"সাধু সন্ন্যাসী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পন্ডিত, পুরোহিত যাই হোন না কেন বেশীর ভাগ হিন্দুর জীবন আত্মকেন্দিক। ব্যক্তি এবং পরিবারকে কেন্দ্র করেই তার সব চিন্তা ও কর্ম সীমাবদ্ধ। জীবনীশক্তির সবটুকু এতেই ব্যয়িত। মানুষের ওপর তার বিশ্বাস নেই, সোজাসুজি ঈশ্বর, গুরু, জ্যোতিষীর ওপর নির্ভরশীল। হিন্দুর জীবনচর্যায় রাষ্ট্র নেই, সমাজ নেই, দেশ নেই। এটাই বৃহৎ ফাঁকি, এই ফাঁকিই সমস্ত হিন্দু সমাজকে স্ববিরোধী, আত্মবিশ্বাসশূন্য করে দিয়েছে।
স্ববিরোধী জাতের পায়ের তলায় মাটি থাকে না। আমাদের ধর্ম রাজনীতি সব কিছু একটা অবাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে। তাই হিন্দুদের ইতিহাসে বেশীর ভাগ অংশটাই দাড়িয়ে মার খাওয়ার ইতিহাস।
গৌরাঙ্গদেব বলে গেলেন, "ষোল নাম বত্রিশ অক্ষর" এ যুগের মহামন্ত্র। আমরা পাগলের মত নাম গান মেতে গেলাম। অথচ তিনি বললেনঃ "সঙ্গ শক্তি কলৌযুগে।" কলিযুগে সঙ্গবদ্ধ শক্তি ছাড়া বাঁচা যাবে না। সে কথাটা ভুলেই গেলাম। মূল গাছটায় জল না দিয়ে আমরা শুধু ডালপালার সেবাযত্ন করে চলেছি। ফলে গাছটা শুকিয়ে যাচ্ছে। আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাচ্ছে। জাত বাঁচলে, রাষ্ট্র বাঁচবে আমরা সবাই বাঁচব। সকল চিন্তাশীল মানুষের ভাবনা চিন্তাগুলো এই পটভূমিতে দাঁড়িয়ে করতে হবে।"
-'শিবপ্রসাদ রায়'
Courtesy by: Joy Ray
স্ববিরোধী জাতের পায়ের তলায় মাটি থাকে না। আমাদের ধর্ম রাজনীতি সব কিছু একটা অবাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে। তাই হিন্দুদের ইতিহাসে বেশীর ভাগ অংশটাই দাড়িয়ে মার খাওয়ার ইতিহাস।
গৌরাঙ্গদেব বলে গেলেন, "ষোল নাম বত্রিশ অক্ষর" এ যুগের মহামন্ত্র। আমরা পাগলের মত নাম গান মেতে গেলাম। অথচ তিনি বললেনঃ "সঙ্গ শক্তি কলৌযুগে।" কলিযুগে সঙ্গবদ্ধ শক্তি ছাড়া বাঁচা যাবে না। সে কথাটা ভুলেই গেলাম। মূল গাছটায় জল না দিয়ে আমরা শুধু ডালপালার সেবাযত্ন করে চলেছি। ফলে গাছটা শুকিয়ে যাচ্ছে। আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাচ্ছে। জাত বাঁচলে, রাষ্ট্র বাঁচবে আমরা সবাই বাঁচব। সকল চিন্তাশীল মানুষের ভাবনা চিন্তাগুলো এই পটভূমিতে দাঁড়িয়ে করতে হবে।"
-'শিবপ্রসাদ রায়'
Courtesy by: Joy Ray
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন