দেবতারা ভগবতীর স্তুতি করেছিলেন। যথা-
উ বিতর্কে চ মা লক্ষ্মীবহুরূপা বিদৃশ্যতে ।
উমা তস্মাচ্চ তে নাম নমস্তস্যৈ নমো নমঃ ।।
( ভবিষ্যপুরাণ... দ্বিতীয় খণ্ড...১৮ তম অধ্যায়... ৬৭ )
অর্থাৎ- ‘উ’ এই শব্দ বিতর্কে এসেছিল এবং মা শব্দে লক্ষ্মী বহুরূপা দৃশ্য হয়েছিল এই কারণে তুমি ‘উমা’ এই নামে প্রসিদ্ধ হইবে। হে দেবী উমা তোমাকে আমাদের সকলের বারবার প্রণাম ।
কতিচিদয়নান্যেব ব্রহ্মাণ্ডেহ স্মিঞ্ছিবে তব ।
কাত্যায়নী হি বিজ্ঞেয়া নমস্তস্যৈ নমো নমঃ ।।
( ভবিষ্যপুরাণ... দ্বিতীয় খণ্ড...১৮ তম অধ্যায়...৬৮ )
অর্থাৎ- হে শিবে, এই ব্রহ্মাণ্ডে তোমার কত অয়ন ( স্থান ) তাই তোমার নাম ‘কাত্যায়নী’। হে কাত্যায়নী দেবী, তোমাকে আমাদের সকলের বারবার প্রণাম ।
গৌরবর্ণাচ্চ বৈ গৌরী শ্যামবর্ণাচ্চ কালিকা ।
রক্তবর্ণাদ্বেমবতী নমস্তস্যৈ নমো নমঃ ।।
( ভবিষ্যপুরাণ... দ্বিতীয় খণ্ড...১৮ তম অধ্যায়...৬৯ )
ভবস্য দয়িতা ত্বং বৈ ভবানী রুদ্রসংযুতা ।
দুর্গা ত্বং যোগি সুস্প্রাপ্যা নমস্তস্যৈ নমো নমঃ ।।
( ভবিষ্যপুরাণ... দ্বিতীয় খণ্ড...১৮ তম অধ্যায়...৭০ )
অর্থাৎ- আপনি ভবপত্নী এই কারণে আপনি ভবানী আপনি যোগিগণের দ্বারা দুস্প্রাপ্য সুতরাং আপনি ‘দুর্গা’। দুর্গাদেবী আপনাকে আমাদের সকলের বারবার প্রণাম ।
নান্তং জগ্মুবয়ং তে বৈ চন্ডিকা নাম বিশ্রুতা ।
অম্বা ত্বং মাতৃভুতা নো নমস্তস্যৈ নমো নমঃ ।।
( ভবিষ্যপুরাণ... দ্বিতীয় খণ্ড...১৮ তম অধ্যায়...৭১ )
অর্থাৎ- আপনার অনন্ত নামের কারণে আমরা আপনাকে অন্তপর্যন্ত প্রাপ্ত হয়নি । আপনার ‘চণ্ডিকা’ এই নাম পরম প্রসিদ্ধা। আপনি আমাদের মাতৃভুজা অম্বা, এই কারণে অম্বা দেবী- আপনাকে আমাদের সকলের বারবার প্রণাম ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন