২৫ নভেম্বর ২০১৬

রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব –২৩)

সীতাদেবী অতীব মমতা প্রদান করে লব কুশ কে বড় করতে লাগলেন । লব কুশ রাজার কুমার বলে আলাদা সুযোগ সুবিধা গ্রহণ করেন নি সীতাদেবী। আশ্রমের আর পাঁচটি শিশুর ন্যায় বড় করেছেন। অতি সাধারণ বস্ত্র ও রুদ্রাক্ষ মাল্য দিয়েছেন। বৃদ্ধা কাবেরী দেবী সীতার দুই পুত্রের জন্য কোমল শয্যা রচনা করলে সীতাদেবী তাহা গ্রহণ করেন নি। এই কঠোরতার পেছনে ছিলো লব কুশ যাহাতে আরামে বিলাসে পালিত না হয়- কর্তব্য যেনো ভুলে না যায় । প্রবল রোদ্রে তাহাদের নিয়ে বনে জ্বালানী কাষ্ঠ সংগ্রহ করতে যেতেন। লব কুশ সকল কাষ্ঠ জোগার করে এনে দিতো, সীতাদেবী অনান্য আশ্রম কন্যাদের সহিত মাথায় সেই কাষ্ঠ আশ্রমে নিয়ে আসতেন। অতি প্রত্যুষে ব্রাহ্ম মুহূর্তে লব কুশকে জাগিয়ে তুলে উষ্ণ সলিলে নয় বরং তমসা নদীর শীতল জলে স্নান করিয়ে আনতেন। মুনির আশ্রমে যোগা অনুশীলন করতেন লব কুশ । প্রবল তাপের মধ্যেও বিদ্যা শিক্ষা চলতো। একটা প্রবাদ আছে যে অতি বিলাসে পড়াশোনা হয় না। এ কথাটা সর্ব ভাবে সত্য । বিদ্যা শিক্ষা গ্রহণ করতে হলে অতি আরামে হয় না। বই মুখস্থ করে বড়জোর পাশ করা যায়- আসলে কিন্তু মনের অন্ধকার দূর হয়ে যায় না । ভারতে প্রাচীন কালে গুরুগৃহে এইভাবে ছাত্রদের ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক বিদ্যা শিক্ষা অর্জন করে হত অত্যন্ত কঠোরতার সাথে। তাই তো ভারতবর্ষে ভগবান শ্রীরাম, ভগবান শ্রীকৃষ্ণ, ভীস্ম, পাণ্ডব এঁনারা উঠে এসেছেন । সকলেই একই কঠোরতার সহিত গুরুকুলে বিদ্যা গ্রহণ করেছেন। আজকে তেমন আর পরিবেশ নেই- সেজন্য আজ প্রকৃত শিক্ষিতর বড়ই অভাব- সব বই মুখস্থ বিদ্যা । সীতা দেবীর পুত্রপ্রেমের সহিত এই রূপ কঠোর জীবন প্রনালী সকলকেই আশ্চর্য করতো। বৃদ্ধা কাবেরীদেবী মাঝে মাঝে মানা করতেন। কিন্তু সীতাদেবী স্নেহ বাৎসল্যের সাথে সাথে কঠোর নিয়ম কানুন বজায় রাখেন ।

পুত্রেরা বড় হল। বাল্মিকী মুনি তাহাদিগকে শিষ্য বানালেন । লব আর কুশ যেনো ভাইগতপ্রাণ। ভাতৃপ্রেমের জলন্ত নিদর্শন । একে অন্যকে ছাড়া থাকতে পারেন না। একে অপরকে খুবুই স্নেহ করেন। একে না খেয়ে যেনো অন্যের মুখে আহার তুলে দেয় এমন । বাল্মিকী মুনি অস্ত্র শিক্ষা দিলেন। একে একে ধনুর্বিদ্যা সহ তরবারি- ছোড়াখেলা – লাঠিখেলা- বর্শা নিক্ষেপ- গদা যুদ্ধ- মুষ্টিযুদ্ধ- মল্লযুদ্ধ আদি সব শেখালেন । রাজনীতি- কূটনীতি শেখালেন। বেদ, উপনিষদ, শাস্ত্র সমূহ শেখালেন । দুজনেই ধীরে ধীরে সকল আয়ত্ত করলেন । দুজনের ধনুক থেকে যখন শর ছোটে মনে হয় যেনো উল্কার ন্যায় বাণ ছুটে গেলো। মহর্ষি বাল্মিকী দুই বালককে দিব্যাস্ত্র সকল প্রদাণ করলেন । যখন তাহারা বাণ দ্বারা খেলা করতো, বাণে বাণে আকাশ ঢেকে অন্ধকার হয়ে যেতো। দুজনের বীরত্ব দেখে আশ্রমের সকলে ধন্য ধন্য করতো। সীতাদেবী অন্তরে খুশী হতেন । একদা মহর্ষি বাল্মিকী তাহাদের বললেন- ‘এসো বতস্য! আমি তোমাদিগকে সঙ্গীত শিক্ষা প্রদান করবো। ভগবান শ্রীরামের জীবন চরিত হচ্ছে ‘রামায়ন’। প্রজাপতি ব্রহ্মার ইচ্ছায় সেই ‘রামায়ন’ রচনা করছি। তাহার সঙ্গীত শিক্ষা অর্থাৎ রামায়ন গান আমি তোমাদিগকে প্রদান করবো। শ্রীরাম মনুষ্যদেহে সাক্ষাৎ পরমব্রহ্ম । তিঁনিই ভগবান বিষ্ণু । তাঁর জীবন কথাই ‘রামায়ন’। যাহা শ্রবণে মানবের সর্ব প্রকার মঙ্গল হয়। রোগ- শোক- মহামারী- দুর্যোগ- বিপদ- আপদ- ভয় দূর হয় । পুন্যাত্মাদের রক্ষা ও অসাধুদের বিনাশের জন্যই ভগবান নরদেহে রাম রূপে আবির্ভূত হয়েছেন। তিনি মর্যাদা পুরুষোত্তম । আর তাঁহার স্ত্রী সীতাদেবী হলেন সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী দেবী। তিনি সতী সাধ্বী। এই যুগল রূপের দর্শন, পূজা মাত্রই মানবের কল্যাণ হয়। ‘রাম’ নামের অপার মহিমা বলে সমাপ্ত হয় না। মহর্ষি বশিষ্ঠের পুত্র বামদেব এই রাম নামের সংশয়ের জন্য অভিশপ্ত হয়েছিলেন। একবার ‘রাম’ নামে কোটি ব্রহ্মহত্যা পাপ নাশ হয়।”

