০১ এপ্রিল ২০২০

ভগবতী শঙ্করার্দ্ধশরীরিণী কে?

কূর্ম্ম পুরাণে উল্লিখিত আছে, ঋষি মুনিরা কূর্মরূপী ভগবানকে প্রশ্ন করেছিলেন- “যে শিবশক্তি প্রথমে দাক্ষায়ণী সতী হইয়া পরে হিমালয়সুতারূপে জন্মগ্রহণ করিয়াছিলেন , সেই ভগবতী শঙ্করার্দ্ধশরীরিণী কে? আপনি যথাবৃন্তান্ত আমাদের বলুন।”
ভগবান কূর্ম বলছেন-
যা সা মাহেশ্বরী শক্তির্জ্ঞানরূপাতিলালসা ।
ব্যোমসংজ্ঞা পরা কাষ্ঠা সেয়ং হৈমবতী মতা ।।
শিবা সর্ব্বগতানন্তা গুণাতীতানিষ্কলা ।
একানেকবিভাগস্থা জ্ঞানরূপাতিলালসা ।।
অনন্যা নিস্কলে তত্ত্বে সংস্থিতা তস্য তেজসা ।
স্বাভাবিকী চ তন্মূলা প্রভা তানোরিবামলা ।।
একা মাহেশ্বরী শক্তিরনেকোপাধযোগতঃ ।
পরাবরেণ রূপেণ ক্রীড়তে তস্য সন্নিধৌ ।।
সেয়ং করোতি সকলং তস্যাঃ কার্য্যমিদং জগৎ ।
ন কার্য্যং নাপি করণমীশ্বরস্যেতি সুরয়ঃ ।।
চতস্রঃ শক্তয়ো দেব্যাঃ স্বরূপত্বেন সস্থিতাঃ ।
অধিষ্ঠানবশাৎ তস্যাঃ শৃণুধ্বং মুনিপুঙ্গবাঃ ।।
শান্তির্বিদ্যা প্রতিষ্ঠা চনিবৃত্তিশ্চেতি তাঃস্মৃতাঃ ।
চতুর্বহস্ততো দেবঃ প্রোচ্যতে পরমেশ্বরঃ ।।
অনয়া পরয়া দেবঃ স্বাত্মানন্দং সমশ্ন্যুতে ।
চতুর্ষ্বপি চ বেদেষু চতুর্বৃত্তির্মহেশ্বরঃ ।।
অস্যাস্ত্বনাদিসংসিদ্ধমৈশ্বর্য্যমতুলং মহৎ ।
তৎসম্বন্ধাদনন্তা সা রুদ্রেণ পরমাত্মনা ।।
সৈষা সর্ব্বেশ্বরী দেবী সর্ব্বভূতপ্রবর্ত্তিকা ।
প্রোচ্যতে ভগবান্‌ কালো হরিপ্রাণো মহেশ্বরঃ ।।
( কূর্ম্মপুরাণ/ পূর্বভাগ/ দ্বাদশ অধ্যায়/ ৬-১৫)
অর্থাৎ- ভগবান কূর্ম বলছেন, যিনি সেই জ্ঞানস্বরূপা ব্যোমসংজ্ঞা মাহেশ্বরী শক্তি , তাঁহাকেই এই হৈমবতী বলিয়া জানিবে । তিনি শিবা, সর্ব পদার্থে সম্যকরূপে অবস্থিতা, অন্তরহিতা গুণাতীতা , নিরবয়বা , একা অথচ অনেক বিভাগরূপে সংস্থিতা, জ্ঞানরূপা, অতিলালসা, অদ্বিতীয়া , ব্রহ্মতেজোরূপে পরব্রহ্মে সংস্থিতা , সূর্য্যের অমলপ্রভার ন্যায় তন্মুলা ও নিত্যা; সেই মাহেশ্বরী শক্তি একা হইয়াও উপাধিযোগে অনেকা । তিনি পরাবররূপে মহাদেবের সন্নিধানে ক্রীড়া করিতেছেন । সেই দেবীই এই সকল করিতেছেন এই জগত তাহারই কার্য্য ; পণ্ডিতেরা বলেন ঈশ্বরের কোন কার্য্য বা করণ নাই । হে মুনিপুঙ্গবগণ ! সেই দেবীর অধিষ্ঠান বশে স্বরূপত্বরূপে সংস্থিতা চারিটি শক্তি আছে । সেই হেতু দেব পরমেশ্বর চতুর্ব্যুহ বলিয়া বিখ্যাত । পরমেশ্বর এই প্রধানা দেবীর সহিতই স্বীয় আত্মানন্দ অনুভব করিয়া থাকেন । মহাদেব চারিবেদে চারিরূপে অবস্থিত । এই দেবীর যে মহৎ অতুল ঐশ্বর্য্য , তাহা অনাদি বলিয়া সংসিদ্ধ । সেই হেতু পরমাত্মা রুদ্রের যোগে ইনি অনন্তা নামে অভিহিতা । সেই এই দেবীই সর্ব্বভূতপ্রবর্ত্তিকা ও সকলের ঈশ্বরী এবং হরির প্রাণ মহেশ্বর সর্বভূতের কাল বলে কথিত হন।
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।