আশ্রয় । কেননা কল্পান্তে প্রলয় বারির ভয়ে ভীত হইয়া বেদ-সমূহ আমার (ব্রহ্মার) মুখ থেকে নির্গত হয় এবং ভগবান তখন সেই বিশাল জল রাশি দর্শন করিয়া উৎফুল্ল হন এবং বেদসমূহকে রক্ষা করেন ।
এই শ্লোকে বর্ণনা করা হয়েছে মহাপ্রলয়ের সময় ভগবান বেদ রক্ষা করেন । এই আলোচনা থেকে বলা যায় সৃষ্টির প্রথমে ব্রহ্মা যে বেদ প্রাপ্ত হয় সেটা ভগবান ব্রহ্মাকে দান করেন যা আগে থেকে ছিল ।
(চলবে............)
সংকীর্তন মাধব
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন