উপনিষদের বলা আছে -অসতো মা সদগময়,তমসো মা জ্যোতিগময়। আমাকে অসত্য থেকে সত্যে
লয়ে যাও,অন্ধকার থেকে আলোতে লয়ে যাও- এতো মানব জীবনের শাশ্বত চিরন্তন আকাঙ্খা।
আমাদের বৈদিক জ্ঞান ও সংস্কৃতি উদার ও মহৎ এবং হিংসা-বিদ্বেষ শূন্য। কোন জাতি, ধর্ম গোত্র,সম্প্রদায়ের প্রতি কটাক্ষ করা,নিন্দা করা,হেয় প্রতিপন্ন করা , ঘৃণা করা বেদ -উপনিষদের শিক্ষার বিপরীত। বৈচিত্রোই একতা-এটাই আমাদের বেদ এর মূল জ্ঞান ও সংস্কৃতির শিক্ষা।
সমাজের কল্যাণ সাধন, মানবিক মূল্যবোধের বিকাশ,যুব সমাজে হীনমন্যতা ও অবক্ষয় রোধ,
সর্বধর্মের প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষা এবং উন্নত চিন্তা ও আদর্শভিত্তিক জীবন গঠনের লক্ষে, আসুন
বৈদিক- জ্ঞান ও সংস্কৃতির আলকে আলকিত হই।
কর্ম ও প্রেমের পথই আলোকিত পথ। অপার সম্ভাবনার পথ। মানবের শ্রেষ্ঠ অর্জনগুলি- এ পথ ধরেই আসে।এটাই বেদ উপনিষদের শিক্ষা। এটাই সনাতন ধর্মের মর্মবাণী।
Written by : Hillol Chakrabarty
লয়ে যাও,অন্ধকার থেকে আলোতে লয়ে যাও- এতো মানব জীবনের শাশ্বত চিরন্তন আকাঙ্খা।
আমাদের বৈদিক জ্ঞান ও সংস্কৃতি উদার ও মহৎ এবং হিংসা-বিদ্বেষ শূন্য। কোন জাতি, ধর্ম গোত্র,সম্প্রদায়ের প্রতি কটাক্ষ করা,নিন্দা করা,হেয় প্রতিপন্ন করা , ঘৃণা করা বেদ -উপনিষদের শিক্ষার বিপরীত। বৈচিত্রোই একতা-এটাই আমাদের বেদ এর মূল জ্ঞান ও সংস্কৃতির শিক্ষা।
সমাজের কল্যাণ সাধন, মানবিক মূল্যবোধের বিকাশ,যুব সমাজে হীনমন্যতা ও অবক্ষয় রোধ,
সর্বধর্মের প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষা এবং উন্নত চিন্তা ও আদর্শভিত্তিক জীবন গঠনের লক্ষে, আসুন
বৈদিক- জ্ঞান ও সংস্কৃতির আলকে আলকিত হই।
কর্ম ও প্রেমের পথই আলোকিত পথ। অপার সম্ভাবনার পথ। মানবের শ্রেষ্ঠ অর্জনগুলি- এ পথ ধরেই আসে।এটাই বেদ উপনিষদের শিক্ষা। এটাই সনাতন ধর্মের মর্মবাণী।
Written by : Hillol Chakrabarty
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন