আমরা জানি, পরমকরুনাময় সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের ত্রিশক্তি হলো সন্ধিনী, সংবিৎ আর হ্লাদিনী (যা সৎ, চিৎ ও আনন্দ বা ঞ্জান কর্ম ও ভক্তি) এর অন্যতম শক্তি আনন্দ বা ভক্তি বা প্রেম। যা হ্লাদিনী শক্তি রুপে শ্রীরাধার প্রকাশ।
যদিও শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা অভিন্ন আত্মায় দ্বিতনু রুপে লীলা বিলাশ করেছেন, জীব শিক্ষার তাগিদে ভগবানের অনন্ত নামের মধ্যে সবথেকে সুন্দর ও সুশ্রী নামটি 'কৃষ্ণ'। এই নামের আকর্ষণেই তিনি সকল জীবকে আকৃষ্ট করে রাখেন ও আছেন। এর মধ্যে শ্রীকৃষ্ণের ও শ্রীরাধার কিছু কিছু অঙ্গকান্তির কারণেও ভগবান জীবকে আপন মুলে আবদ্ধ করে রাখেন। যদিও অনেক নিদর্শন তাঁর বিদ্যমান, তবে আজ শুধু শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার চরণছিহ্ন সকল পাঠক ভক্তদের জন্য পোস্ট করলাম। আশাকরি ভাল লাগবে।
শ্রীকৃষ্ণের চরণচিহ্নঃ
বাম চরণঃ
01) বৃদ্ধাঙ্গুল তলে শঙ্খ,
02) মধ্যমা তলে অম্বর,
03) অম্বর তলে ধনু,
04) ধনু তলে গোষ্পদ,
05) পশ্চাদদেশে মৎস্য,
06) মৎস্য উপর অর্ধ্বচন্দ্র,
07) অর্ধচন্দ্র উপর ত্রিকোন ও
08) ত্রিকোন ও চন্দ্রের চতুর্কোনে কলস।
.
দক্ষিণ চরণঃ
01) বৃদ্ধাঙ্গুল তলে যব,
02) যব তলে চক্র,
03) চক্র তলে ছত্র,
04) মধ্যমার দক্ষিণ হতে মধ্যম পদ পর্যন্ত উর্ধ্বরেখা,
05) মধ্যমা তলে পদ্ম,
06) পদ্ম তলে ধ্বজ,
07) কনিষ্ঠা তলে অঙ্কুশ,
08) অঙ্কুশ তলে বজ্র,
09) পশ্চাৎদেশ উপর অষ্টকোন,
10) অষ্টকোনের চতুর্কোনে জম্বুফল ও
11) অষ্টকোনের চতুর্পার্শে স্বস্তিক।
শ্রীরাধার চরণচিহ্নঃ
দক্ষিণ চরণঃ
01) বৃদ্ধাঙ্গুলী তলে শঙ্খ,
02) শঙ্খ তলে গদা,
03) মধ্যমা তলে পর্ব্বত,
04) পর্ব্বত তলে রথ,
05) কনিষ্ঠা তলে বেদী,
06) বেদী তলে কুন্ডল,
07) কুন্ডলতলে শৈলশক্তি ও
08) পশ্চাদদেশে মৎস্য।
.
বাম চরণঃ
01) বৃদ্ধাঙ্গুলি তলে যব,
02) যব তলে চক্র,
03) চক্র তলে ছত্র,
04) ছত্র তলে বলয়,
05) মধ্যমার দক্ষিণ হতে মধ্যচরণ পর্যন্ত উর্ধ্বরেখা,
06) মধ্যমা তলে কমল,
07) কমল তলে ধ্বজ,
08) ধ্বজ তলে বল্লী,
09) কনিষ্ঠা তলে অঙ্কুশ,
10) পশ্চাতে অর্ধ্বচন্দ্র ও
11) অর্ধচন্দ্র উপর পুষ্প।
.
এই চরণচিহ্ন ও তাঁর দর্শন, স্পর্শন, স্মরণ, মনন ও ধ্যানে মানব মাত্রেরই ভগবদ্ভক্তির উদয়, বিকাশ ও প্রসারে ভক্তহৃদয়ে পরম শান্তি আর সুখানুভূতির উদ্রেক হয়। পরমেশ্বর ভগবান সবার মঙ্গল ও কল্যাণ করুণ।
(দেবেন্দ্র)
!!হরে কৃষ্ণ হরে কৃষ্ণ!!
শ্রীকৃষ্ণের চরণচিহ্নঃ
বাম চরণঃ
01) বৃদ্ধাঙ্গুল তলে শঙ্খ,
02) মধ্যমা তলে অম্বর,
03) অম্বর তলে ধনু,
04) ধনু তলে গোষ্পদ,
05) পশ্চাদদেশে মৎস্য,
06) মৎস্য উপর অর্ধ্বচন্দ্র,
07) অর্ধচন্দ্র উপর ত্রিকোন ও
08) ত্রিকোন ও চন্দ্রের চতুর্কোনে কলস।
.
দক্ষিণ চরণঃ
01) বৃদ্ধাঙ্গুল তলে যব,
02) যব তলে চক্র,
03) চক্র তলে ছত্র,
04) মধ্যমার দক্ষিণ হতে মধ্যম পদ পর্যন্ত উর্ধ্বরেখা,
05) মধ্যমা তলে পদ্ম,
06) পদ্ম তলে ধ্বজ,
07) কনিষ্ঠা তলে অঙ্কুশ,
08) অঙ্কুশ তলে বজ্র,
09) পশ্চাৎদেশ উপর অষ্টকোন,
10) অষ্টকোনের চতুর্কোনে জম্বুফল ও
11) অষ্টকোনের চতুর্পার্শে স্বস্তিক।
শ্রীরাধার চরণচিহ্নঃ
দক্ষিণ চরণঃ
01) বৃদ্ধাঙ্গুলী তলে শঙ্খ,
02) শঙ্খ তলে গদা,
03) মধ্যমা তলে পর্ব্বত,
04) পর্ব্বত তলে রথ,
05) কনিষ্ঠা তলে বেদী,
06) বেদী তলে কুন্ডল,
07) কুন্ডলতলে শৈলশক্তি ও
08) পশ্চাদদেশে মৎস্য।
.
বাম চরণঃ
01) বৃদ্ধাঙ্গুলি তলে যব,
02) যব তলে চক্র,
03) চক্র তলে ছত্র,
04) ছত্র তলে বলয়,
05) মধ্যমার দক্ষিণ হতে মধ্যচরণ পর্যন্ত উর্ধ্বরেখা,
06) মধ্যমা তলে কমল,
07) কমল তলে ধ্বজ,
08) ধ্বজ তলে বল্লী,
09) কনিষ্ঠা তলে অঙ্কুশ,
10) পশ্চাতে অর্ধ্বচন্দ্র ও
11) অর্ধচন্দ্র উপর পুষ্প।
.
এই চরণচিহ্ন ও তাঁর দর্শন, স্পর্শন, স্মরণ, মনন ও ধ্যানে মানব মাত্রেরই ভগবদ্ভক্তির উদয়, বিকাশ ও প্রসারে ভক্তহৃদয়ে পরম শান্তি আর সুখানুভূতির উদ্রেক হয়। পরমেশ্বর ভগবান সবার মঙ্গল ও কল্যাণ করুণ।
(দেবেন্দ্র)
!!হরে কৃষ্ণ হরে কৃষ্ণ!!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন