২৯ ডিসেম্বর ২০১৭

পৃথিবীর মানচিত্র প্রথম কে তৈরি করেছেন?

পৃথিবীর মানচিত্র প্রথম কে তৈরি করেছেন?

এই প্রশ্নের উত্তরে সকলেই যে নামটি বলবেন তা হলো ক্রিস্টোফার কলম্বাস। কিন্তু এর বাইরে কেউ কি কখনো শুনেছেন যে, আধুনিক পৃথিবীর মানচিত্রের ধারণা সর্বপ্রথম মহাভারতে উল্লেখ করা হয়েছে?

আজ্ঞে হ্যাঁ, পৃথিবীর প্রথম মানচিত্রের ধারণা দিয়েছিল ভারতীয়রাই।

ধারণা করা হয় কলম্বাস ৫২৫ বছর আগে বিশ্বের প্রথম মানচিত্র তৈরি করেছিলেন। তিনি জম্মগ্রহণ করেন ইটালিতে ১৪৫১ সালে এবং মারা যান স্পেনে ১৫০৬ সালে। কলম্বাস ছিলেন একজন নাবিক। তার নেশা ছিল নতুন নতুন ভূ-খণ্ড অবিষ্কার করা।

এখন মূল বিষয়ে আসা যাক। পৃথিবীর বৃহত্তম ও অন্যতম প্রাচীন মহাকাব্য ‘মহাভারত’। সুবিখ্যাত মহাভারত মূলত একটি ইতিহাস নির্ভর মহাকাব্য হলেও এটা যুগ যুগ ধরে ধর্মের শিক্ষা ভারতবাসীকে দিয়ে এসেছে। তাই এটা সনাতনীদের কাছে একটি ধর্মগ্রন্থও বটে। মহাভারত রচিত হয় খ্রিষ্টপূর্ব ৩০০০ বছর আগে।

আজ থেকে ৫০১৫ বছর আগে মহামুনি বেদব্যাস লিখে যান মহাভারত। এই গ্রন্থে ইতিহাস এবং ধর্মের বিষয়গুলো খুব পরিস্কারভাবে ব্যাখা করা হয়েছে। সবচেয়ে শুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল পৃথিবীর ভৌগলিক গঠনের চিত্র পরিস্কারভাবে বর্ণনা করা হয়েছে মহাভারতে। ভারতীয় হিন্দু সভ্যতাই বিশ্বের মানচিত্র সর্বপ্রথম তৈরি করেছিল। তবে গভীর দৃষ্টিভঙ্গীর অভাব ও প্রচার না হওয়ার কারণে তা অনেকটা অধরা থেকে গেছে মহাভারতের পাঠক ও ভক্তদের কাছে।

বেদব্যাস লিখে গিয়েছিলেন, প্রথিবীর ভূ-প্রকৃতির গঠন এবং মাটির উপর পৃথিবীর ভরের অবস্থান সম্পর্কে। (ছবির আকারে শ্লোকটি দেওয়া হয়েছে)

বেদব্যাস মহাভারতের ভীষ্ম পর্বে বর্ণনা করেছেন, ‘হে সর্বশক্তিমান! এই দ্বীপের নাম হল সুর্দশন চক্র যা গোলাকার। এটা নক্ষত্রমণ্ডলী থেকে দেখা যায়, যেমন মানুষ তার উল্টা প্রতিবিম্ব দেখে দর্পণে। এর দুটো খণ্ডিত অংশ পিপল (অশ্বত্থ) গাছের পাতার মতো দেখতে। অপর দুটো অংশ দেখতে খরগোশের মতো।

যদি আমরা এই খণ্ডিত অংশগুলো একত্রিত করি তাহলে দেখব তা দেখতে পৃথিবীর বর্তমান মানচিত্রের মত।

বেদব্যাস মহাভারতে লিখেছেন, এই দ্বীপকে ডাকা হয় সুদর্শন। এই দ্বীপটি দেখতে গোলাকার। এটা নদী ও অন্যান্য জলাশয়ে পূর্ণ। এখানে পর্বতরাজি রয়েছে মেঘমালার মতো। এখানে অনেক বড় বড় শহর রয়েছে। সুখ-সমৃদ্ধিতে পূর্ণ অনেক রাজ্য রয়েছে এখানে। এই গ্রহ ফল-ফুলে শোভিত বৃক্ষরাজিতে পূর্ণ। বিভিন্ন প্রকার ফসল ও আরও অনেক সম্পদে সমৃদ্ধ এই গ্রহ। এই দ্বীপরাজি সকল দিক থেকে লবণের সাগর দ্বারা বেষ্টিত।

বেদব্যাস আরও উল্লেখ করেছেন পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ সম্পর্কে। তিনি লিখেছেন, চাঁদ হলো পৃথিবীরই একটা প্রতিরূপ। আয়নায় প্রতিবিম্বিত মানুষের মুখের মতো চাঁদের ভূ-মণ্ডলের গঠনও পৃথিবীর অনুরূপ।

হিন্দু শাস্ত্র থেকে আমরা জানি ‘সপ্তদ্বীপা বসুন্ধরা’। চারিদিকে জল দ্বারা বেষ্টিত এই সাতটি ‘দ্বীপ’ বলতে বর্তমান সময়ের একেকটি মহাদেশকে বোঝানো হয়েছে। পৃথিবীতে সাতটি মহাদেশের কথা সর্বপ্রথম সনাতন ধর্মগ্রন্থেই উল্লেখ পাওয়া যায়।

(C) Feni Sonatoni Songho
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।