১৭ এপ্রিল ২০২০

শ্রীব্রহ্মবৈবর্তপুরাণে প্রকৃতিখন্ডে উল্লেখিত শ্রীকৃষ্ণকৃতং দুর্গাস্তোত্রম

।।শ্রীকৃষ্ণ উবাচ।।

ত্বমেবসর্বজননী মূলপ্রকৃতিরীশ্বরী।
ত্বমেবাদ্যা সৃষ্টিবিধৌ স্বেচ্ছয়া ত্রিগুণাত্মিকা ।।
কায়ার্থে সগুণা ত্বঞ্চ বস্তুতো নির্গুণা স্বয়ং ।
পরব্রহ্মস্বরূপা ত্বং সত্যা নিত্যা সনাতনী ।।
তেজঃস্বরূপা পরমা ভক্তানুগ্রহবিগ্রহা ।
সর্বস্বরূপা সর্বেশা সর্বাধারপরাৎপরা ।।
সর্ববীজস্বরূপা চ সর্বপূজ্যা নিরাশ্রয়া ।
সর্বজ্ঞা সর্বতোভদ্রা সর্বমঙ্গলমঙ্গলা ।।
সর্ববুদ্ধিস্বরূপা চ সর্বশক্তি স্বরূপিণী ।
সর্বজ্ঞানপ্রদা দেবী সর্বজ্ঞা সর্বভাবিনী ।।
ত্বং স্বাহা দেবদানে চ পিতৃদানে স্বধা স্বয়ম্ ।
দক্ষিণা সর্বদানে চ সর্বশক্তি স্বরুপিণী ।।
নিদ্রা ত্বঞ্চ দয়া ত্বঞ্চ তৃষ্ণা ত্বঞ্চ চাত্মনঃ প্রিয়া ।
ক্ষুৎক্ষান্তিঃ শান্তিরীশাচ কান্তিঃ সৃষ্টিশ্চ শাশ্বতী ।।
শ্রদ্ধা পুষ্টিশ্চ তন্দ্রাচ লজ্জা শোভা দয়া তথা ।
সতাং সম্পদস্বরূপা শ্রীর্বিপত্তিরসতামিহ ।।
প্রীতিরূপা পুণ্যবতাং পাপীনাং কলহাঙ্কুরা ।
শশ্বৎকর্মময়ী শক্তিঃ সর্বদা সর্বজীবিনাম্ ।।
দেবেভ্যো স্বপদদাত্রী ধাতুর্ধাত্রী কৃপাময়ী ।
হিতায় সর্বদেবানাং সর্বাসুরবিনাশিনী ।।
যোগনিদ্রা যোগরূপা যোগদাত্রী চ যোগীনাং ।
সিদ্ধিস্বরূপা সিদ্ধানাং সিদ্ধিদাতা সিদ্ধিযোগিনী ।।
মাহেশ্বরী চ ব্রহ্মাণী বিষ্ণুমায়া চ বৈষ্ণবী ।
ভদ্রদা ভদ্রকালী চ সর্বলোকভয়ঙ্করী ।।
গ্রামে গ্রামে গ্রাম্যদেবী গৃহদেবী গৃহে গৃহে ।
সতাং কীর্তি প্রতিষ্ঠা চ নিন্দা ত্বমসতাং সদা ।।
মহাযুদ্ধে মহামারী দুষ্টসংহাররুপিণী ।
রক্ষাস্বরূপা শিষ্টানাং মাতৈব হিতকারিণী ।।
বন্ধাপূজ্যা স্তুতা ত্বঞ্চ ব্রহ্মাদীনাঞ্চ সর্বদা ।
ব্রাহ্মণ্যরুপা বিপ্রাণাং তপস্যা চ তপস্বিনাম্ ।।
বিদ্যা বিদ্যাবতাং ত্বঞ্চ ব্রহ্মাদীনাং চ সর্বদা ।
মেধাস্মৃতিস্বরুপাচ প্রতিভা প্রতিভাবতাম্ ।।
রাজ্ঞা প্রতাপরুপাচ বিশাং বাণিজ্যরুপিণী ।
সৃষ্টৌ সৃষ্টিস্বরুপা ত্বং রক্ষারূপাচ পালনে ।।
তথান্তে ত্বং মহামারী বিশ্বস্য বিশ্বপূজিতে ।
কালরাত্রির্মহারাত্রির্মোহরাত্রিশ্চ মোহিনী ।।
দুরত্বয়া মে মায়া ত্বং যয়া সম্মোহিতং জগত ।
যয়া মুগ্ধো হি বিদ্যাশ্চ মোক্ষমার্গ ন পশ্যতি ।।
ইত্যাত্মনা কৃতং স্তোত্রং দুর্গয়া দুর্গনাশনম্ ।
পূজাকালে পঠেদ্ যো হি সিদ্ধির্ভবতি বাঞ্ছিতা ।।
বন্ধাচ কাকবন্ধাচ মৃতবৎসা চ দুর্ভগা ।
শ্রুত্বা স্তোত্রং বর্ষমেকং সুপুত্রং লভতে ধ্রুবম্ ।।
কারাগারে মহাঘোরে যো বদ্ধো দৃঢ়বন্ধনে ।
শ্রুত্বা স্তোত্রং মাসমেকং বন্ধনান্মুচ্যতে ধ্রুবম্ ।।
যক্ষগ্রস্তো গলৎকুষ্টি মহাশূলী মহাজ্বরী ।
শ্রুত্বা স্তোত্রং বর্ষমেকং সদ্যো রোগাৎ প্রমুচ্যতে ।।
পুত্রর্ভেদে প্রজার্ভেদে পত্নীর্ভেদে চ দুর্গতঃ ।
শ্রুত্বা স্তোত্রং মাসমেকং লভতে নাত্র সংশয়ঃ ।।
রাজদ্বারে শ্মশানেচ মহারণ্যে রণস্থলে ।
হিংস্রজন্তুসমীপে চ শ্রুত্বা স্তোত্রং প্রমুচ্চতে ।।
গৃহদাহেচ দাবাগ্নে দস্যুসৈন্যসমন্বিতে ।
স্তোত্রশ্রবণমাত্রেণ লভতে নাত্র সংশয়ঃ ।।
মহাদরিদ্রো মুর্খশ্চ বর্ষ স্তোত্রং পঠেতু যঃ ।
বিদ্যাবান ধনবাংশ্চৈব স ভবেন্নাত্র সংশয়ঃ ।।
 
।। ইতি শ্রীব্রহ্মবৈবর্তপুরাণে প্রকৃতিখন্ডে শ্রীকৃষ্ণকৃতং দুর্গাস্তোত্র সম্পুর্ণম্ ।।

Post:  আমার দুর্গা
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।