০২ এপ্রিল ২০২০

মা কালীর, দারুকাসুর বধ

মা কালীর, দারুক অসুরের নিধনের ঘটনা লিঙ্গপুরাণে পাওয়া যায়। দারুক নামক এক অসুর তপস্যা করে বরদান প্রাপ্ত করেছিলো যে সে কেবল নারীর হাতেই বধ হবে। সেই অসুরের ত্রাসে সর্বত্র হাহাকার উঠেছিলো। এমনকি দেবতারা পরাজিত হয়ে স্ত্রীরূপ ধরে সে অসুরের সাথে যুদ্ধ করতে এসে পরাজিত হয়ে পলায়ন করেছিলো। পরাজিত দেবতারা , প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করে বলল- “হে প্রজাপতি ! দুঃসাধ্য দারুকাসুর এই জগতকে অতিশয় পীড়া প্রদান করছে। আমরাও তাহার নিকট পরাজিত হয়ে পলায়ন করেছি। আমাদের রাজ্য সেই অসুর হস্তগত করেছে।” একথা শুনে প্রজাপতি ব্রহ্মা, ভগবান বিষ্ণু ও দেবতাদের সহিত কৈলাস শিব পার্বতীর সন্নিকটে গেলেন। ভব ভবানীকে প্রনাম করে দারুক অসুরের কথা সবিস্তারে জানিয়ে বললেন-“হে দেবাদিদেব! সেই অসুর কেবল নারীর হাতেই বধ্য। আপনি সেই বেদ- ব্রাহ্মণ বিরোধী অসুরের বিনাশের ব্যবস্থা করুন।” একথা শোনার পর ভগবান শিব হাসতে হাসতে তার বামে উপবিষ্টা দেবী পার্বতীকে বললেন-“ হে বরাননে ! সেই অসুর কেবল নারীর হাতেই বধ্য। অতএব সেই অসুরের বধ করার জন্য তোমাকে আহ্বান জানাচ্ছি।” ভগবান শিবের আদেশ মেনে দেবী পার্বতী সূক্ষ্ম রূপে ভগবান শিবের মধ্যে প্রবেশ করলেন। এত সূক্ষ্ম ভাবে যে দেবতারা এমনকি ব্রহ্মাও টের পেলেন না।
ভগবান শিবের শরীরে প্রবেশ করে দেবী , মহাদেবের কণ্ঠের বিষের প্রভাবে কালকণ্ঠী হয়ে ভগবান শিবের কপালের নয়ন থেকে প্রকট হলেন। কিন্তু মা কালীর এত ক্রুদ্ধ রূপ দেখে দেবতারা এমনকি ব্রহ্মা ও ভগবান বিষ্ণু পলায়ন করেন। দেবীর অঙ্গে ভগবান শিবের মতো বাঘছাল, কণ্ঠে সর্প, হাতে ত্রিশূল সর্প বলয় আদি বর্তমান ছিলো। মস্তকে ছিলো অর্ধচন্দ্র। দেবী প্রলয় নৃত্য আরম্ভ করে যুদ্ধে প্রবেশ করলেন। দেবীর শরীর থেকে সিদ্ধ, পিশাচ আদি সব প্রকট হল। তাদের সাথে অসুর বাহিনীর যুদ্ধ শুরু হল। দেবীর সেই কোপে দারুকাসুরের সেনা সকল ছিন্নভিন্ন হল। শির- হস্ত- পদ খণ্ড খণ্ড হয়ে চারপাশে পড়লো। অসুর বিধ্বংসী রূপ তেমন দেবীর। দেখতে দেখতে দারুকাসুরের জীবন সমাপন হল দেবী কালীর হাতে। পরমেশ্বরী দেবী কালীর নৃত্যে সমগ্র ব্রহ্মাণ্ডই যেনো লয় পেতে লাগলো। মেদিনী ফেটে যেতে লাগলো। দেবীর হুঙ্কারে দিগবিদিগ কম্পিত হল।
মহাদেবের কণ্ঠের কালকূট বিষের প্রভাবে দেবী কালী আবির্ভাব হয়েছিলো। আর দেবী কালস্বরূপিনী হয়ে সব কিছুই নাশ করতে থাকলেন। দেবতারা পুনঃ ভগবান শিবের স্তব করলেন। ভগবান শিব শ্মশানে এক ছোট্ট শিশুর রূপ ধারণ করে রইলেন। চারিদিকে চিতা জ্বলছে- সেই শ্মশানে দেবী কালী হন হন করে প্রবেশ করলেন। শিশুরূপী মহাদেব করুণ কণ্ঠে রোদোন করতে লাগলেন। এই দেখে দেবী কালীর মনে বাৎসল্যের উদয় হল। শিশুকে ক্রোড়ে নিয়ে স্তন্যপান করালেন। মহাদেব স্তন্যপানের অছিলায় দেবীর শরীর থেকে কালকূট বিষ গ্রহণ করলেন। সেই সময় শিশুরূপে মহাদেব ক্ষেত্রপালক হলেন। ক্রমে মহাদেব ক্ষেত্রপাল হয়ে ৮ ভাগ হলেন। দেবী কালীর ক্রোধ প্রশমন হল। দেবী কালী তখন ভূত প্রেত পিশাচবাহিনীর সাথে নৃত্য আরম্ভ করলেন। ভগবান শিবও আনন্দে নৃত্য করতে থাকলেন। 
 
লিঙ্গপুরাণ... পূর্বভাগ...ষড়ধিকশততম অধ্যায় ( ১- ২৮ )
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।