১৬ জুন ২০১৬

রামায়ন কথা ( সুন্দরাকাণ্ড পর্ব –২)



হনুমান উড়ে চলছেন । সমুদ্রের নীল জলরাশির ওপর দিয়ে । নীচে কেবল বিশাল তরঙ্গ। অগাধ জলরাশির নীচে তল অবধি দেখা যায় না। মেঘের রাজ্য ভেদ করে পবন নন্দন মারুতি প্রবল বেগে উড়ছেন। তাঁর “জয় শ্রী রাম” ধ্বনিতে চতুর্দিক ধ্বনিত হচ্ছিল্ল। হনুমানের বিক্রম দেখে দেবতারাও খুশী হলেন । সেই জলে সিংহিকা নামক এক রাক্ষসী থাকতো। ভয়ানক চেহারার সেই রাক্ষসীর মস্তকটা একটি বিশাল পর্বতের চূড়ার ন্যায় ছিলো। সেই মস্তকে মুখটি ছিলো অন্ধকার মৃত্যুগুহার ন্যায় । মায়াবিদ্যার পারঙ্গদা রাক্ষসীর এক অদ্ভুত ক্ষমতা ছিলো। আকাশ দিয়ে যখন কোন প্রানী যেতো তখন সে তার ছায়া আকর্ষণ করে টেনে এনে গ্রাস করতো। কেউ তার থেকে রেহাই পেতো না। রাক্ষসী সমুদ্র তল থেকেই হনুমানকে দেখতে পেলো। মনে মনে ভাবল- “আজ অনেক হৃষ্টপুষ্ট বানর পেয়েছি। একে ভক্ষণ করে আমার উদর তৃপ্ত করবো।” প্রচণ্ড খুশী হয়ে সিংহিকারাক্ষসী হনুমানের ছায়া ধরে আকর্ষণ করতে লাগলো। হনুমান আকাশে উড়ছিলো। হঠাত মনে হল অগাধ জলরাশি যেনো তাকে টেনে নীচে নামাতে চাইছে । শত চেষ্টা করেও এই আকর্ষণ উপেক্ষা করা যাচ্ছে না। একি আকর্ষণ! সমুদ্রে এমন আকর্ষণ হয় নাকি! হনুমানকে টেনে নামালো রাক্ষসী । হনুমান দেখলো তাঁর সামনে সমুদ্র থেকে এক রাক্ষসী মস্তক বের করেছে। ভয়ানক গহ্বর স্বরূপ নয়ন থেকে মনে হয় জ্বালামুখী নির্গত হচ্ছে। জ্বালামুখী যেরূপ পর্বতের গহ্বর থেকে নিস্কাশিত হয়- সেই রূপ অগ্নিযুক্ত চোখ তার। নাসিকা সুউচ্চ পর্বতের ন্যায়। দন্তসাড়ি তরোয়ালের ফলার ন্যায় । মুখ গুহার ন্যায় । রাক্ষসী ক্রমাগত আকর্ষণ করে হনুমানকে গিলবার চেষ্টা করছে । ঝড়ের মতো বায়ু যেনো হনুমানকে রাক্ষসীর গুহার ন্যায় মুখে টেনে আনতে চাইছে । হনুমান রাক্ষসীকে অনেক সাবধান করলো। রাক্ষসী না মেনে হনুমানকে গ্রাস করলো ।

