ঠাকুর রামকৃষ্ণ দেব এই সঙ্গীতটি খুবুই আপ্লুত হয়ে গাইতেন । এই সঙ্গীত শ্রবণে ভাবস্থ হতেন । এ গানটি গৌর নিতাই কে নিয়ে।
তারা, তারা দুভাই এসেছে রে ।
যারা মার খেয়ে প্রেম যাচে ,
তারা, তারা দুভাই এসেছে রে ।
যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় ,
তারা, তারা দুভাই এসেছে রে ।।
যারা আপনি মেতে জগৎ মাতায়,
তারা, তারা দুভাই এসেছে রে ।।
যারা আচণ্ডালে কোল দেয়,
তারা, তারা দুভাই এসেছে রে ।।
যারা ব্রজের কানাই বলাই, যারা ব্রজের মাখনচোর
যারা জাতির বিচার নাহি করে,
যারা আপামরে কোল দেয়
যারা হরি হয়ে হরি বলে,
যারা জগাই মাধাই উদ্ধারিল
যারা আপন পর নাহি বাছে ।
জীব তরাতে গৌর নিতাই,
তারা, তারা দুভাই এসেছে রে ।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন