দুর্গাপূজায় অষ্টমীর শেষ ও নবমী তিথির প্রথম দণ্ডে ৪৮ মিনিট কেই "সন্ধিপূজা" বলা হয়। এই সময় দেবী দুর্গার মধ্যে "চামুণ্ডা" দেবীর আবির্ভাব ঘটে । এই সময় দেবী চামুণ্ডার পূজা করা হয়। সন্ধিপূজা যথাবিহিত সুসম্পন্ন হলে দুর্গাপূজা সার্থক হয়েছে বলা চলে। এই সময় দেবীর ধ্যান, দেবীর লীলা চিন্তন স্মরণ , বীজ মন্ত্র জপ করলে তা অতি উত্তম হয় ।
কে এই দেবী চামুণ্ডা! শুম্ভ নিশুম্ভ বধ করতে দেবী পার্বতীর থেকে তাঁরই মতোন দেখতে কৌশিকী দেবী প্রকট হন। এই কৌশিকী দেবীকে পরাজিত করবার মানসে শুম্ভ ও নিশুম্ভ চণ্ড ও মুণ্ড নামক মহাসুর দ্বয়কে প্রেরণ করে। চণ্ড মুণ্ডকে সেনা সহ আসতে দেখে দেবী কৌশিকী ভ্রুকুটি থেকে দেবী চামুণ্ডার আবির্ভাব হয়। তিনি বিচিত্র নর কঙ্কাল ধারিনী, নৃমুণ্ডমালিনী, ব্যাঘ্রচর্ম পরিহিতা , অস্থি চর্ম সার দেহ দেবীর। অতি ভীষনা , বিশাল বদনা , লোলজিহ্বা , ভয়ঙ্করী , কোটর গতা , আরক্ত চক্ষু বিশিষ্টা এবং সিংহ নাদে দিক মণ্ডল পূর্ণ কারিনী । সেই ভয়ংকরা দেবী ভীষন হুঙ্কার দিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন । সেই দেবী প্রচুর অসুর সেনাকে মূঠে মূঠে তুলে চিবিয়ে খেতে লাগলেন ।
অসুরেরা যত অস্ত্র দেবীর পানে নিক্ষেপ করল , দেবীর শরীরে লাগতেই অস্ত্র গুলো ভেঙ্গে যেতে লাগল । দেবী হাজারে হাজারে অসুর সেনাদের ভক্ষণ করতে লাগলেন । রথ , অশ্ব , হাতী গুলোকে ধরে মুখে নিয়ে তা চিবিয়ে খেতে লাগলেন । রক্তে তার দন্ত গুলি লাল হয়ে গেল । কত গুলি অসুরকে দেবী তার চরণ ভারে পিষে বধ করলেন । কোন কোন অসুর দেবীর খড়গের আঘাতে মারা গেল । আবার কিছু অসুর দেবীর দাতে চর্বিত হয়ে মারা গেলো । যুদ্ধক্ষেত্রে এই ভাবে দেবী অসুর দের ধ্বংস করে ফেললেন ।
এ দেখে চণ্ড অসুর হাজার হাজার চক্রাস্ত্র নিক্ষেপ করে দেবীকে আচ্ছন্ন করে ফেললেন । বাণের প্রভাবে সূর্য ঢাকা পড়ল । দেবী তখন তার খড়গ তুলে ‘হং’ শব্দ করে চন্ডের দিকে ধেয়ে গেল । দেবী চন্ডের চুলের মুঠি ধরে এক কোপে চণ্ডের শিরোচ্ছেদ করে ফেললেন । চন্ড অসুর বধ হল ।
চন্ড নিহত হয়েছে দেখে ক্রোধে মুন্ড দেবীর দিকে ধেয়ে গেলো । দেবী তার রক্তাক্ত খড়গ দিয়ে আর এক কোপে মুন্ড এর শিরোচ্ছেদ করলেন । এভাবে মুণ্ড বধ হল । বাদবাকী জিবীত অসুর রা এ দেখে ভয়ে পালালো । দেবতারা আনন্দে দেবীর জয়ধ্বনি করলেন ।
দেবী চন্ড আর মুণ্ড এর ছিন্ন মস্তক নিয়ে দেবী মহামায়ার কাছে এসে বিকট অট্টহাসি হেসে বললেন – “ এই যুদ্ধরূপ যজ্ঞে আমি আপনাকে চন্ড ও মুন্ড নামে দুই মহাপশুর মস্তক উপহার দিলাম । এখন আপনি নিজেই শুম্ভ ও নিশুম্ভ কে বধ করবেন ।”
দেবী অম্বিকা মধুর স্মরে বললেন – “ হে দেবী , যেহেতু তুমি চন্ড ও মুণ্ডের বধ করে মাথা দুটি আমার নিকট নিয়ে এসেছো , সেজন্য আজ থেকে তুমি জগতে ‘চামুন্ডা’ নামে বিখ্যাত হবে ।”
চামুণ্ডার ধ্যান
= = = = =
কালী করালবদনা বিনিস্ক্রান্তসিপাশিনী ।।
বিচিত্র- খট্টাঙ্গধরা নরমালাবিভূষণা ।
দ্বীপিচর্ম- পরীধানা শুস্কমাংসাতিভৈরবা ।।
অতিবিস্তারবদনা জিহ্বাললনভীষণা ।
নিমগ্নারক্তনয়না নাদাপূরিতদিঙমুখা ।।
Like us: সনাতন সন্দেশ - Sanatan Swandesh
কে এই দেবী চামুণ্ডা! শুম্ভ নিশুম্ভ বধ করতে দেবী পার্বতীর থেকে তাঁরই মতোন দেখতে কৌশিকী দেবী প্রকট হন। এই কৌশিকী দেবীকে পরাজিত করবার মানসে শুম্ভ ও নিশুম্ভ চণ্ড ও মুণ্ড নামক মহাসুর দ্বয়কে প্রেরণ করে। চণ্ড মুণ্ডকে সেনা সহ আসতে দেখে দেবী কৌশিকী ভ্রুকুটি থেকে দেবী চামুণ্ডার আবির্ভাব হয়। তিনি বিচিত্র নর কঙ্কাল ধারিনী, নৃমুণ্ডমালিনী, ব্যাঘ্রচর্ম পরিহিতা , অস্থি চর্ম সার দেহ দেবীর। অতি ভীষনা , বিশাল বদনা , লোলজিহ্বা , ভয়ঙ্করী , কোটর গতা , আরক্ত চক্ষু বিশিষ্টা এবং সিংহ নাদে দিক মণ্ডল পূর্ণ কারিনী । সেই ভয়ংকরা দেবী ভীষন হুঙ্কার দিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন । সেই দেবী প্রচুর অসুর সেনাকে মূঠে মূঠে তুলে চিবিয়ে খেতে লাগলেন ।
অসুরেরা যত অস্ত্র দেবীর পানে নিক্ষেপ করল , দেবীর শরীরে লাগতেই অস্ত্র গুলো ভেঙ্গে যেতে লাগল । দেবী হাজারে হাজারে অসুর সেনাদের ভক্ষণ করতে লাগলেন । রথ , অশ্ব , হাতী গুলোকে ধরে মুখে নিয়ে তা চিবিয়ে খেতে লাগলেন । রক্তে তার দন্ত গুলি লাল হয়ে গেল । কত গুলি অসুরকে দেবী তার চরণ ভারে পিষে বধ করলেন । কোন কোন অসুর দেবীর খড়গের আঘাতে মারা গেল । আবার কিছু অসুর দেবীর দাতে চর্বিত হয়ে মারা গেলো । যুদ্ধক্ষেত্রে এই ভাবে দেবী অসুর দের ধ্বংস করে ফেললেন ।
এ দেখে চণ্ড অসুর হাজার হাজার চক্রাস্ত্র নিক্ষেপ করে দেবীকে আচ্ছন্ন করে ফেললেন । বাণের প্রভাবে সূর্য ঢাকা পড়ল । দেবী তখন তার খড়গ তুলে ‘হং’ শব্দ করে চন্ডের দিকে ধেয়ে গেল । দেবী চন্ডের চুলের মুঠি ধরে এক কোপে চণ্ডের শিরোচ্ছেদ করে ফেললেন । চন্ড অসুর বধ হল ।
চন্ড নিহত হয়েছে দেখে ক্রোধে মুন্ড দেবীর দিকে ধেয়ে গেলো । দেবী তার রক্তাক্ত খড়গ দিয়ে আর এক কোপে মুন্ড এর শিরোচ্ছেদ করলেন । এভাবে মুণ্ড বধ হল । বাদবাকী জিবীত অসুর রা এ দেখে ভয়ে পালালো । দেবতারা আনন্দে দেবীর জয়ধ্বনি করলেন ।
দেবী চন্ড আর মুণ্ড এর ছিন্ন মস্তক নিয়ে দেবী মহামায়ার কাছে এসে বিকট অট্টহাসি হেসে বললেন – “ এই যুদ্ধরূপ যজ্ঞে আমি আপনাকে চন্ড ও মুন্ড নামে দুই মহাপশুর মস্তক উপহার দিলাম । এখন আপনি নিজেই শুম্ভ ও নিশুম্ভ কে বধ করবেন ।”
দেবী অম্বিকা মধুর স্মরে বললেন – “ হে দেবী , যেহেতু তুমি চন্ড ও মুণ্ডের বধ করে মাথা দুটি আমার নিকট নিয়ে এসেছো , সেজন্য আজ থেকে তুমি জগতে ‘চামুন্ডা’ নামে বিখ্যাত হবে ।”
চামুণ্ডার ধ্যান
= = = = =
কালী করালবদনা বিনিস্ক্রান্তসিপাশিনী ।।
বিচিত্র- খট্টাঙ্গধরা নরমালাবিভূষণা ।
দ্বীপিচর্ম- পরীধানা শুস্কমাংসাতিভৈরবা ।।
অতিবিস্তারবদনা জিহ্বাললনভীষণা ।
নিমগ্নারক্তনয়না নাদাপূরিতদিঙমুখা ।।
Like us: সনাতন সন্দেশ - Sanatan Swandesh
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন