১৯ নভেম্বর ২০১৭

কৃষ্ণ‌প্রিয়া মীরাবাঈ - শেষ পর্ব

মীরা ঃ এক চারণ ক‌বি ( ২ )

অ‌নেক বাধা , অ‌নেক নির্যাতন অ‌ন্তে , অব‌শে‌ষে মীরার বিজয়ী কন্ঠস্বর উ‌দ্ঘো‌ষিত -- এতটুকু আত্মগ‌রিমার অবকাশ না রেখে ঃ
সত্য কথা বলব লো সই ,
শরম আমার কী সে ?
‌প্রি‌য়ের লা‌গি হ‌া‌সি গাই
নাচি প‌থে প‌থে ।
‌প্রেম শ‌রে বিদ্ধা মীরা
আহার নিদ্রা ভুল
কৃষ্ণ সা‌থে প্রণয় লীলা
ত্যা‌জি জা‌তিকুল ।
‌দিব্যলীলা প্রচার ক‌রি
আত্মবন্ধু সা‌থে
মধুক্ষরা না‌মে তাঁ‌রি
ভক্ত জো‌টে লা‌খে ।
হ‌রি না‌মের পীযূষ পিয়ে
মত্ত শ্রোতকুল ;
কৃষ্ণ দাসী মীরা হি‌য়ে
আ‌জি আনন্দ আকুল ।
অপূর্ব এক ভজ‌নে মীরা ব্যক্ত ক‌রে‌ছেন তাঁর বিশ্বা‌সের গভীরতা তাঁর অননুকরণীয় ভাষায় ঃ
স্বামী মোর প্রিয় মোর প্রভু‌গি‌রিধারী
ময়ূর মুকুট শি‌রে শোভন ম‌নোহার‌ী ।
না‌হি পিতা মাতা ভাই আত্মীয় স্বজন
না‌হি কেহ মোর ওগ‌ো পতিত -পাবন।
তুচ্ছ জ্ঞা‌নে ত্যাজিয়াছি জা‌তি - কুল - মান
‌কে বা ক্ষ‌তি ক‌রে মোর , কি বা অপমান ?
সাধু স‌ঙ্গে সদা ক‌রি আলাপ কীর্তন
লজ্জাভয় বিসর্জন কৃ‌ষ্ণে রা‌খি মন ।
‌ছে‌ড়েছি জ‌রির সা‌জ , ম‌ণি - মুক্ত - মালা
‌বিরহ যাতনা কা‌রো বা ব‌লি
ওগো নিঠুর প্রিয়তম ?
চক্ষে যেন শল্য বেঁ‌ধে ;
পথ পা‌নে তব চা‌হি
‌মিলন রা‌তি আ‌সি‌বে ক‌বে
‌ধৈর্য কত বা স‌হি !
কত রা‌তি কা‌টে ব্যর্থ জাগর‌ণে
তব আ‌শে , ও‌গো দুঃখহারী ।
‌নি‌তি‌দিন মীরা বৃথা ক্রন্দনে
ডা‌কে কোথা প্রিয় গি‌রিধারী ?
এমন বহু গা‌নে মীরা উ‌ন্মোচন করে‌ছেন তাঁর বিরহকাতর আগ্নেয় অন্তরজ্বালা , তাঁর অসহনীয় ভগবৎ ব্যাকুলতার আ‌র্তি । কিছু গা‌নে রচনা ক‌রে‌ছেন তি‌নি কৃষ্ণলীলার দিব্য আ‌লেখ্য , কিছু গা‌নে বর্ণনা ক‌রে‌ছেন উদ্দীপনাময়ী প্রাকৃ‌তিক শোভা এবং কোথাও বা এক সা‌ধিকার আ‌বেদন - প্রার্থনা । কোন কোন গান আত্মজীবনীমূলক এবং কিছু ক্ষেত্রে আধ্যা‌ত্মিক জীব‌নের পথ নি‌র্দেশ । দীর্ঘ বিরহ ও কষ্ট‌ভো‌গের পর অব‌শে‌ষে এ‌ল সেই পরম আনন্দঘন মিলন মুহূর্ত ।
তি‌নি গাইলেন ঃ
বহুকাল পর এল প্রিয় মোর
‌মিলন মধু হ‌লো সই ;
‌বিরহ রা‌তি যুগকাল ভা‌তি
আ‌জি বু‌ঝি হ‌লো ভোর ।
দীপ আর‌তি , জানাই প্রণ‌তি
আবাহন ক‌রি মম গে‌হে
দয়াল হ‌রি করুণা বিত‌রি
মীরা‌কে বাঁ‌ধি‌লেন স্নেহে ।
এস এস ভাই , হ‌রিনাম গাই
আনন্দ ক‌রি স‌বে মি‌লে
এ মিলন রা‌তে এস প্রিয় সা‌থে
উৎসব ক‌রি সুখে ।
‌প্রিয় - সঙ্গ সুখে মীরা র‌সে ভা‌সে অঙ্গ‌নে ব‌হে প্রেমধারা
‌নির‌খি নিরখি শ্যামঅঙ্গরূপ
মীরা আত্মহারা ।
মীরার এ দিব্যসুখ তো কেউ ছি‌নি‌য়ে নি‌তে পার‌বে না ! তার এ প্রিয়‌মিলন তো ছিন্ন হবার নয় !
গভীর আত্ম‌বিশ্বা‌সে তি‌নি তাই জানালেন ঃ
‌নিরাভরণ অ‌ঙ্গে মোর তুচ্ছ বনমালা ।
পল্ল‌বিত প্রস্ফু‌টিত প্রেমলতা খা‌নি
অশ্রু সিঞ্চ‌নে দিল আনন্দ - ফল আ‌নি ।
মন্থন ক‌রিয়া দুগ্ধ ভ‌ক্তি অনুরা‌গে
নবনীত পরম প্রা‌প্তি , তত্রু সহ‌যো‌গে ।
জ‌ন্মিল মীরা ক‌রি‌তে ভ‌ক্তি আস্বাদন
সংসার চ‌ক্রে সে , হায় , ল‌ভিল বন্ধন ।
বন্দীশালা হ‌তে প্রভু কর হে উদ্ধার
জনম দাসী মীরা ভকত তোমার ।
এই আনন্দ , ধর্ম - জীব‌নের সার এই অমৃত , মীরা একান্ত ভ‌ক্তি সাধনার দ্বারা লাভ ক‌রে‌ছি‌লেন । নি‌জেদের সুখ - শা‌ন্তি ও হি‌তের জন্য এই অমৃ‌তের অধিকারী আমরাও হতে পা‌রি য‌দি আমরা চাই , তা সে যে - ই হোক না কেন । মীরার জীবন - কা‌হিনী কখ‌নো সমাপ্ত হবে না । তি‌নি ভক্ত‌দের মা‌ঝে বেঁ‌চে থাক‌বেন। মীরা মতো ভ‌ক্তি যার জীবনে এ‌সে‌ছে বা আস‌বে তার জীবন ধন্য । আমা‌দের সক‌লের উ‌চিত মীরার ম‌তো একান্তভাবে শ্রীহ‌রি সেবা করা নিঃস্বার্থভা‌বে । তি‌নি য‌দি কৃপা করেন তবে অসাধ্যও সাধ্য হ‌বে ।
জয় হোক স্বামী বুধান‌ন্দের যি‌নি কৃপা করে কৃষ্ণপ্রিয়া মীরা লি‌পিবদ্ধ ক‌রে‌ছেন । ওনার চর‌ণে প্রণ‌তি নি‌বেদন ক‌রি ।
ভক্তগণ এই ছি‌ল কৃষ্ণ‌প্রিয়া মীরাবাঈ এর ভক্তিকথা । আ‌মি শ্রীরাধাকৃষ্ণের কৃপায় শুধু প্র‌চেষ্টা করলাম । জা‌নি না কতটুকু কর‌তে পে‌রে‌ছি । প্রচারকা‌লে য‌দি লেখা ই অন্যকোন বিষয় যদি ভুলভ্রা‌ন্তি হ‌য়ে থা‌কে ত‌বে স‌ক‌লের চর‌ণে ক্ষমা প্রার্থনা কর‌ছি । সক‌ল ভক্তবৃন্দ মার্জনা কর‌বেন ।
জয় হোক শ্রীরাধা‌গোবি‌ন্দের ।
জয় হোক গি‌রিধারীলালের ।
জয় হোক ভ‌ক্তিম‌তি মীরার ।
জয় হোক সকল বৈষ্ণববৃ‌ন্দের ।
জয় হোক সকল ভক্তবৃ‌ন্দের ।
‌নিতাই গৌর প্রেমান‌ন্দে একবার হ‌রি হ‌রি ব‌ল

লেখকঃ - Joy Shree Radha Madhav
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।