০১ এপ্রিল ২০২০

মা অন্নপূর্ণা মা আদিশক্তির একটি রূপ

মা অন্নপূর্ণা মা আদিশক্তির একটি রূপ। লোকগাঁথা অনুযায়ী স্বয়ং ভগবান শিব হলেন ভিক্ষুক। একবার তিঁনি হিমালয় মহলে হিমালয় কন্যার কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলেন। দেবী পার্বতী, চিনতে পেরেছিলেন। তারপর ভিক্ষা দেন। আবার অন্য মতে বলা হয় একবার ভগবান শিব অন্নকে মায়া , ভ্রান্ত বলায় দেবী উমার সাথে কিছুটা দাম্পত্য কলহ হয়। দেবী তখন সকল অন্ন হরণ করেন। কাশীপুরে হলেন দেবী “অন্নদা” বা “অন্নপূর্ণা”। দুখী ক্ষুধায় কাতর জীবের জন্য খুললেন “অন্নসত্র”। এদিকে হা অন্ন রব উঠলে দেবতারা গিয়ে ভগবান শিবের শরণাপন্ন হন। ভগবান শিব ভিক্ষায় বের হয়ে কোথাও অন্ন পেলেন না। তখন মা লক্ষ্মীর কাছে অন্ন ভিক্ষা করতে গিয়ে শোনেন সেখানেও অন্ন নেই। দেবী লক্ষ্মী অন্নপূর্ণার কথা শোনালে , ভগবান শিব অন্নপূর্ণার কাছে ভিক্ষা চান। দেবী অন্নপূর্ণা তখন ভগবান শিবকে অন্ন ভিক্ষা দিলেন। ভগবান শিবের ইচ্ছায় দেবশিল্পী কাশীতে অন্নপূর্ণার মন্দির গড়লেন। কিছু কিছু মতে কাশী সতীপীঠের দেবী রূপে অন্নপূর্ণা ও ভৈরব বিশ্বনাথের উল্লেখ আছে ।
উপনিষদে আছে অন্নই ব্রহ্ম। অন্নকে ত্যাগ করে কিছুই হয় না। সত্যি অন্ন ব্যাঞ্জন নষ্ট করা পাপ। জীব স্বরূপত শিব। ভিক্ষুক – ক্ষুধায় কাতরকে অন্ন দান করা কর্তব্য। দেবাদিদেব নিজেই ভিক্ষুক রূপে এসেছিলেন দেবীর কাছে। অন্নের তুলনা হয় না। কৃষকের অক্লান্ত পরিশ্রমে মাঠ ভরে ওঠে সোনালী ধানে। মা অন্নপূর্ণার বাস্তবিক রূপ। আর লাঙল টানার প্রতীক বলদ হয়েছেন তাই মায়ের বাহন । রায়গুনাকর ভারতচন্দ্র ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভাকবি। কবি সুন্দর ছন্দে দেবী অন্নপূর্ণার , ভগবান শিবকে অন্ন পরিবেশন বর্ণনা করেছেন।
অন্নপূর্ণা দিলা শিবেরে অন্ন।
অন্ন খান শিব সুখ- সম্পন্ন ।।
কারণ অমৃত পুরিত করি ।
রত্নপাত্র দিলা ঈশ্বরী ।।
সঘৃত পলান্নে পুরিয়া হাতা ।
পরশেন হরে হরিষে মাতা ।।
পঞ্চমুখে শিব খাবেন কত ।
পুরেন উদরে সাধের মতো ।।
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।