আজ
দেবী ধূমাবতীর আবির্ভাব তিথি। বলা হয় একবার দেবীর খুব ক্ষুধার উদ্রেগ
হয়েছিল। ভগবান শিবের কাছে বার কয়েক আহার প্রার্থনা করলেন। কিন্তু ভগবান শিব
বললেন, সবুর করো। অর্থাৎ অপেক্ষা করো। দেবীর ক্ষুধা সহ্য হল না। তিনি
ভগবান শিবকেই গ্রাস করলেন। স্বামীহীনা হবার জন্য দেবী হলেন বিধবা। দেবীর এই
রূপ "ধূমাবতী" নামে খ্যাতা হল। অপর একটি মতানুসারে
দেবী সতী, দক্ষযজ্ঞে
আত্মাহুতি দিলে, দেবীর শরীরের ধূম থেকে এই দেবীর উৎপত্তি
হয়। দেবী ধূমাবতী বিধবা, শরীরে বয়স্কা বৃদ্ধার ছাপ। ইনি ময়লা জীর্ণ সাদা
থান পরিধান করেন। কাকচিহ্ন ধ্বজ থাকে এনার রথে। রথের চারপাশে কাক থাকে।
হস্তে কূলা, ঝাঁটা থাকে। ধুম্রাসুর নামক এক অসুরকে বধ করেছিলেন এই দেবী।
দেবী ধূমাবতীর আওয়াজ শত শত শৃগালের ন্যায়। এঁনার দৃষ্টি খুব প্রখর। ধূম
রূপে সর্বত্র তিনি যাতায়াত করতে পারেন। যাই হোক, ভগবান শিবকে ভক্ষণের পর,
ভগবান শিব পুনঃ ধূম রূপে দেবীর শরীর থেকে নির্গত হলেন।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন