১২ জুলাই ২০১৫

রাজা দশরথের কয় সন্তান ছিল?আমরা সবাই জানি চার ছেলে,শ্রীরাম,লক্ষন,ভরত,শত্রুঘ্ন।কিন্তু আমরা কি জানি শ্রীরামের এক বোন ছিলেন?

হ্যাঁ,রাজা দশরথ ও রাণী কৌশল্যার সেই কন্যা সন্তানের নাম শান্তা।কৌশল্যার বোন বর্ষিণী যিনি কিনা অঙ্গরাজ্যের রাজা রোমপদ এর স্ত্রী ছিলেন,তিনি নিঃস্বন্তান হওয়ায় শ্রীরামের এই বোনটিকে দত্তক নিয়েছিলেন।ব্যাক্তিগত জীবনে তিনি বেদাদি শাস্ত্রে পারদর্শিনী হিসেবে খ্যাত ছিলেন।পরবর্তীতে ঋষি ঋষ্যশৃঙ্গ এর সাথে তাঁর বিয়ে হয়। উত্তর প্রদেশ,বিহার ও মধ্যপ্রদেশ এর সেঙ্গার রাজপুতরা এই ঋষি ঋষ্যশৃঙ্গ ও শ্রীমতী শান্তার ই উত্তরসূরি।
শ্রীরামজীর বনবাসের পর তিনি যখন রাজা হলেন তখন মা সীতা বনবাসে যান,এমনটা প্রচলিত বিশ্বাস হলেও গবেষনায় প্রমাণিত যে রামায়নের উত্তর কাণ্ড সম্পূর্ণ ই প্রক্ষিপ্ত যেখানে এই গল্পটি বলা হয়েছে।মহাভারতের সভাপর্বের রামউপাখ্যান পর্বাধ্যায় এ যে রামায়নের কাহিনী বর্ণনা করা হয়েছে সেখানেও এ ধরনের কাহিনী নেই।সেখানেও বলা হয়েছে যে মা সীতার সতীত্ব সম্বন্ধে শ্রীরাম নিঃস্বন্দেহ হন এবং তাঁরা সুখে শান্তিতে বসবাস করতে থাকেন।
বাল্মীকি রামায়নে শ্রী রাম সেতু তৈরীর আগে সূর্যস্তব করেছিলেন যাকে বাঙ্গালী কবি কৃত্তিবাস দুর্গাপুজা বলে বাংলা সমাজে প্রচার করেন।
আমরা সবাই জানি কৌশল্যা বড় রাণী,কৈকেয়ী মেঝ রাণী ও সুমিত্রা ছোট রাণী ছিলেন।কিন্তু বাল্মীকি রামায়ন অনুযায়ী কৈকেয়ী আসলে ছোট রাণী ছিলেন,সুমিত্রা ছিলেন মেঝ রাণী।
বাংলা অঞ্চলে কৃত্তিবাস,হিন্দি বলয়ে তুলসি দাস,দক্ষিন ভারতে আবার কম্বনের রামায়ন,তেলেগুদেশমে রঙ্গনাথনের রামায়ন,কাশ্মীরে দিবাকর ভট্টের রামায়ন,একইভাবে উড়িষ্যা,আসাম,নেপাল,তিব্বত সব জায়গাতেই নিজেদের আলাদা আলাদা জনপ্রিয় রামায়ন আছে যাদের নিজেদের মধ্যেই আছে অসংখ্য পার্থক্য।বাল্মিকির সঙ্গে টেক্কা দিয়েও তৈরি হয়েছে আরও এক দল সংস্কৃত রামায়ন-মহারামায়ন,অদ্ভুত রামায়ন,আধ্যাত্ম রামায়ন আরো কত কি!!!
একই ঘটনায় বিষ্ণু ভক্তরা রামের মুখ দিয়ে বিষ্ণুর প্রশংসা লিখেছেন,শিবের ভক্তরা শিবের,আর বাঙ্গালী কৃত্তিবাস তো একেবারে দুর্গা পুজা করে ছাড়িয়েছেন!!!
অথচ মূল বাল্মীকি রামায়নের কোন খোঁজ কারো নেই!এই হল অবস্থা!!!
VEDA, The infallible word of GOD


Share:

3 Comments:

Ram Sankar বলেছেন...

রামায়ণ বানানটাই ভুল লেখা আছে। ব্যাক্তিগত, গবেষনা এগুলো কি সঠিক বানান? আগে সব বানানগুলো ঠিক করুন। করুণ অবস্থা।

Unknown বলেছেন...

রামায়ণ

Unknown বলেছেন...

রাজা দশরথের কতজন সন্তান ছিল?

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।