০২ এপ্রিল ২০২০

“দেবীপুরাণে” রুরু দৈত্যের ঘটনা অন্যভাবে বর্ণিত। সেখানে অষ্টমাতৃকার আবির্ভাবের কথাও আছে।

শিবমহাপুরাণের ধর্মসংহিতাতে দেবীর দ্বারা রুরু দৈত্য বধের আখ্যান দেখা যায়। “দেবীপুরাণে” রুরু দৈত্যের ঘটনা অন্যভাবে বর্ণিত। সেখানে অষ্টমাতৃকার আবির্ভাবের কথাও আছে। শিবমহাপুরাণে লেখা আছে- রুরু দানব, দেবী পার্বতীকে প্রাপ্তি করার জন্য প্রজাপতি ব্রহ্মার উপাসনা করেন । প্রজাপতি ব্রহ্মা তুষ্ট হয়ে বরদান করতে আসলে অসুর রুরু চাইল- “হে প্রজাপতি । স্ত্রীদিগকে নিয়ে আমি বিন্দুমাত্র ভীত নই। মহাদেব যেনো আমার বশ্যতা স্বীকার করেন। আর দেবী পার্বতী যেনো আমাকে গ্রহণ করেন।”
এই শুনে প্রজাপতি ব্রহ্মা ক্ষিপ্ত হয়ে বললেন- “রে দুরাচারী! তোমার প্রার্থনা কখনো ফলবে না।”
ব্রক্ষ্মোবাচঃ-
জগন্মাতা পার্ব্বতী লোকপূজ্যা
কালত্রয়ে কুত্রচিদপ্যনার্য্য।।
( শিবমহাপুরাণ/ ধর্মসংহিতা / ষষ্ঠোহধ্যায়/ ১০)
অর্থাৎ- ওরে অধম! দেবী পার্বতী জগতের মাতৃস্বরূপা এবং তিনি লোকত্রয়ে কালত্রয়ে পূজিতা
ব্রহ্মা আরোও বললেন- “মূর্খ দানব! দেবী মহামায়াকে ভার্য্যা রূপে গ্রহণ করিবার পূর্বে স্বয়ং দেবাদিদেব অবধি কঠোর সাধনা করেছিলেন। তোর এত সাহস সেই দেবীকে কামনা করিস! তোমার এই সর্বনাশা কামনা তোমাকে ধ্বংস করবে।”
দানব রুরু বলল- “প্রজাপতি! যদি আপনি আমাকে , দেবী পার্বতী প্রদান না করেন তাহলে আমি কঠোর তপ করবো। আমার তপাগ্নিতে ত্রিলোক ভস্মীভূত হবে।”
ব্রহ্মা প্রস্থান করলে অসুর রুরু কঠোর তপ সাধনা করল। তার তপাগ্নিতে ত্রিলোক ভস্মীভূত হতে লাগল। কৈলাসে হর গৌরী এই তপাগ্নি দেখলেন। দেবাদিদেব তখন মহাদেবীকে সব ঘটনা বর্ণনা করলেন। মহাদেবী ক্রুদ্ধ হয়ে বললেন- “সে অসুরের এত দুঃসাহস যে আমাকে কামনা করে!”
এই বলে দেবী পার্বতী ক্রুদ্ধ হয়ে অসুরের তপস্যাস্থানে গেলেন। পথে দেখলেন এক স্থানে গজ আর সিংহ যুদ্ধ করছে। দেবী দুই পশুকে বধ করলেন, তাদের রক্তে দেবীর শরীর রক্তবর্ণ হল। দেবী দুই পশুর চর্ম ধারণ করলেন। তারপর অসুরের সম্মুখে গেলেন। অসুর দেবীকে দেখে চিনতে পারলো না। অসুর বলল- “দেবী তুমি কে ? আমি তো তোমাকে কামনা করি নাই। তুমি ত পার্বতী নও। আমার তপস্যা খণ্ডনের জন্য এখুনি তোমাকে যমালয়ে প্রেরণ করবো।”
এই বলে অসুর রুরু গদা নিয়ে রে রে করে তেরে এলো। দেবীও মুষ্টিযুদ্ধ আরম্ভ করলেন। দেবীর সাথে যুদ্ধে রুরু ধরাশায়ী হল। দানবরাজ রুরু এরপর গাছ, পাথর তুলে নানা মায়াবিদ্যা দ্বারা দেবীর সহিত যুদ্ধ আরম্ভ করলো। কিন্তু দেবী , অসুরের সব প্রহার ব্যর্থ করল। দারুন ক্ষতবিক্ষত হয়ে অসুর রুরু পলায়ন করল। দেবীও তার পেছন পেছন চললেন। অসুর রুরু নানালোকে গমন করল, কিন্তু নিস্তার পেলো না। দেবী ভয়ানক রূপে তার পেছনে ধাবামান হচ্ছেন। অসুর ব্রহ্মলোকে গেলো। সেখানেও নিস্তার পেলো না। ব্রহ্মা বললেন- “ওরে মন্দবুদ্ধি! আমি তোকে পূর্বেই মানা করেছিলাম। তখন আমার বাক্য শুনিস নি। এখন আদিশক্তির প্রকোপ থেকে তোর নিস্তার নেই।”
দেবী সেই অসুরকে ধরলেন। রুরু দৈত্যের দেহ গজ চর্মে আবৃত করে ছিন্নভিন্ন করলেন অসুরের শরীর। তারপর দেবী রক্ত মাংস ভক্ষণ করলেন ( শিবমহাপুরাণ/ ধর্মসংহিতা / ষষ্ঠোহধ্যায়/ ৪১-৪৩ )। এই ভাবে দেবী, রুরু অসুরের সংহার করলেন। এরপর ভগবান শিব আলিঙ্গন করে দেবীকে শান্ত করলেন। দেবী গর্জচর্ম ও সিংহচর্ম , ভগবান শিবকে প্রদান করলেন । তৎকালে ঋষি- মুনি- দেবতা- সিদ্ধ- চারণ- অসুর- মানুষ- কিন্নর সকলে নানা স্তবস্তুতি করে ভগবতীকে পূজা করলেন।
( শিবমহাপুরাণ/ ধর্মসংহিতা / ষষ্ঠোহধ্যায় )
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।