০১ ডিসেম্বর ২০১৭

জাতি গঠন মূলক ধর্মান্দোলনে স্বামী প্রণবানন্দ

আচার্যদেব সঙ্ঘের বিভিন্ন আশ্রমে ও কর্মকেন্দ্রে অনুষ্ঠিত পার্বনোৎসব ও বার্ষিক মহোৎসব গুলিকে হিন্দু সম্মেলনের আকার প্রদান পূর্বক জাতি গঠনমূলক ভাব ও আদর্শ প্রচারের কেন্দ্রভূমী করিয়া তুলিতে লাগিলেন।

সমাজ-সঙ্গঠক সর্বদ্রষ্টা ঋষিগণ যেমন ব্যাক্তিগত ও আধ্যাত্মিক চরমোৎকর্ষ সাধনের জন্য দেশ কাল পাত্র ভেদে নানাবিধ যুগোপযোগী সাধনপন্থা প্রচার করিয়াছেন; সঙ্গে সঙ্গে পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনকে অখন্ড অটুট ও একতাবদ্ধা করিয়া তুলিবার জন্য বিধিব্যবস্থা করিয়াছিলেন; হিন্দুর বারো মাসে তের পার্বণগুলি এবং পূণ্যক্ষেত্রে অনুষ্ঠিত ধর্ম-মেলা মহোৎসবগুলির সৃষ্টি করিয়া গিয়াছেন, তেমনি- সঙ্ঘনেতা আচার্যদেব হিন্দু জাতীয়তার পুনরুদ্ধার কল্পে কালপ্রভাবে হৃতগৌরব, অর্থ- ভাব-আদর্শহীন, গতানুগতিক সেই উৎসব সম্মেলন গুলিকে পুণরায় সামাজিক ও জাতীয় ভাব ও আদর্শ প্রচার,এবং সমাজ সংস্কার ও জাতিগঠনের উদ্দেশ্যে রূপান্তরিত করিবার সঙ্কল্প করিলেন ।
১৯৩৫ সাল হইতে খুলনা সেবাশ্রমে অনুষ্ঠিত রাসপূর্ণিমার বিরাট মহোৎসবকে হিন্দুজাতি গঠন্মূলক উৎসবে পরিণত করিলেন।

সার্বজনীন বৈদিক যজ্ঞ, সমবেত পূজা, সশস্ত্র আরতি, শ্রীকৃষ্ণ পূজা, শীবপূজা ও গুরুপূজা ইত্যাদির সহিত বিরাট জনসভায় ধর্ম ও সমাজ এবং হিন্দুজাতিগঠনের সঙ্গঠনের প্রয়োজনীয়তা, হিন্দুর মিলন মন্দিরের প্রয়োজনীয়তা ও রক্ষীদল গঠন প্রভৃতি বিষয়ে আলোচনা ও প্রস্তাবাদি চলিতে লাগিল। লাঠী, ছোরা, ঢাল শড়কী প্রভৃতি আত্ম্রক্ষামূলক ক্রীড়াকৌশল প্রদর্শণ প্রবর্তিত হইল। এই রূপে কলিকাতায় অনুষ্ঠিত শিব্রাত্রি, জন্মাষ্টমী ও কালীপূজা উৎসবকে, বাজিতপুরে অনুষ্ঠিত নীলপূজা উৎসবকে, পুরী সেবাশ্রমে রথযাত্রায় বার্ষিক উৎসব ও কাশী তীর্থাশ্রমে দুর্গাপূজা কে উপলক্ষ করিয়া জাতিগঠনমূলক সার্বজনীন হিন্দু সম্মেলনোৎসবেে রূপান্তরিত করিতে লাগিলেন ।

তিনি বলিলেন-..." আমি চাই ধর্মান্দোলন। ধর্মের ভিত্তিতে জাতি ও সমাজ গঠন। কিন্তু শুধু মুখে ধর্ম কর, ধর্ম কর বলে চেঁচালে কি হবে? আজ জাতি ও সমাজের সমনে যে সব সমস্যা তার সমাধান যদি ধর্মের মধ্যে না দেখিয়ে দেয়া যায়, তবে কে ধর্ম মানতে যাবে?.........।।"

Dhruba Chatterjee
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।