এই বলে মহর্ষি বাল্মিকী লব আর কুশকে দুটি বীনা দিলেন । সুর তাল শেখালেন । এরপর রামায়ন গাণ শোনালেন । সাথে সাথে লব কুশ শিখতে লাগলেন । দুভ্রাতার কণ্ঠে যেনো দেবী সরস্বতী আবির্ভূতা হলেন। সুরেলা মিষ্টি কণ্ঠস্বর তাহাদের । সুর তাল লয় কোন কিছুতেই ভুল হয় না । তালে তালে বীনা বাদন করে গান করেন। রামায়ণ সঙ্গীত শুনে আশ্রমের সকলে একেবারে বনের পশু পক্ষী অবধি চুপ হয়ে যায় । সীতাদেবী সেসব শোনেন- খুশীতে তাঁহার অশ্রু বাঁধ মানে না। দুই শিশু ইহাও জানে না যে শ্রীরাম তাহাদের পিতা আর তাদের মা হলেন সাক্ষাৎ জনকনন্দিনী সীতাদেবী । কিভাবেই বা জানবে। তাহারা জানে তাহার মাতা এক জনমদুখিনী , এই আশ্রমেই ঠাঁই পেয়েছেন । কৌশল্যা দেবী আক্ষেপ করেন, শুধু তিনি নয়, মাতা কৈকয়ী, মাতা সুমিত্রা দেবীও আক্ষেপ করে বলেন- “হায় যদি আজ সীতা থাকতো এখানে তবে শ্রীরামের সন্তান কে ক্রোড়ে লইয়া কত আদর বাৎসল্য প্রদান করতাম। না জানি তাহারা আদৌ বেঁচে আছে কি ?” শ্রীরাম সব শুনে চুপ থাকেন। দুঃখে অন্তর ফেটে চৌচির হলেও রাজধর্মের দায়িত্ব স্বরূপ পাথর বুকে চেপে আবেগ, পিতৃ ধর্ম, স্বামী ধর্ম কে রুদ্ধ করে রাখেন । গোপোনে অশ্রুপাত করেন আর সীতার কথা ভাবেন । অপরদিকে লব কুশের বীরত্ব দেখে অবাক সকলে। বনে গিয়ে সিংহ, ব্যাঘ্রের পৃষ্ঠে আরোহিত হয়ে খেলা করে। কোন ভয় নাই। একদিনের কথা। মহারাজ শ্রীরামচন্দ্র রাজসভায় বসে আছেন । এক ব্রাহ্মণ একটি বালকের শবদেহ নিয়ে কাঁদতে কাঁদতে এসে বলল- “ হে রাম! আমরা তোমার রাজ্যে থাকি । রাজার অত্যাচারেই প্রজাদের অকালমৃত্যু হয় অথবা প্রজারা অধর্ম করছে, রাজা তাহা দেখেও না, ইহা থেকে অধর্ম হয় আর তা থেকে হয় অকালে শিশুর মৃত্যু । তোমার রাজ্যে ঠিক অনাচার হয়েছে, তাই আমার পুত্রের অকালমৃত্যু হয়েছে। এই ব্রহ্মহত্যার দায়ী তুমি। তোমার কারণেই আমার পুত্র অকালে যমের ভবন চলে গেছে। এর বিচার চাই।”

( ক্রমশঃ )
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।