হিন্দু ধর্মে বিষ্ণুর দশাবতার একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ জনপ্রিয় ধর্মীয় বিষয়। অতি সহজ কথায়, হিন্দু ধর্মে জগৎ সংসারের পালন-কর্তা ভগবান শ্রী বিষ্ণু, যুগে যুগে (সত্য, ত্রেতা, দ্বাপর, কলি) বিবিধ অশুভ শক্তি ও বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করতে দশবার বিভিন্ন অবতার রূপে জন্মগ্রহন করেছেন (বা করবেন)। এই দশ অবতারই, বিষ্ণুর দশাবতার নামে পরিচিত।
বিষ্ণুর দশাবতার ---- মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, গৌতম বুদ্ধ, কলকি।
(আঞ্চলিক তারতম্যে, এই তালিকায় কখনও কখনও কৃষ্ণের পরিবর্তে বলরাম ; গৌতম বুদ্ধের পরিবর্তে জগন্নাথ বা বলরাম কে তালিকাভুক্ত করা হয়।)
অনেক আধুনিক বিজ্ঞানী ও চিন্তাবিদরা হিন্দু ধর্মে উল্লিখিত, বিষ্ণুর দশাবতার এর ডারউইনের প্রাকৃতিক বিবর্তন তত্ত্বের তুলনা করেছেন ---
মৎস্য -- মাছ, প্রথম পর্যায়ের মেরুদন্ডী প্রাণী, জলে উদ্ভূত, জলজ প্রাণী।
কূর্ম -- কচ্ছপ, জলে ও স্থলে বসবাসকারী উভচর প্রাণী।
বরাহ -- বন্য স্থলজ প্রাণী।
নরসিংহ -- অর্ধ মানব ও অর্ধ পশু রূপী প্রাণী।
বামন -- খর্ব, প্রাক-পরিনত মানব।
পরশুরাম -- জঙ্গলে বসবাসকারী ও আদিম অস্ত্র ব্যবহারকারী প্রাচীন মানব।
রাম -- সমাজবদ্ধ মানব।
কৃষ্ণ -- উন্নত রাজনীতিজ্ঞ মানব।
গৌতম বুদ্ধ -- সন্ন্যাসী, ধর্মজ্ঞ, দিব্যজ্ঞানযুক্ত মানব।
কলকি -- অতিআধুনিক প্রচন্ড ধ্বংস ক্ষমতা যুক্ত মানব।
Courtesy by : Prithwish Ghosh
বিষ্ণুর দশাবতার ---- মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, গৌতম বুদ্ধ, কলকি।
(আঞ্চলিক তারতম্যে, এই তালিকায় কখনও কখনও কৃষ্ণের পরিবর্তে বলরাম ; গৌতম বুদ্ধের পরিবর্তে জগন্নাথ বা বলরাম কে তালিকাভুক্ত করা হয়।)
অনেক আধুনিক বিজ্ঞানী ও চিন্তাবিদরা হিন্দু ধর্মে উল্লিখিত, বিষ্ণুর দশাবতার এর ডারউইনের প্রাকৃতিক বিবর্তন তত্ত্বের তুলনা করেছেন ---
মৎস্য -- মাছ, প্রথম পর্যায়ের মেরুদন্ডী প্রাণী, জলে উদ্ভূত, জলজ প্রাণী।
কূর্ম -- কচ্ছপ, জলে ও স্থলে বসবাসকারী উভচর প্রাণী।
বরাহ -- বন্য স্থলজ প্রাণী।
নরসিংহ -- অর্ধ মানব ও অর্ধ পশু রূপী প্রাণী।
বামন -- খর্ব, প্রাক-পরিনত মানব।
পরশুরাম -- জঙ্গলে বসবাসকারী ও আদিম অস্ত্র ব্যবহারকারী প্রাচীন মানব।
রাম -- সমাজবদ্ধ মানব।
কৃষ্ণ -- উন্নত রাজনীতিজ্ঞ মানব।
গৌতম বুদ্ধ -- সন্ন্যাসী, ধর্মজ্ঞ, দিব্যজ্ঞানযুক্ত মানব।
কলকি -- অতিআধুনিক প্রচন্ড ধ্বংস ক্ষমতা যুক্ত মানব।
Courtesy by : Prithwish Ghosh
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন