০৩ এপ্রিল ২০২০

দেবীর স্তব বরাহ পুরাণ হতে (বঙ্গানুবাদ সহ)

নমো দেবি মহাভাগে গম্ভীরে ভীমদর্শনে ।
জয়স্থে স্থিতিসিন্ধান্তে ত্রিনেত্রে বিশ্বতোমুখি ।।
বিদ্যাবিদ্যে জপে জাপ্যে মহিষাসুরমর্দ্দিনি ।
সর্ব্বজ্ঞে সর্ব্বদেবেশি বিশ্বরূপিণি বৈষ্ণবী ।।
বীতশোকে ধ্রুবে দেবি পদ্মাপত্রশুভেক্ষণে ।
শুদ্ধসত্ত্বব্রতস্থে চ চণ্ডরূপে বিভাবরি ।।
ঋদ্ধিসিদ্ধিপ্রদে দেবী বিদ্যেহবিদ্যেহুমৃতে শিবে ।
শাঙ্করী বৈষ্ণবী ব্রাক্ষ্মী সর্ব্বদেবনমস্কৃতে ।।
ঘন্টাহস্তে ত্রিশূলাগ্রে মহামহিষমর্দিনী ।
উগ্ররূপে বিরূপাক্ষি মহামারেহহুমৃতস্রবে ।।
সর্ব্বসত্ত্বহইতে দেবি সর্ব্বসত্ত্বময়ে ধ্রুবে ।
বিদ্যাপুরাণশিল্পানাং জননী ভূতধারিণি ।।
সর্ব্বদেরহস্যানাং সর্ব্বসত্ত্ববতাং শুভে ।
ত্বমেব শরবৎ দেবি বিদ্যেহবিদ্যে শ্রিয়েহম্বিকে ।।
বিরূপাক্ষি তথা ক্ষান্তিঃ ক্ষোভিতান্তর্জ্জলেহযলে ।
নমোহস্ত্য তে মহাদেবি নমস্তে পরমেশ্বরী ।।
শরণং ত্বাৎ প্রপদ্যতে দেবি পরমেশ্বরী ।
ন তেষাৎ জায়তে কিঞ্চিৎশুভৎ রণসঙ্কটে ।।
যশ্চ ব্যাঘ্রভয়ে ঘোরে চৌররাজভয়ে তথা ।
স্তবমেনৎ সদা দেবি পঠিষ্যতি যতাত্মবান ।।
নিগড়স্থোহপি যো দেবি ত্বাৎ স্মরিষ্যতি মানবঃ ।
সোহপি বন্ধৈর্ব্বিনির্ম্মুক্তঃ সুসুখং বসতে সুখী ।।
( বরাহ পুরাণ... ষন্নবতিতমোহধ্যায়ঃ... শ্লোক- ৫১-৬১ )
অর্থাৎ- হে দেবী! হে মহাভাগে ! হে ভীমদর্শনে ! বিজয়ে ! স্থিরসিদ্ধান্তে ! বিশ্বতোমুখি ! ত্রিনেত্র! বিব্যাবিদ্যে ! জপ্যে ! জাপ্যে ! মহিষাসুরমর্দিনী ! তুমি সর্বগামিনী সমস্ত দেবগনের ঈশ্বরী , সমস্ত বিশ্বস্বরূপা বৈষ্ণবী , এবং বীতশোকা । হে ধ্রুবে ! দেবি! কমললোচনে ! তুমি শুদ্ধসত্ত্ব ! তোমার অবস্থিতিস্থান বহু , তুমিই চণ্ডরূপা , বিভাবরী , তুমিই সকলের সর্ব প্রকার সম্পদ ও সর্বপ্রকার সিদ্ধিবিধায়িনী । হে দেবী বিদ্যে! অবিদ্যে! অমৃতে ! শিবে! শাঙ্করী ! বৈষ্ণবী ! ব্রাক্ষ্মি ! তুমি সর্বদেবের নমস্কৃত । হে ঘণ্টাহস্তে ! ত্রিশূলপাণে ! মহামহিষমর্দিনী ! উগ্ররূপে ! বিরূপাক্ষি ! মহামায়ে! অমৃতস্রাবিণি ! তুমি সর্বপ্রানীর হিতকার্য্যে তৎপর ! হে দেবি ! তুমি সর্বজীবরূপিনী । সমস্ত বিদ্যা , সমুদয় পুরাণ ও সর্ব প্রকার শিল্প , সকল বেদ ও সকল রহস্য এ সমস্তের জননী । হে সত্ত্বগুণাবিলম্বীদিগের শুভকারিণী ! তুমিই সকলের একমাত্র আশ্রয় । হে বণ্যে ! অবিদ্যে ! শ্রিয়ে ! অম্বিকে ! বিরূপাক্ষী ! তুমিই ক্ষমা , তুমিই রসাতলবিক্ষোভিণী, হে অমলে ! মহাদেবি! পরমেশ্বরী ! তোমাকে আমাদিগের নমস্কার ! হে দেবি! যাহারা রনসঙ্কটে পড়িয়া তোমার শরণাপন্ন হয়, তাঁহাদিগের কোনোই বিপদ ঘটে না । হে পরমেশ্বরী ! ঘোরতর ব্যাঘ্রভয়ে কিম্ভা রাজভয়ে ভীত হইয়া সেজন সংযতচিত্তে এইরূপে তোমার স্তব করে, যেজন বিপনন হইয়া তোমায় স্মরণ করে , তাহার সমস্ত ভয়কারণ দূর হয় । যে জন শৃঙ্খলিত হইয়া বা বন্দী হইয়া বিপদে তোমায় শরণ করে, তাহার কোনো বিপদ থাকে না, সে সুখে স্বচ্ছন্দে বাস করে।
Share:

Total Pageviews

4508877

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।