ভগবান শ্রীনারায়ণের প্রধান অস্ত্র সুদর্শন চক্র। সুদর্শন চক্র দ্বারা তিঁনি দানব নাশ করে ধর্ম সংস্থাপন করেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রধান অস্ত্র এই সুদর্শন চক্র । গরুড়পুরাণে উল্লেখিত হয়েছে ভগবানের এই সুদর্শন চক্রের স্তবস্তুতি-
নমঃ সুদর্শনায়ৈব সহস্রাদিত্যবর্চ্চসে ।
সর্ব্বদুষ্টবিনাশায় সর্ব্বপাতকমর্দ্দিনে ।
সুচক্রায় বিচক্রায় সর্ব্বমন্ত্রবিভেদিনে ।।
প্রসবিত্রে জগদ্ধাত্রে জগদ্বিধ্বংসিনে নমঃ ।
শর্ণ্মদায় চ দেবানাং দুষ্টাসুরবিনাশিনে ।।
উগ্রায় চৈব সৌম্যায় চণ্ডায় চ নমো নমঃ ।
নমশ্চক্ষুঃস্বরূপায় সংসারভয়ভেদিনে ।।
মায়াপঞ্জরভেত্রে চ শিবায় চ নমো নমঃ ।
গ্রহাতিগ্রহরূপায় গ্রহাণাং পতয়ে নমঃ ।।
কালায় মৃত্যবে চৈব ভীমায় চ নমো নমঃ ।
ভক্তানুগ্রহদাত্রে চ ভক্তগোপ্তে নমো নমঃ ।।
বিষ্ণুরূপায় শান্তায় চায়ুধানাং ধরায় চ ।
বিষ্ণুশস্ত্রায় চক্রায় নমো ভূয়ো নমো নমঃ ।।
ইতি স্ত্রোত্রং মহাপুণ্যং চক্রস্য তব কীর্ত্তিতম্ ।
যঃ পঠেৎ পরয়া ভক্ত্যা বিষ্ণুলোকং স গচ্ছতি ।।
( গরুড়পুরাণ/ পূর্বখণ্ড/ ত্রয়স্ত্রিংশোহধ্যায়ঃ/ ৯-১৫ )
বাংলা অনুবাদ- সহস্র সূর্যতুল্য তেজোবিশিষ্ট সুদর্শনচক্রকে নমস্কার । সুদর্শন ; তোমার স্বীয় কিরণজালে দিগন্ত ব্যাপ্ত হইয়াছে । তুমি সহস্র অরবিশিষ্ট ও চক্ষুঃস্বরূপ , তোমাকে নমস্কার। হে সুদর্শনচক্র ! তুমি সর্বদুষ্টবিনাশ করে বিবিধ পাপ নিবারণ কর। তুমি সুচক্র ও বিচক্রস্বরূপ , তোমা হইতেই সর্বপ্রকার মন্ত্র প্রকাশিত হইয়াছে । তুমি জগতের সৃষ্টি- স্থিতি- প্রলয় করিতেছ , তোমাকে নমস্কার । তুমি লোকপালনার্থ দুষ্ট অসুরদিগকে বিনাশ কর। তুই দুষ্ট দৈত্যদিগের পক্ষে উগ্রমূর্তি ও শান্তশীল দেবগণের পক্ষে সৌম্যমূর্তি ধারন করিয়াছ । তুমি চণ্ডমূর্তি , জগতের চক্ষুঃস্বরূপ ও সংসারভয়বিনাশকারী তোমাকে নমস্কার । তুমি মায়া পঞ্জর ভেদ কর , তুমি শিবস্বরূপ তোমাকে নমস্কার । তুমি গ্রহদিগেরও গ্রহস্বরূপ এবং গ্রহাধিপতি ; তোমাকে নমস্কার । তুমি কালস্বরূপ, মৃত্যুস্বরূপ ও ভীমরূপী , তোমাকে নমস্কার। তুমি ভক্তবৃন্দের প্রতি অনুগ্রহদানে তাহাদিগকে রক্ষা করিয়া থাক, তোমাকে নমস্কার। তুমি বিষ্ণুরূপী, শান্তশীল ও আয়ুধধারী ; তুমি বিষ্ণুর প্রধান শস্ত্র ; তোমাকে বারংবার নমস্কার। এই মহাপুণ্যস্তব কথিত হল। যে সাধক পরমভক্তি সহকারে এই স্তব পাঠ করে, সে অন্তকালে বিষ্ণুলোক প্রাপ্ত হয় ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন