১১ জুলাই ২০১৬

পৃথিবীতে যত ধর্মসম্প্রদায় আছে, শিখদের মত এমন ভক্তিভাব বোধহয় আর কারো নেই


পৃথিবীতে যত ধর্মসম্প্রদায় আছে, শিখদের মত এমন ভক্তিভাব বোধহয় আর কারো নেই। এঁদের এই ভক্তিভাব ও ধর্মের প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা আমাকে গভীরভাবে আকৃষ্ট করে। কত সহজভাবে ধর্মের কথাকে এরা সর্বসাধারনের মধ্যে ছড়িয়ে দেয়! আমি সুযোগ হলে প্রায়ই পাঞ্জাবি চ্যানেলে গুরুবাণী কির্তন শুনি। অদ্ভুত সুরে তারা যখন 'ওয়াহিগুরু' বলে কির্তন শুরু করে, তখন মনে যে অপূর্ব ভক্তিভাব জাগে, তা মুখে প্রকাশ করা যাবেনা। পাঞ্জাবিতে লেখা গানের কথা সব বুঝিনা ঠিকই, কিন্তু তার অদ্ভুত সুর, আর গায়ক বা ভক্তদের প্রশান্ত অভিব্যক্তি এমনিই মনে শান্তি এনে দেয়।

 এমন সমবেতভাবে ভক্তিপূর্ণ আরাধনা আর কোথাও বোধহয় বর্তমানে পাওয়া যাবেনা। শিখ ধর্ম নামেই আলাদা। আসলে তা হিন্দু ধর্মের ভক্তিমার্গ ছাড়া কিছুই নয়। শিখরা সংগঠিত হয় পরে, মূলত মুঘল আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে। নানক ও পরবর্তি ১০ জন গুরুকে যিনি মানেন ও তাঁদের শিষ্যত্ব গ্রহন করেন, তিনিই শিখ। নানকের মতের সার কথা ছিল এক ঈশ্বরে অটুট ভক্তি। তত্‍কালীন আড়ম্বরপূর্ণ আচার অনুষ্ঠানের বদলে ভগবানের নামগান গাইতেন। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মত। শিখরা ঈশ্বরকে অকাল বলেন। যিনি কালেরও উর্দ্ধে তিনিই অকাল। আর ঈশ্বর তো তাইই! শিখদের মত এমন নিষ্ঠাভরে ধর্মপালন বোধহয় আর কেউ করেনা। এই ধর্ম তাদের দিয়েছে চরিত্রে দৃঢ়তা। ভক্তির পাশাপাশি জ্ঞান ও কর্মেও কিন্তু তারা দক্ষ। আসলে তারা যা করে, সবই ভক্তির সাথে করে। ঈশ্বরই তাদের সব। তাদের মূলমন্ত্রই হল- "এক ওংকর(ওমকার) সত্তি(সত্য) নাম!"

শিখদের আরেক গুরুত্বপূর্ণ গুরু হলেন গোবিন্দ সিংহ। তিনি খালসা বাহিনির প্রতিষ্ঠা করেছিলেন। তাদের দশম ও শেষ গুরু হলেন তেগবাহাদুর, যাঁকে ঔরঙ্গজেব বন্দি করে হত্যা করেছিল।
বহু ঝড়ঝাপটা সহ্য করেও শিখরা আজও টিকে আছে এবং তাদের ধর্মকে বাঁচিয়ে রেখেছে। ধর্মই তাদের শক্তির উত্‍স। তারা শিখিয়েছে ধর্মে অটুট ভক্তি কিভাবে মানুষকে গড়ে তোলে। তাই শিখরা সকলের কাছেই আদর্শ।
আসুন আমরাও একবার বলে নিই-
"সত্যনাম সত্যনাম সত্যনাম জি,
ওয়াহিগুরু ওয়াহিগুরু ওয়াহিগুরু জি।"
আমরাও যদি এভাবে আমাদের ধর্মকে রক্ষা করে চলি, তবে আমরাও সমস্ত দূর্দশা থেকে মুক্তি পাব। ঈশ্বরে অটল ভক্তি ও আস্থা রেখে তাঁর উদ্দেশ্যেই সকল কর্ম নিবেদিত হোক।




Written by :  Dhrubajyoti Pathak
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।