২২ এপ্রিল ২০২০

শিবগীতা - শিবপ্রাদুর্ভাবাখ্যশ্চতুর্থোহধ্যায়ঃ (শ্লোক ২৫ থেকে ৩০ পর্যন্ত)

পীযূষমথনোদ্ভূতনবনীতস্য পিণ্ডবৎ ।
অতিশুভ্রং মরকতচ্ছায়শৃঙ্গদ্বয়ান্বিতম্ ॥


নীলরত্নেক্ষণং হ্রস্বকণ্ঠকম্বলভূষিতম্ ।
রত্নপল্যনসংযুক্তং নিবদ্ধং শ্বেতচামরৈঃ ॥

ঘণ্টিকাঘর্ঘরীশব্দৈঃ পূরয়ন্তং দিশো দশ ।
তত্রাসীনং মহাদেবং শুদ্ধস্ফটিকবিগ্রহম্ ॥

কোটিসূর্য্যপ্রতীকাশং কোটিশীতাংশুশীতলম্ ।
ব্যাঘ্রচর্মাম্বরধরং নাগযজ্ঞোপবীতিনম্ ॥

সর্বালংকারসংযুক্তং বিদ্যুৎপিঙ্গজটাধরম্ ।
নীলকণ্ঠং ব্যাঘ্রচর্মোত্তরীয়ং চন্দ্রশেখরম্ ॥

নানাবিধায়ুধোদ্ভাসিদশবাহুং ত্রিলোচনম্ ।
যুবানং পুরুষশ্রেষ্ঠং সচ্চিদানন্দবিগ্রহম্ ॥

অনুবাদ :- বৃষটি দুধ থেকে উৎপন্ন মাখন পিণ্ডের মতো ধবধবে সাদা রংয়ের এবং মরকত মণির মতো কান্তিমান তার শিং দুটি ॥

বৃষটির চোখ দুটি নীলমণির মতো মনোরম , ক্ষুদ্র গলদেশ মনোমুগ্ধকর কম্বলে ভূষিত । তার পিঠের উপর রত্নখচিত আসন এবং লেজটি শ্বেত চামরে শোভিত ॥

তার কণ্ঠদেশের ঘণ্টাগুলোর সুমধুর ঘর্ঘরী শব্দে আকাশ বাতাস সহ দশদিক মুখরিত হচ্ছে । শুদ্ধ স্ফটিক বিগ্রহের ন্যায় পরম শোভা বর্ধন করে দেবাদিদেব মহাদেব সেই বৃষের পিঠে বসে আছেন ॥

তিনি কোটি সূর্যের সমান প্রকাশমান , কোটি চন্দ্রের মতো শীতল , বাঘের চামড়ার বসন তার পরিধানে এবং তিনি নাগ যজ্ঞোপবীতধারী পরমপুরুষ ॥২৮॥

সর্ব অলংকারে তিনি ভূষিত , মস্তকে বিদ্যুতের মতো পিঙ্গলবর্ণের জটা ধারণ করে আছেন । তাঁর কণ্ঠদেশ নীলবর্ণের , ব্যাঘ্রচর্মের উত্তরীয় তাঁর কাঁধে এবং মস্তক চূড়ায় অর্ধচন্দ্র শোভা পাচ্ছে ॥

তাঁর দশহাত নানারকম অস্ত্র - শস্ত্র দ্বারা উদ্ভাসিত । তিনি পাঁচ মুখযুক্ত , তিন চোখ এবং দশহাত যুক্ত চিরযুবক । তিনি পুরুষশ্রেষ্ঠ ও সচ্চিদানন্দময় ॥

প্রভু শিবের ভাবে বিভোর হয়ে যান তবেই মুক্তি ।।

★ জয় শিব-শক্তি★

Post Courtesy by: Subrata Roy Rial
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।