২৫ অক্টোবর ২০১৭

কৃষ্ণ‌প্রিয়া মীরাবাঈ পর্ব - ৪

নির্যাতন ও নির্বাসন

রাণা বিক্র‌মজিৎ বু‌ঝি আভাসে বু‌ঝে‌ছি‌লেন ঊদার আর ভরসা করা যায় না । তি‌নি মীরার গ‌তি‌বি‌ধির উপর নজর রাখার জন্য বিশেষ প্রহরীর ব্যবস্থা কর‌লেন ।
অব‌শে‌ষে এক‌দিন মীরা ধরা পড়ল । গভীর রা‌ত্রে প্রহরী এ‌সে চু‌পিচুুপি রাণা‌কে খরব দি‌লে , মীরা ম‌ন্দিরে কারও স‌ঙ্গে রঙ্গ - র‌সিকতা করছে । মুক্ত তরবা‌রি মু‌ঠোয় ধরে তক্ষু‌ণি ছু‌টে গে‌লেন রাণা ম‌ন্দিরের অভ্যন্তরে । কিন্তু ইতস্তত দৃ‌ষ্টি‌নিক্ষেপ ক‌রে কোথাও কাউ‌কে দেখ‌তে না পে‌য়ে জিজ্ঞেস কর‌লেন মীরা‌কে , " কোথায় সেই নাগর , যার স‌ঙ্গে এতক্ষণ ঠাট্টা - তামাশা চল‌ছিল ? "
" আমায় কেন এ প্রশ্ন কর‌ছেন , মহারাণা ? " মীরা জবাব দি‌লেন , ' সে তো আপনার সম্মু‌খেই দাঁড়ি‌য়ে । "
ক্রুদ্ধ ও নী‌তি - নিষ্ঠ রাণা কিন্তু কোথাও কিছু দেখ‌তে না পে‌য়ে অগ্রসর হ‌লেন বি‌শেষভাবে অনুসন্ধা‌নের অ‌ভিপ্রা‌য়ে । হঠাৎ তাঁর সম্মু‌খে রাণা দেখ‌তে পে‌লেন , এক ভীষণাকার নর - সিংহ মূ‌র্তি । মহাপরাক্রমশালী রাণা তরবা‌রি হাতে মূ‌র্ছিত হ‌য়ে ভূ‌মি - শয্যা গ্রহণ করলেন ।

মীরা বিন্দুমাত্র আশ্চর্য হ‌লেন না । তাঁর প্রেমাষ্পদ , যি‌নি এতক্ষণ তাঁর স‌ঙ্গে রঙ্গ - ক্রীড়া ক‌রে‌ছি‌লেন , তি‌নিই যে এখন তারা পীড়নকার‌ী‌কে ভয় দেখা‌তে ক্রুর মূ‌র্তি ধারণ ক‌রে‌ছেন ।

রাণার পক্ষে সে ছিল এক নিদারুণ অ‌ভিজ্ঞতা । রাজপরিবারের মর্যাদা বজায় রাখ‌তে অবশে‌ষে তি‌নি স্পষ্টতই মীরা‌কে চিতোর ত্যা‌গের আ‌দেশ দি‌লেন । বস্তুত তা ছিল মীরার নির্বাসন দণ্ড । রাজকূলবধূর প‌ক্ষে এরূপ দণ্ড‌ভোগ খুব সহ‌জ ব্যাপার ছিল না , বলাই বাহুল্য । কিন্তু মীরা ছি‌লেন চির‌বিপ্লবী । অদৃষ্ট‌কে তিনি কি পরোয়া করেন ? স্বয়ং গি‌রিধারীই কি তাঁর প্রিয়তম ও আশ্রয়দাতা নন ?

গৃহত্যাগকা‌লে স্পষ্ট স্বরে তাঁর ক‌ন্ঠে বে‌জে উঠল গানঃ

রাণা য‌দি ক্রুদ্ধ হন আমার প‌রে , স‌খি ,
তা‌তে কি বা ক্ষ‌তি আমার ?
আ‌মি তো গাবই গি‌রিধারীর যশোগাথা ।
‌বিরক্ত রাণার রাজ্যে আমার আশ্র‌য়ের অভাব হ‌বে না ,
‌কিন্তু প্রভু য‌দি মুখ ফিরি‌য়ে নেন ,
তাহ‌লে যে কোথাও ঠাঁই হ‌বে না আমার ।
স‌খি , জাগতিক এই নিয়ম নী‌তির পরোয়া ক‌রি না আ‌মি ,
মু‌ক্তির জয়ধ্বজা উ‌ড়ি‌য়ে আ‌মি পথ চ‌লে যাব ।
স‌খি , মীরা শরণ নি‌য়ে‌ছে গি‌রিধারীর চরণত‌লে
‌সে তাঁ‌কেই আশ্রয় ক‌রে থাকবে চিরকাল ।

মীরার চি‌তোর ত্যা‌গের স‌ঙ্গে স‌ঙ্গে রা‌জ্যের ভাগ্যলক্ষ্মীও বিদায় নি‌লেন । তাঁর নির্বাস‌নের অন‌তিকাল প‌রেই মুসলমান বি‌জে‌তারা চি‌তোর‌কে ধ্বংসস্তূ‌পে প‌রিণত ক‌রে‌ছিল ।

কিছুকা‌লের জন্য মীরা মের্তায় তাঁর খুল্লতা‌তের গৃ‌হে আশ্রয় নি‌য়ে‌ছি‌লেন । কিন্তু রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার কার‌ণে মীরা অব‌শে‌ষে রাজস্থান ত্যাগ কর‌তে বাধ্য হ‌য়ে‌ছি‌লেন । গি‌রিধরের বু‌ঝি বা কি‌ঞ্চিৎ অ‌ভিলাষ ছিল , এক অ‌ভিজাত রাজকূলবধূ‌কে ধূ‌লিধূস‌রিত রাজপ‌থে তাঁর নাম গুণকীর্তন সহ ভিক্ষারতা দেখ‌তে । মীরা তখন আক্ষ‌রিক অ‌র্থেই এক ভিক্ষুণী । তীর্থ হতে তীর্থ‌ান্ত‌রে হ‌রিনামগুণ কীর্তন ক‌রে ফেরা এক চারণ ক‌বি ।

সেই পরীক্ষার দি‌নে ঈশ্ব‌রে শরণাগ‌তির ভাব তাঁর শতগু‌ণে ব‌র্ধিত হ‌য়ে‌ছিল । বৈরা‌গ্যের চিরন্তন বাণী তাঁর ক‌ন্ঠে ভাষা‌য়িত হ‌লো মধুর সু‌রে ঃ

‌তোম‌ারি লা‌গি ছা‌ড়িনু সকল সুখ
আত্ম বন্ধু প্রিয় প‌রিজন , ত্যা‌জে‌ছি তোমা‌রি ত‌রে ।
আমা‌কে ত্যাগ ক‌রো না প্রভু ,
ভু‌লো না আমায় ।

তীর্থ প‌রিক্রমাকা‌লে , এমন অ‌নেক মুহূ‌র্ত এ‌সে‌ছে যখন মীরার মনে হ‌য়ে‌ছে , প্রভু গি‌রিধারী বু‌ঝি তাঁকে ত্যাগ ক‌রে‌ছেন । কিন্তু সে হতাশা বোধ তাঁর প্রিয় ই‌ষ্টের নিত্য অ‌বি‌চ্ছিন্ন দর্শন কামনায় ।

তাই এক সদ্যব্রতীর ব্যাকুলতায় জা‌নি‌য়ে‌ছেন তাঁর আ‌র্তি ঈশ্ব‌রের দরবা‌রে ঃ
" প্রভু ইহজীব‌নে কি তু‌মি দেখা দেবে না আমায় ? "

ক্রমশঃ চল‌বে

Courtesy by: Joy Shree Radha Madhav

Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।