০২ এপ্রিল ২০২০

দোলন উৎসব

স্বামী সিদ্ধেশ্বরানন্দ মহারাজের লেখনী থেকে এই উৎসবের কথা জানা যায় । ১৩৪২ বঙ্গাব্দ। চারণদল তখন গুজরাটের আমেদাবাদ শহরে । গুজরাটিদের প্রতিটি বাড়ীতে একটি করে দোলনা থাকে। আয় বুঝে গৃহের লোকরা সাধ্য মতো একটি করে দোলনা কিনে ঘরে রাখেন, নিজেরাও দোল খান, অতিথি কেউ দোলনাতে বসিয়ে দোলা দেন। স্বামী সিদ্ধেশ্বরানন্দ এই দেখে ভাবলেন, একটি দোলনা বাজিতপুর কিনে নিয়ে যাবেন। কিন্তু গুরুদেব তো বিশ্রাম , আরাম এর ঊর্ধ্বে ছিলেন, তাই প্রথম প্রথম স্বামী সিদ্ধেশ্বরানন্দ দোলনা কেনার সঙ্কল্প ত্যাগ করলেন । আমেদাবাদ হতে চারণদল গেলো কলোল নামক শহরে।কলোল হতে স্বামী সিদ্ধেশ্বরানন্দ ও স্বামী আত্মস্বরূপানন্দ সিদপুর নামক শহরে গেলেন। সেখানেই দোলনার ব্যাপারে চিন্তাধারা বাস্তবায়িত হল। স্বামী আত্মস্বরূপানন্দ দোলনার একটা চিত্র আঁকালেন- সেটি বানাতে খরচ পড়বে আড়াই শত টাকা। দোলনা টাঙ্গানোর শিকল কিনতে খরচ হবে আরোও পঞ্চাশ-ষাট টাকা। স্বামী আত্মস্বরূপানন্দ শিকলের খরচা দিবেন বলে জানালেন। চারণদলের প্রাপ্ত প্রনামী থেকে দোলনার খরচ বহনের সিদ্ধান্ত হল ।দোলনা তৈরীর ব্যাপার টা কলকাতা আশ্রমেও এসে পৌছালো । স্বামী বেদানন্দ জী টেলিগ্রাম করে দোলনা কিনতে বারন করলেন। চারণদলের নেতা স্বামী শিবানন্দ বেজায় চটে গেলেন। স্বামী সিদ্ধেশ্বরানন্দ কিন্তু মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন, দোলনা নেবোই । প্রানারাম গুরুমহারাজকে সেই দোলনাতে বিরাজিত করে দোল দেবোই ।
যাই হোক দোলনা ও শিকল কেনা হল। দোলনা নিয়ে স্বামী সিদ্ধেশ্বরানন্দ কলকাতা বালীগঞ্জ আশ্রমে এসে জানতে পারলেন যে গুরুমহারাজ বাজিতপুর চলে গেছেন। অপরদিকে দোলনা কেনার ব্যাপারটা নিয়ে স্বামী বেদানন্দ খুবুই ক্ষিপ্ত হয়ে ছিলেন। স্বামী সিদ্ধেশ্বরানন্দ খুব কাতর স্বরে অনুনয় বিনয় দ্বারা স্বামী বেদানন্দ কে একবার দোলনাটি দেখার অনুরোধ জানালেন। স্বামী বেদানন্দ কোমল হয়ে বললেন- “কি এনেছিস, চল তো দেখি।” দোলনাটি দেখে স্বামী বেদানন্দ জানালেন- “ও হরি, এটা এনেছিস ! এটা তো একটা বেঞ্চের মতো। এটা আর এমন কি । আমি মনে করেছিলাম কি না কি যেন হচ্ছে , তাই টেলিগ্রাম করেছিলাম। এটাতে কোন দোষ হবে না। এটা নিয়ে চল বাজিতপুরে। তুই শান্ত হ, কাঁদিস নে।” কলকাতা আশ্রম থেকে তেঁনারা বাজিতপুরে আসলেন । মাঘী পূর্ণিমা উৎসব। স্বামীজী গন ভাবিলেন এখন অকালে দোল করিলে কেমন হয় ? মাঘী পূর্ণিমার এক মাস পরে দোল পূর্ণিমা। ভক্তের হৃদয়ে ভগবানের নিত্য দোল উৎসব হয়। সেই মতো দোলনা টিকে ফুলে সাজানো হল। নাট মন্দিরে রাখা হল । এই উৎসবের জন্য একটি গান চাই। স্বামী ভূমানন্দ রচনা করলেন একটি সঙ্গীত-
তালে তালে দোল দে দোল দে দোল,
দোদুল দোদুল দোলে !
হৃদয়েরি দোলে প্রিয়তম দোলে,
দোলে ভুবন ভোলে ।।
বিশ্বদোলনে নাথ দোলেরে,
অপরূপ রূপে ভুবন ভোলেরে !
আয়রে প্রেমিক, আয় দলে দলে
অবগাহি আঁখি জলে ।।
দুলাল দোলেরে গুলাল মাখি,
ভুলালো আজিরে ভরিয়া আঁখি ,
ঢালো ঢালো ঢালো হে সাকী,
প্রেমপিয়ালা ছলে ।।
সেই ফুলে ঢাকা দোলনায় গুরুমহারাজ করে বসিয়ে দোলা দিতে লাগলেন অগণিত ভক্ত গন । রাশি রাশি ফুলে ভক্তের শ্রদ্ধা অর্ঘ গুরুদেব গ্রহণ করে সকলকে কৃপা করতে লাগলেন ।
( শ্রী শ্রী প্রনবানন্দ শতরূপে, শতমুখে ... স্বামী সিদ্ধেশ্বরানন্দ )
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।