০২ এপ্রিল ২০২০

মহান সাধক মহর্ষি বালানন্দ ব্রহ্মচারী

ভারত ত্যাগী সাধু সন্তদের দেশ। এখানে সাধুরাই মানুষকে মুক্তির পথ দেখান। এমনই একজন মহান সাধক হলেন মহর্ষি বালানন্দ ব্রহ্মচারী। উজ্জয়নীতে আবির্ভাব হয়েছিলেন এই সাধকের। অল্পকালে পিতার প্রয়ান এর পর মা নর্মদাবাঈ ছেলেকে খুব কষ্টে বড় করেন। ব্রহ্মচারীজির পূর্ব নাম পীতাম্বর । ছোট থেকেই বালকের মন উদাসী- সংসারের প্রতি নিঃস্পৃহ। শিপ্রা নদীর তীরে মন্দির আর সাধুদের সঙ্গ লাভেই বালক আনন্দে থাকতো। মা খুবুই চিন্তিত ছিলেন। ব্রহ্মচারীজির একাধিক গুরু ছিলেন। প্রথম গুরু যোগী ব্রহ্মানন্দ। দীক্ষা প্রাপ্তির পর সাধন ভজনে ব্রহ্মচারীজির দিন কাটতে থাকে। তাঁর খ্যাতি ছড়িয়ে পড়লে অনেক সাধু সন্ন্যাসী তাঁর সাথে দর্শন লাভ করতে আসতেন । ব্রহ্মানন্দ মহারাজ তাঁর সন্ন্যাস নামকরণ করেন “বালানন্দ ব্রহ্মচারী”। এরপর তিঁনি তৎকালীন নামকরা সাধক গৌরীশঙ্কর মহারাজের কাছে শাস্ত্র অধ্যয়ন করেন। হিমাচল প্রদেশের কাংরা তে সেই সময়ের আর একজন সাধক গোমতীস্বামীর সাথে এই সময় বালানন্দ ব্রহ্মচারীর সাক্ষাৎ ও শাস্ত্র আলোচনা হয় । একবার ব্রহ্মচারীজী কামাখ্যা গিয়ে কলেরা তে আক্রান্ত হন। মরণাপন্ন সময়ে তিঁনি দেবীর দর্শন লাভ করেন। দেবীর কৃপায় সুস্থ হন । নর্মদা পরিভ্রমণ কালে তিঁনি সেখানে বিখ্যাত যোগী মার্কণ্ডের নিকট যোগশিক্ষা লাভ করেছিলেন ।
এরপর কাশীর দশাশ্বমেধ ঘাটের ধ্রুবেশ্বর মঠের অধ্যক্ষ দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী স্বামী রামগিরি মহারাজকে গুরুরূপে পেয়ে সেখানে বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করেন ও বেদান্তে জ্ঞানলাভ করেন । যোগী শ্রীশ্যামাচরণ লাহিরী মহাশয়ের সাথে তাঁর সাক্ষাৎ হয়েছিল। তিঁনি বাংলাতে নবদ্বীপ ও রানাঘাটে এসেছিলেন। রানাঘাটের তৎকালীন মহাকুমা শাসক রামচরণ বসুকে এক বড় বিপদ থেকে রক্ষা করেন। বৈদ্যনাথ ধামে তাঁর একটি আশ্রম হয়। ব্রহ্মচারীজী ভগবান শিবের উপাসক ছিলেন। একসময় সন্তানহারানো ব্রহ্মচারীজির মা দুঃখে একটি শিবমন্দিরে গিয়ে ভগবানের কাছে অন্তরের কষ্ট নিবেদন করছিলেন। সে সময় দৈববানী হয় বৈদ্যনাথে যেতে। নর্মদা বাঈ বৈদ্যনাথে গিয়ে পুত্রকে দেখেন। শেষ জীবন তিঁনি বৈদ্যনাথ ধামে সাধন ভজনে কাটিয়ে দেন ।
বালানন্দ ব্রহ্মচারী তপসিদ্ধ যোগী ছিলেন। বহু লোকের কষ্ট উপশম নিবারণ করেছিলেন। ভক্তেরা তাঁর কাছে যেতো। অনেকে তাঁর অলৌকিক ক্ষমতার প্রমাণও পেয়েছিলেন। আজ বালানন্দ ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব তিথি। জন্মতিথিতে প্রণাম জানাই।
বালানন্দ ব্রহ্মচারী মহারাজের কিছু উপদেশঃ-
অহং বোধ পরিত্যাগ কর । নিজের অহং বোধটির স্থলে স্থাপিত করতে হবে ভগবানকে। নিজেকে মালিক মনে না করে মনে করতে হবে ম্যানেজার ।
সাধুর নিকট নিঃস্বার্থ মুমুক্ষু ভক্ত খুব বেশী আসে না। স্বার্থসিদ্ধির জন্যে যারা আসে তারা টেকে না। স্বার্থসিদ্ধি হলে ভাবে কাজ তো মিটে গেল, আর এখানে আসবার দরকার কি । স্বার্থ না মিটলে ভাবে, লাভ যখন কিছু হল না তখন এখানে এসে আর কি হবে ? এই জন্যই নিঃস্বার্থ , ধর্মপিপাসু কেউ এলে আমি খুশী হই । মন আনন্দে ভরে ওঠে । বুঝতে পারি এরা টিকবে , আমার উপদেশ এরা হেলায় নষ্ট করবে না ।
সাধু বলে তাঁকেই জানবে যিনি কাউকে দুঃখ দেন না। সংসাররূপ এই বাগানে তিনি ঘুরে বেড়ান, কিন্তু তার একটি পাতা ফুল তিনি ছেঁড়েন না।
সবকিছুই ভগবানের। তাই স্বয়ং ভগবানকেই যখন ভক্ত নিজের করে নেয়, তখন আর বাকী থাকে কী ? ঈশ্বরকে পাওয়ার সাথে সাথে সব পাওয়া হয়ে যায় ।
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্তব্য কর্মে রত থাকবে। বিষয়ে অনাসক্ত থেকে সর্বদা ভগবদ চিন্তায় মনকে যুক্ত রাখার অভ্যাস করতে হয় ।
যে নিজেকে ভগবৎ সমীপে উৎসর্গ করে, সে সন্তোষের সঙ্গে রোগ- শোক সব ভোগ করে যায়, তার মানসিক বিকার হয় না, সমত্ববোধ হানি হয় না ।
যতদিন হৃদয় আসন স্বচ্ছ ও নির্মল না হবে- ভগবান ততদিন আসা যাওয়া করবেন- কিন্তু বসবেন না। কারণ ভগবান ময়লা আসনে বসেন না।
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।