কুরুক্ষেত্র যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকালের মধ্যে কলিযুগ শুরু হয়েছে। বর্তমানে পাঁচ হাজার বছর গত হয়েছে।
সুতরাং কলিযুগের আরও ৪ লক্ষ ২৭ হজার বছর বাকি রয়েছে। (১৪পৃ:)
কলিযুগের পর সত্যযুগ আসবে। (পৃ:২৫)
কলিযুগের শেষ সময়ে ভারতে সম্ভলগ্রাম নামক স্থানে শ্রীবিষ্ণুযশা নামে এক সৎ ব্রাহ্মণের পুত্ররূপে ভগবান শ্রীবিষ্ণু কল্কি নামে আবির্ভূত হয়ে কলি-কলুষিত অনাচারী জঘন্য প্রকৃতির সভ্যতাকে বিনাশ করবেন। তখন সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে।
শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে:
"অথাসৌ যুগসন্ধ্যায়াং দস্যুপ্রায়েষু রাজসু।
জনিতা বিষ্ণুযশসো নাম্না কল্কির্জগৎপতি:।।" (ভ: ১/৩/২৫)
অর্থাৎ, দ্বাবিংশ অবতারে যুগসন্ধিকালে শাসক সম্প্রদায় যখন দস্যুতে পরিণত হবে, তখন ভগবান
কল্কি অবতার নামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতরণ করবেন। শ্বেতঅশ্বপৃষ্ঠে আরূঢ় হয়ে অস্ত্র দ্বারা কলিকে সম্পূর্ণরূপে কর্তন করবেন সেই কল্কি অবতার। তার পর নতুন যুগের (সত্যযুগ)
সূচনা হবে। (পৃ:৬৮১)
তবে সবাই মৃত্যুবরণ করবে না। বলা হয়েছে, ‘দস্যূন্কোটিশো নিহনিষ্যতি:’ -অসংখ্য কোটি দস্যু
নিহত হবে।তারা নিহত হলে অবশিষ্ট নাগরিকেরা ভগবান কল্কির দিব্য অঙ্গ থেকে বাতাসে প্রবাহিত সুগন্ধ অনুভব করবে। তৎক্ষণাৎ তারা দিব্য পবিত্র হয়ে উঠবে। তারাই পৃথিবীতে বিপুলভাবে প্রজা সৃষ্টি করবে। তখন মানব সমাজে সত্ত্বগুণ বিশিষ্ট সন্তানদের জনম হবে। এবং সত্যযুগ শুরু হবে। (পৃ:৬৭০)
মহাপ্রলয়:
সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চারি যুগ এক হাজার বার আর্তিত হলে মোট সময়টাকে এক কল্প বলে। তখন ব্রহ্মার এক দিন হয় অর্থাৎ ১২ ঘন্টা। তেমনই ব্রহ্মার এক রাত্রির পরিধিও এরই সমান। এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা একশত বছর বেঁচে থেকে তারপর দেহত্যাগ করবেন। (পৃ:৩৩)
ব্রহ্মার মৃত্যু মানে কল্পের অবসান। অর্থাৎ মহাপ্রলয়।
এই বিষয়ে ভগবদ্গীতায় বলা হয়েছে:
সর্বভূতানি কৌন্তেয়
প্রকৃতিং যান্তি মামিকাম্।
কল্পক্ষয়ে পুস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম্।।
(অধ্যায় ৯, শ্লোক ৭)
অনুবাদ: হে কৌন্তেয়! কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। তিনি নিজেকে এই মায়াশক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড় জগৎ পুনরায় প্রকট হয়।
উপসংহার: কলিযুগ শেষ হলে সত্যযুগ আসবে অথবা মহাপ্রলয় হবে। তবে আমরা জানিনা যে ব্রহ্মার এখন কত বৎসর জীবন অতিবাহিত হয়েছে। আমরা শুধু জানি যে এই কলিযুগের আগে দ্বাপর, ত্রেতা ও সত্যযুগ অতিবাহিত হয়েছে। অর্থাৎ এক কল্প এখনও শেষ হয়নি। প্রকৃতপক্ষে কত কল্প অতিবাহিত
হয়েছে তা আমাদের অজানা।
সুতরাং এই কলিযুগের পর সত্যযুগ আসবে অথবা মহাপ্রলয় হবে তা শুধুমাত্র এবং সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণই অবগত।
সংগৃহীত
সুতরাং কলিযুগের আরও ৪ লক্ষ ২৭ হজার বছর বাকি রয়েছে। (১৪পৃ:)
কলিযুগের পর সত্যযুগ আসবে। (পৃ:২৫)
কলিযুগের শেষ সময়ে ভারতে সম্ভলগ্রাম নামক স্থানে শ্রীবিষ্ণুযশা নামে এক সৎ ব্রাহ্মণের পুত্ররূপে ভগবান শ্রীবিষ্ণু কল্কি নামে আবির্ভূত হয়ে কলি-কলুষিত অনাচারী জঘন্য প্রকৃতির সভ্যতাকে বিনাশ করবেন। তখন সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে।
শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে:
"অথাসৌ যুগসন্ধ্যায়াং দস্যুপ্রায়েষু রাজসু।
জনিতা বিষ্ণুযশসো নাম্না কল্কির্জগৎপতি:।।" (ভ: ১/৩/২৫)
অর্থাৎ, দ্বাবিংশ অবতারে যুগসন্ধিকালে শাসক সম্প্রদায় যখন দস্যুতে পরিণত হবে, তখন ভগবান
কল্কি অবতার নামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতরণ করবেন। শ্বেতঅশ্বপৃষ্ঠে আরূঢ় হয়ে অস্ত্র দ্বারা কলিকে সম্পূর্ণরূপে কর্তন করবেন সেই কল্কি অবতার। তার পর নতুন যুগের (সত্যযুগ)
সূচনা হবে। (পৃ:৬৮১)
তবে সবাই মৃত্যুবরণ করবে না। বলা হয়েছে, ‘দস্যূন্কোটিশো নিহনিষ্যতি:’ -অসংখ্য কোটি দস্যু
নিহত হবে।তারা নিহত হলে অবশিষ্ট নাগরিকেরা ভগবান কল্কির দিব্য অঙ্গ থেকে বাতাসে প্রবাহিত সুগন্ধ অনুভব করবে। তৎক্ষণাৎ তারা দিব্য পবিত্র হয়ে উঠবে। তারাই পৃথিবীতে বিপুলভাবে প্রজা সৃষ্টি করবে। তখন মানব সমাজে সত্ত্বগুণ বিশিষ্ট সন্তানদের জনম হবে। এবং সত্যযুগ শুরু হবে। (পৃ:৬৭০)
মহাপ্রলয়:
সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চারি যুগ এক হাজার বার আর্তিত হলে মোট সময়টাকে এক কল্প বলে। তখন ব্রহ্মার এক দিন হয় অর্থাৎ ১২ ঘন্টা। তেমনই ব্রহ্মার এক রাত্রির পরিধিও এরই সমান। এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা একশত বছর বেঁচে থেকে তারপর দেহত্যাগ করবেন। (পৃ:৩৩)
ব্রহ্মার মৃত্যু মানে কল্পের অবসান। অর্থাৎ মহাপ্রলয়।
এই বিষয়ে ভগবদ্গীতায় বলা হয়েছে:
সর্বভূতানি কৌন্তেয়
প্রকৃতিং যান্তি মামিকাম্।
কল্পক্ষয়ে পুস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম্।।
(অধ্যায় ৯, শ্লোক ৭)
অনুবাদ: হে কৌন্তেয়! কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। তিনি নিজেকে এই মায়াশক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড় জগৎ পুনরায় প্রকট হয়।
উপসংহার: কলিযুগ শেষ হলে সত্যযুগ আসবে অথবা মহাপ্রলয় হবে। তবে আমরা জানিনা যে ব্রহ্মার এখন কত বৎসর জীবন অতিবাহিত হয়েছে। আমরা শুধু জানি যে এই কলিযুগের আগে দ্বাপর, ত্রেতা ও সত্যযুগ অতিবাহিত হয়েছে। অর্থাৎ এক কল্প এখনও শেষ হয়নি। প্রকৃতপক্ষে কত কল্প অতিবাহিত
হয়েছে তা আমাদের অজানা।
সুতরাং এই কলিযুগের পর সত্যযুগ আসবে অথবা মহাপ্রলয় হবে তা শুধুমাত্র এবং সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণই অবগত।
সংগৃহীত
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন