
২৫ নভেম্বর ২০১৬
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব- ৪৮)

গড়ুরে চড়ে শ্রীবিষ্ণু বৈকুণ্ঠে আসলেন। দেবলোকে উৎসব আরম্ভ হল । বৈকুণ্ঠ ধামে উৎসব আরম্ভ হল। বৈকুণ্ঠের অধিবাসীরা সকলে স্বাগত জানালেন। দেখলেন শ্রীরামের কৃপায় সকলে উদ্ধার হয়ে দেব শরীর প্রাপ্ত করে বৈকুণ্ঠে এসেছেন । নারদ মুনি কীর্তন করছেন। গন্ধর্ব, অপ্সরা, চারণ, কিন্নররা নৃত্য সঙ্গীত...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব- ৪৭)

বিভীষন আসলেন। সুগ্রীব, জাম্বুবান, নল, নীল, অঙ্গদ, গবাক্ষ, মৈন্দ , দ্বিবিদ আদি সব বানরেরা আসলেন। হনুমান শ্রীরামের লীলাত্যাগ শুনে খুবুই রোদন করতে লাগলেন । প্রভু শ্রীরামের চরণে পড়ে বললেন- “প্রভু! আপনার বিহনে আমি বা কিরূপে থাকবো? এ কেমন সিদ্ধান্ত? অবিলম্বে এই সিদ্ধান্ত ত্যাগ...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব- ৪৬)

শ্রীরামচন্দ্র হা হুতাশ করে বলতে লাগলেন- “ভ্রাতা! কেন তুমি মন্ত্রণা চলাকালীন এই কক্ষে প্রবেশ করলে? আমি কিরূপে তোমাকে মৃত্যুদণ্ড দেবো। কেনই বা আমি এই প্রতিজ্ঞা করলাম। আমি কিভাবে আমার প্রাণাধিক প্রিয় ভ্রাতাকে এইহেন শাস্তি দেবো। ভ্রাতৃহন্তা হয়ে আমি নরকেও ঠাঁই পাবো না। হে বিধাতা!...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব- ৪৫)

এরপর শ্রীরামচন্দ্র রাজ্য ভাগ করলেন । লবকে অয্যোধ্যার রাজা বানালেন। কুশকে নন্দিগ্রামের রাজা করলেন । ভরতের পুত্র তক্ষকে তক্ষশীলা আর ভরতের অপর পুত্র পুষ্কর কে পুষ্করাবতীর রাজা বানালেন । লক্ষ্মণের পুত্র চন্দ্রকেতুকে অশ্বদেশ আর লক্ষ্মণের আর এক পুত্র অঙ্গদকে মল্লদেশের রাজা করলেন...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব- ৪৪)

রামায়ণে আমরা দেখতে পাই, শ্রীরামচন্দ্র যুদ্ধে আপন বিক্রম দেখানোর অধিকার সবাইকে দিয়েছেন। লক্ষ্মণ নিজে লঙ্কার যুদ্ধে অবস্থান করেছিলেন। শত্রুঘ্ন লবণ অসুর বধ করেছিলেন। এবার ভরতের গন্ধর্ব দিগদের বধের পালা। শুভ দিনে তিন অক্ষৌহিণী সেনা তৈরী হল। গজ, অশ্বারোহী, পদাতিক সেনা সকল তৈরী হলে।...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব- ৪৩)

এই শুনে শ্রীরাম শান্ত হয়ে বিষন্ন হয়ে বসলেন। মনে হল সীতাদেবী তাহার কর্ণে এসে বলছেন- “প্রভু! এ আপনি কি করছেন ? আমার জন্য আপনি এই ধরিত্রী নাশ করতে চলেছিলেন ? আমি আপনাকে ছেড়ে কোথায় গিয়েছি ? আপনার চরণেই ত আমি আছি। আপনার অন্তরেই ত আমি আছি। আপনি আর আমি কি আলাদা? এখন কঠোর হয়ে মনকে...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব- ৪২)

মাতা সীতার মুখ হতে এই রকম বাক্য শুনে সকলে স্তম্ভিত হয়ে গেলেন। শাস্ত্রজ্ঞ মুনি ঋষিদের মুখেও কোন উত্তর ছিলো না । মহারাজ শ্রীরামচন্দ্র মাথা নীচু করে রইলেন । কারোর মুখে উত্তর নেই। সীতা দেবী চোখের জল মুছে বললেন- “আমি অনেক কটু কথা বলবার জন্য ক্ষমা চাইছি। আমি অযোধ্যা নরেশ মর্যাদা...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব- ৪১)

মহারাজ শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের অশ্ব নিয়ে শাস্ত্র অনুমোদিত সকল শুভ কর্ম করলেন। অতঃ অশ্বকে উৎসর্গ করে যজ্ঞে আহুতি প্রদান পূর্বক যজ্ঞ সমাপন করলেন। অশ্বমেধ যজ্ঞ সমাপন হয়েছে। তিঁনি আর্যভূমিতে শক্তিশালী রাজা রূপে কীর্তিত হলেন । অযোধ্যায় সকলে শ্রীরামের পুত্র লব আর কুশের বীরত্বের...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব- ৪০)

মহর্ষি বাল্মিকী বললেন- “লব ও কুশ, তোমরা ইহা কি করছ ? তোমরা জানো না উনি কে হন। সত্বর ওঁনার অশ্বমেধ যজ্ঞের অশ্ব সসম্মানে ওঁনাকে ফিরিয়ে দিয়ে ক্ষমা প্রার্থনা করো। অজ্ঞান বশত তোমরা নিজের জনকের সাথেই যুদ্ধ করছ। মহাপাপ হয়েছে তোমাদের।” ‘জনক’ শব্দ শুনে মহারাজ শ্রীরামচন্দ্র...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব- ৩৯)

সেই বালকদের বিক্রম দেখে রাজা রামচন্দ্র বিস্মিত হলেন। ইহারা একাই যেনো গোটা ধরণীকে পরাস্ত করবার ক্ষমতা রাখে। একের পর এক তাহাদের ধনুক থেকে দিব্যাস্ত্র সকল নিক্ষেপিত হয়ে সহস্র সহস্র সেনার নাশ করছে। বজ্রবাণ, ইন্দ্রাস্ত্র, সূর্যবাণ, কালাগ্নি আদি দিব্যাস্ত্র সকল চালনা করছিলেন ।...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব- ৩৮)

শ্রীরাম সহ সেনারা যখন আসছিলেন, দেখতে পেলেন চতুর্দিকে কেবল অযোধ্যার সেনাদিগের ছিন্নবিছিন্ন দেহ পড়ে আছে। আর আছে খণ্ড খণ্ড হওয়া রথ, হস্তী, অশ্বের টুকরো। ধ্বজ, ছত্র তে মেদিনী ঢাকা পড়ে আছে। চতুর্দিকে ছিন্নবছিন্ন কেয়ুর, বাজু কীরিট নক্ষত্রের ন্যায় ভূমিতে পড়ে আছে । স্থানে স্থানে রক্তের...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব –৩৭ )

দেখতে দেখতে লব ও কুশ মিলে অয্যোধ্যার সেনা সংখ্যা কমিয়ে দিলো। তাহারা এত দিব্যাস্ত্র চালনা করলো যে আকাশে মেঘ জমে গেলো। সূর্য ঢাকা পড়লো। এক একটি অস্ত্র নিক্ষেপের সময় ধরণী কম্পমান হল। লক্ষ্মণ ঠাকুর দেখলেন এই বালকেরা বহু বীর । উহাদের সহিত এত সহজে পারবে না । এই ভেবে লক্ষ্মণ মন্ত্রপূত...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব –৩৬ )

বাল্মিকী মুনির তপোবনে যে শিবির রচনা করা হয়েছিলো, সেখানে পূর্ব হতেই নিদারুন আহত শত্রুঘ্ন শয়ন করে মৃত্যুর সাথে লড়ছিলো। সেই শিবিরে মূর্ছিত ভরতকে এনে রাখা হল । চারিদিকে আহত সেনার আর্তনাদ ভিন্ন অপর কিছুই শোনা গেলো না । দুই বালক অসম্ভব যোদ্ধা। যুদ্ধে সুনিপুণ। চোখের পলকে দিব্যাস্ত্র...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব –৩৫ )

ভগ্নদূত বিষন্ন হয়ে অযোধ্যা চলে গেলো। মহারাজ শ্রীরামচন্দ্র শত্রুঘ্ন আদি সেনা অশ্ব কে দেখতে না পেয়ে কারণ জিজ্ঞাসা করলো। দূত সব কিছু ব্যক্ত করলো। বলিল- “মহারাজ! মহর্ষি বাল্মিকীর সহিত যে দুইজন বালক এসেছিলো তাহারা কেবল সঙ্গীত শিক্ষা নয়, অস্ত্র শিক্ষাও উত্তম রূপে প্রাপ্তি করেছে।...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব –৩৪ )

বাল্মিকী মুনির আশ্রমের তপোবনের সম্মুখে কচি কচি তৃণ ভক্ষণ করতে করতে অশ্ব একেবারে লব কুশের সামনে চলে গেলো। এত সুন্দর অশ্ব দেখে আশ্রমের বালকেরা অবাক হল। সেই স্থানে কেবল ছোটো ছোটো বালকেরা খেলা করছিলো। লব ও কুশ এসে অশ্ব চিনতে পারলো। ইহা সেই মহারাজ শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব –৩৩ )

যজ্ঞের অশ্ব নানাদিক ঘুরে বেড়ালো। নানা রাজ্যে বিচরণ করলো। অনেক রাজাই শ্রীরামের প্রস্তাব মেনে যজ্ঞে গেলো। কিন্তু দেখা গেলো ভগবান শ্রীরাম যেনো একেবারে দয়ালু মাটির মানুষ । এত আদর, আপ্যায়ন আর বিনয় স্বভাব দেখে সে সকল রাজারা অবাক হল। সকলকে যথাবিহিত সম্মান প্রদর্শন করলেন । এমনকি...
রামায়ণ কথা ( উত্তরকাণ্ড পর্ব –৩২)

শিবের অনুচর বাহিনীর কাছে অয্যোধ্যার সেনারা পরাস্ত হয়ে নাশ হতে লাগলো। শত্রুঘ্ন নিজেও ভগবান শিবের অনুচর দের সাথে পেরে উঠলো না । তখন হনুমান যুদ্ধে অবতীর্ণ হলেন। গদা দিয়ে রে রে করে তেড়ে গিয়ে ভগবান শিবের অনুচরদের মেরে তাড়াতে লাগলেন। হনুমান স্বয়ং রুদ্রাবতার । তাঁর সঙ্গে যুদ্ধে জেতা...