এর উত্তরে বলা যায় --- আক্ষরিক বিশ্লেষণে দেখা যায়- ‘শিব’
শব্দের অর্থ ‘মঙ্গল’ আর ‘লিঙ্গ’ শব্দের
অর্থ প্রতীক বা চিহ্ন। শাস্ত্র ‘শিব’
বলতে নিরাকার সর্বব্যাপি পরমাত্মা বা
পরমব্রহ্মকে বোঝায়। তাই ‘শিবলিঙ্গ’
হচ্ছে মঙ্গলময় পরমাত্মার প্রতীক।
শব্দের অর্থ ‘মঙ্গল’ আর ‘লিঙ্গ’ শব্দের
অর্থ প্রতীক বা চিহ্ন। শাস্ত্র ‘শিব’
বলতে নিরাকার সর্বব্যাপি পরমাত্মা বা
পরমব্রহ্মকে বোঝায়। তাই ‘শিবলিঙ্গ’
হচ্ছে মঙ্গলময় পরমাত্মার প্রতীক।
[*কেউ কেউ অজ্ঞতা বা হিন্দু বিদ্বেষ থেকে ‘শিবলিঙ্গ’ বলতে পুরুষাঙ্গ বিশেষ মনে
করেন-কিন্তু এটা ভ্রান্ত ধারণা। একথাসহজেই অনুমেয় যে, নিরাকার পরমাত্মার
পুরুষাঙ্গ থাকতে পারে না। লিঙ্গ শব্দের ১০/১২ টি অর্থ কমপক্ষে আছে। তার মধ্যে একটি হল --‘প্রতীক’ বা‘চিহ্ন’। শিবপুরাণ ও অন্যান্য সকলশাস্ত্রেই ‘শিবলিঙ্গ’ বলতে‘পরমব্রহ্মেরপ্রতীক’-ই বোঝানোহয়েছে।]
করেন-কিন্তু এটা ভ্রান্ত ধারণা। একথাসহজেই অনুমেয় যে, নিরাকার পরমাত্মার
পুরুষাঙ্গ থাকতে পারে না। লিঙ্গ শব্দের ১০/১২ টি অর্থ কমপক্ষে আছে। তার মধ্যে একটি হল --‘প্রতীক’ বা‘চিহ্ন’। শিবপুরাণ ও অন্যান্য সকলশাস্ত্রেই ‘শিবলিঙ্গ’ বলতে‘পরমব্রহ্মেরপ্রতীক’-ই বোঝানোহয়েছে।]
শাস্ত্র অনুসারে ভগবান শিবব্রহ্ম স্বরূপ হওয়ায় তাঁকে‘নিষ্কল’ (নিরাকার) বলা হয়। যেহেতু তিনি‘সর্বশক্তিমান’ তাই তিনি জগতকল্যাণেরজন্য রূপধারণও করতে পারেন ।রূপবানহওয়ায়তাঁকে‘সকল’ বলা হয়। তাই তিনি‘সকল’ এবং ‘নিষ্কল’-দুইই। শিব নিষ্কল-নিরাকার হওয়ায় তাঁর পূজার আধারভূতলিঙ্গও নিরাকার অর্থাৎ শিবলিঙ্গশিবের নিরাকারস্বরূপেরপ্রতীক।তেমনইশিব সকল বা সাকার হওয়ায় তাঁর পূজারআধারভূত বিগ্রহ সাকাররূপ।‘সকল’ (সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গসহসাকার) এবং ‘অকল’ (হস্তপদমুখচক্ষুইত্যাদি অঙ্গ-আকার থেকে সর্বতোভাবে রহিত নিরাকার) রূপ হওয়াতেই শিব ‘ব্রহ্ম’ শব্দ দ্বারা কথিতপরমাত্মা।
সে কারনে সকলে লিঙ্গ (নিরাকার স্বরূপ) এবং মূর্তি (সাকার স্বরূপ)-দুয়েতেই পরমেশ্বর শিবের পূজাকরে থাকেন। লিঙ্গ সাক্ষাৎ ব্রহ্মের প্রতীক।
লেখকঃ Prakash Jha, (সম্পাদিত )
2 Comments:
শিবলিঙ্গ যেখানে রাখা সেই অংশটুকু সম্পর্কে কিছু বলা হয়নি। সেই অংশটুকুর আকার মেয়েদের যোনির মত। বিভিন্ন ধর্মগন্থে এর বিবরণ পাওয়া যায়। ভৃগুমুনির অভিশাপ ছিল যে, মর্ত্যের মানুষ শিবকে পূজা না করে তার লিঙ্গের পূজা করবে। সাধারণ দৃষ্টিতে আমরা লিঙ্গ বলতে পুরুষের লিঙ্গ বুঝি। আমাদের সকলেরই মধ্যেই এ ধারণাটিই বদ্ধমূল হয়েছে। এখানের যোনি বলতে কি বুঝানো হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট শাস্ত্রীয় ব্যাখ্যা প্রদান করবেন।
ভগবান শিব সমস্ত কিছুর উদ্ধে, তার অভিশাপ লাগেনা
একটি মন্তব্য পোস্ট করুন