০২ এপ্রিল ২০২০

গরুড়পুরাণে উল্লেখিত ভগবান শ্রীনারায়ণের সুদর্শন চক্রের স্তবস্তুতি


ভগবান শ্রীনারায়ণের প্রধান অস্ত্র সুদর্শন চক্র। সুদর্শন চক্র দ্বারা তিঁনি দানব নাশ করে ধর্ম সংস্থাপন করেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রধান অস্ত্র এই সুদর্শন চক্র । গরুড়পুরাণে উল্লেখিত হয়েছে ভগবানের এই সুদর্শন চক্রের স্তবস্তুতি-
নমঃ সুদর্শনায়ৈব সহস্রাদিত্যবর্চ্চসে ।
জ্বালামালাপ্রদীপ্তায় সহস্রারায় চক্ষুণে ।।
সর্ব্বদুষ্টবিনাশায় সর্ব্বপাতকমর্দ্দিনে ।
সুচক্রায় বিচক্রায় সর্ব্বমন্ত্রবিভেদিনে ।।
প্রসবিত্রে জগদ্ধাত্রে জগদ্বিধ্বংসিনে নমঃ ।
শর্ণ্মদায় চ দেবানাং দুষ্টাসুরবিনাশিনে ।।
উগ্রায় চৈব সৌম্যায় চণ্ডায় চ নমো নমঃ ।
নমশ্চক্ষুঃস্বরূপায় সংসারভয়ভেদিনে ।।
মায়াপঞ্জরভেত্রে চ শিবায় চ নমো নমঃ ।
গ্রহাতিগ্রহরূপায় গ্রহাণাং পতয়ে নমঃ ।।
কালায় মৃত্যবে চৈব ভীমায় চ নমো নমঃ ।
ভক্তানুগ্রহদাত্রে চ ভক্তগোপ্তে নমো নমঃ ।।
বিষ্ণুরূপায় শান্তায় চায়ুধানাং ধরায় চ ।
বিষ্ণুশস্ত্রায় চক্রায় নমো ভূয়ো নমো নমঃ ।।
ইতি স্ত্রোত্রং মহাপুণ্যং চক্রস্য তব কীর্ত্তিতম্‌ ।
যঃ পঠেৎ পরয়া ভক্ত্যা বিষ্ণুলোকং স গচ্ছতি ।।
( গরুড়পুরাণ/ পূর্বখণ্ড/ ত্রয়স্ত্রিংশোহধ্যায়ঃ/ ৯-১৫ )
বাংলা অনুবাদ- সহস্র সূর্যতুল্য তেজোবিশিষ্ট সুদর্শনচক্রকে নমস্কার । সুদর্শন ; তোমার স্বীয় কিরণজালে দিগন্ত ব্যাপ্ত হইয়াছে । তুমি সহস্র অরবিশিষ্ট ও চক্ষুঃস্বরূপ , তোমাকে নমস্কার। হে সুদর্শনচক্র ! তুমি সর্বদুষ্টবিনাশ করে বিবিধ পাপ নিবারণ কর। তুমি সুচক্র ও বিচক্রস্বরূপ , তোমা হইতেই সর্বপ্রকার মন্ত্র প্রকাশিত হইয়াছে । তুমি জগতের সৃষ্টি- স্থিতি- প্রলয় করিতেছ , তোমাকে নমস্কার । তুমি লোকপালনার্থ দুষ্ট অসুরদিগকে বিনাশ কর। তুই দুষ্ট দৈত্যদিগের পক্ষে উগ্রমূর্তি ও শান্তশীল দেবগণের পক্ষে সৌম্যমূর্তি ধারন করিয়াছ । তুমি চণ্ডমূর্তি , জগতের চক্ষুঃস্বরূপ ও সংসারভয়বিনাশকারী তোমাকে নমস্কার । তুমি মায়া পঞ্জর ভেদ কর , তুমি শিবস্বরূপ তোমাকে নমস্কার । তুমি গ্রহদিগেরও গ্রহস্বরূপ এবং গ্রহাধিপতি ; তোমাকে নমস্কার । তুমি কালস্বরূপ, মৃত্যুস্বরূপ ও ভীমরূপী , তোমাকে নমস্কার। তুমি ভক্তবৃন্দের প্রতি অনুগ্রহদানে তাহাদিগকে রক্ষা করিয়া থাক, তোমাকে নমস্কার। তুমি বিষ্ণুরূপী, শান্তশীল ও আয়ুধধারী ; তুমি বিষ্ণুর প্রধান শস্ত্র ; তোমাকে বারংবার নমস্কার। এই মহাপুণ্যস্তব কথিত হল। যে সাধক পরমভক্তি সহকারে এই স্তব পাঠ করে, সে অন্তকালে বিষ্ণুলোক প্রাপ্ত হয় ।
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।