রাক্ষসীর শ্বাসনালী তে জমাট অন্ধকার দেখতে পেলো হনুমান । যেনো অন্ধকার পর্বত গুহা। হনুমান রামনাম করে হাতের নখ দিয়ে রাক্ষসীর বুক ছিন্নভিন্ন করে বের হল। প্রচণ্ড গর্জন করে রাক্ষসী সমুদ্রে পড়তে যেনো বিশাল প্লাবন কয়েক যোজন ছড়িয়ে পড়লো। বিশাল স্রোতের আকারে রাক্ষসীর বুক থেকে রক্ত মাংস বের হল। সমুদ্রের জল বিশাল এলাকা জুড়ে রক্তবর্ণে পরিণত হল। হাঙর, মকড়েরা পেট ভরে রাক্ষসীর মাংস ভক্ষণ করতে লাগলো । হনুমান আবার উড়ে চলল। রাক্ষসীর অন্ত হয়েছে দেখে অন্তরীক্ষে দেবতারা হনুমানের স্তব স্তুতি ও প্রশংসা করতে লাগলো । সিংহিকারাক্ষসীর প্রান নিয়ে হনুমান এগিয়ে চলল। একসময় দেখতে পেলো লঙ্কার চূড়া । সূর্যের আলোক পড়ে এমন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে যেনো সেদিকে তাকানো যায় না। এত দূর থেকেই সোনার লঙ্কার দ্যুতি দেখা যাচ্ছে । রাবণের রাজমহলের চূড়া থেকে যেনো আলো বিচ্ছুরিত হচ্ছিল্ল। সোনা দিয়ে তৈরী এই লঙ্কাপুরী । আরোও এগিয়ে যেতেই লঙ্কার অনান্য প্রাসাদ গুলি দেখা যেতে লাগলো। সেখানে থেকে সোনা- হীরা- মুক্তার আলোর প্রতিফলন দেখে মনে হচ্ছিল্ল আকাশের নক্ষত্র সকল ঐ নগরীতেই অবস্থান করছে । আরোও কাছাকাছি যেতে লঙ্কার রাজ্যের দুর্গ দেখা গেলো । দুর্গের বাইরে বিশাল জলের পরিখা তে হাঙর, কুম্ভীর ইত্যাদি প্রানী বিচরণ করছে । লঙ্কার স্তম্ভ দেখতে পেলো। রাবণের বিজয় নিশান- রাক্ষস জাতির মহিষ চিহ্নিত পতাকা পতপত করে উড়ছে । লঙ্কার সন্নিকটে ধীরে ধীরে আসতে লাগলো হনুমান। যতদূর চোখ যাচ্ছে কেবল স্বর্ণের দ্যুতি ভিন্ন কিছুই দেখা যাচ্ছে না। বোধ হয় স্বর্গেও এত শোভা নেই । আর দেখতে পেলো বিকট চেহারার রাক্ষস রাক্ষসীরা অস্ত্র উচিয়ে পাহারা দিচ্ছে। এই নগরীতে মানুষ থাকে না- মানুষ খেকো রাক্ষসেরা থাকে । সুরক্ষিত একটি জায়গা দেখে হনুমান নীচে অবতরণ করলো । নামবার সাথে সাথে একজন দেবী ধেয়ে এলো। তিনি নরকঙ্কালের মালা শোভিতা, কৃষ্ণা বর্ণা, লোল জিহ্বা, করালিনী চেহারা, আলুথালু কেশ, ব্যাঘ্রচর্ম পরিহিতা, খড়গ- পাশ- খর্পর- শূল ধারিনী । হনুমান প্রনাম করে বলল- “হে দেবী! আপনি কে?” তারপর হনুমান বুঝলো ইনি কে ।

হনুমান দেবীর স্তব করে বললেন-

দেখিয়া চিন্তিত অতি বীর হনুমান ।
জোড়হাতে বলেন দেবীর বিদ্যমান ।।
শাস্ত্রে শুনিয়াছি আমি চামুণ্ডার কথা ।
শিবের প্রেয়সী তুমি, কেন আছ হেথা ।।
তোমারে দেখিয়া আমি বড় পাই ডর ।
কি কারনে আছ মাতা লঙ্কার ভিতর ।।
( কৃত্তিবাসী রামায়ণ )

চামুণ্ডা দেবী বলছেন-“ বতস্য তুমি কে? আমি শিবের শক্তি চামুণ্ডা। তাঁর আদেশে লঙ্কা প্রহরা দিচ্ছি। ভগবান শিব বলেছেন- যবে ভগবান বিষ্ণু ‘রাম’ অবতার নিয়ে বনে আসবেন, তখন তাঁর পত্নীকে রাবণ হরণ করবে। রামচন্দ্রের দূত হয়ে হনুমান লঙ্কায় যখন আসবে তখন আমি কৈলাসে ফিরে যেতে পারবো। ভগবান শিব এও বলেছেন যবে হনুমান লঙ্কায় আসবে- বুঝবে লঙ্কার পতনের খুব বিলম্ব আর নেই। ” হনুমান বলল- “মাতঃ! আমি প্রভু শ্রীরামের সেবক তথা দূত হনুমান। এবার মা আপনি কৈলাসে ফিরে যান। বুঝেছি মা আপনি এতদিন এই পাপ রাজ্যে অনিচ্ছা সর্তেও অবস্থান করছিলেন। কিন্তু মাতঃ আপনি বা ভগবান শিব কেন সেই পাপী রাবণকে এত কৃপা করেন?” চামুণ্ডা দেবী বললেন- “পুত্র হনুমান! তপস্যা করলে ফল প্রদান অবশ্যই করতে হয়। সে যেই হোক। সেই কারণে প্রজাপতি ব্রহ্মা অসুরদের এত ভয়ানক বর প্রদান করেন। হনুমান! অতি দুরাচারী ব্যাক্তিও যদি সকল শাস্ত্র অধ্যয়ন করে তবে সে পণ্ডিত হয়, কিন্তু তাঁর জন্য দেবী সরস্বতীকে দোষ প্রদান করা যায় না। এই সৃষ্টি সেই নিয়মে পরিচালিত হয়। তবে ভক্ত যদি পাপে লিপ্ত হয় তবে ভগবান তাঁকে শেষ সময়ে কোন সহায়তা করেন না । রাবনের পাপের ঘরা পূর্ণ হয়েছে, এবার সেই ঘরা ভঙ্গ হবে। আমি বা ভগবান শিব কেউ আর তাকে সহায়তা করবো না। বতস্য হনুমান তোমায় আশীর্বাদ করি, তুমি তোমার কাজে সফল হও, লঙ্কার বিনাশ হোক – আমি এই কামনাই করি।” এই বলে চামুণ্ডা দেবী অদৃশ্য হয়ে কৈলাসে চলে গেলেন।

( ক্রমশঃ )
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।