নিত্যানন্দ প্রভুকে দয়ার সাগর বলা যায় । নবদ্বীপে হরিদাস ঠাকুর ও নিত্যানন্দ প্রভু হরিনাম বিতরণ করছেন । একদিনের কথা । মাতাল অবস্থায় জগাই মাধাই এর সামনা সামনি পড়লেন হরিদাস ঠাকুর ও নিত্যানন্দ প্রভু । জগাই মাধাই নিত্যানন্দ ও হরিদাস প্রভুকে দেখে মদের নেশায় গালাগালি আরম্ভ করে দিলো। এমনকি কলসির কানা দিয়ে নিতাইয়ের কপালে আঘাত করে রক্তপাত ঘটালো । কিন্তু নিত্যানন্দ প্রভুর সেদিকে কোনো নজর নেই। কপাল বেয়ে রক্তের ধারা বইছে। এই অবস্থায় হরিনাম করতে করতে নৃত্য করতে করতে বলছেন-
নেচে আয় , জগাই মাধাই ।
মেরেছ বেশ করেছ, হরি বলে নাচ ভাই ।।
নিত্যানন্দ প্রভুর আহত হওয়ার কথা কিছুক্ষণের মধ্যেই মহাপ্রভুর নিকটে পৌছালে তিঁনি ভক্তগণ সহ উপস্থিত হলেন। নিত্যানন্দ প্রভুর কপালে রক্ত দেখে মহাপ্রভু ভীষণ ক্রুদ্ধ হয়ে জগাই মাধাইকে শাস্তি দিতে উদ্যত হলেন। নিমাইয়ের সেই রুদ্র রূপ ইতিপূর্বে ভক্তগণও দেখেন নি। উপস্থিত সকলে এই দৃশ্য দেখে চমকিত হল। প্রাণভয়ে ভীত জগাই মাধাই , মহাপ্রভুর চরণে পড়ে ক্ষমা চাইলেও মহাপ্রভু শান্ত হলেন না। এই সময় নিত্যানন্দ প্রভু স্থির থাকতে পারলেন না। জগাই মাধাইকে ক্ষমা করবার জন্য কাতর প্রার্থনা জানালেন। নিতাইয়ের প্রার্থনায় শান্ত হলেন মহাপ্রভু । ক্ষমা করলেন দুই ভ্রাতা জগাই মাধাইকে। এরপর জগাই মাধাইয়ের জীবনে অভূত পরিবর্তন দেখা গিয়েছিলো। তাঁরা ভক্ত হয়ে উঠলেন । নিত্যানন্দ প্রভুকে “দয়াল নিতাই” বলা হয় ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন