০৬ জানুয়ারী ২০১৮
ঋগ্বেদ সংহিতা - প্রথম মণ্ডলঃবিভিন্ন ঋষিঃ সুক্তঃ ১৪৬-১৬০

১৪৬ সুক্ত।।
অনুবাদঃ১। পিতা মাতার (দ্যাবাপৃথিবী) ক্রোড়স্থিত, মস্তকত্তয়যুক্ত সপ্তরশ্মিবিশিষ্ট (১) ও বিকলতারহিত অগ্নিকে স্তব কর। সর্বত্রগামী, অবিচলিত, দ্যোতমান এবং অভীষ্টবর্ষী অগ্নির তেজ চতুর্দিকে ব্যাপ্ত হচ্ছে।২। ফলপ্রদাতা অগ্নি নিজ মহিমায় দ্যাব্যাপুথিবীকে ব্যাপ্ত করে রয়েছেন,...
ঋগ্বেদ সংহিতা - প্রথম মণ্ডলঃবিভিন্ন ঋষিঃ সুক্তঃ ১৩১-১৪৫

১৩১ সুক্ত।।
অনুবাদঃ১। অসুর দ্যৌ স্বয়ং ইন্দ্রের নিকট নত হয়েছে। সুবিস্তৃতা পৃথিবী বরণীয় স্তুতি দ্বারা ইন্দ্রের নিকট নত হয়েছে। অনেনর নিমিত্ত (যজমানগণ) বরণীয় হব্য দ্বারা নত হয়েছে। সমস্ত দেবগণ একমতে ইন্দ্রকে অগ্রণী করেছেন। মানুষদের সমস্ত যজ্ঞ এবং মানুষদের সমস্ত দানাদি ইন্দ্রের...
০৫ জানুয়ারী ২০১৮
ঋগ্বেদ সংহিতা - প্রথম মণ্ডলঃবিভিন্ন ঋষিঃ সুক্তঃ ১১৬-১৩০

১১৬ সুক্ত।।
অনুবাদঃযেরূপ যজমান যজ্ঞার্থে কুশ বিস্তার করে, যেরূপ বায়ু মেঘকে (নানা দিকে প্রেরণ করে) সেরূপ আমি নাসত্যশ্বয়কে প্রচুর স্তোত্র প্রেরণ করছি; তারা শত্রু সেনা পিছনে ফেলে রথম্বারা যুবক বিমদ রাজর্ষির স্ত্রীকে তার নিকট পৌছে দিয়েছিলেন (১)।২। হে নাসত্যম্বয়! তোমরা বলবান ও...